বাংলাদেশের চলচ্চিত্রশিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক হলো শোবিজের ১০টি সংগঠন। নাম দেওয়া হয়েছে ফিল্ম ক্রু অ্যালায়েন্স অব বাংলাদেশ (ফিল্ম ক্যাব)। এই সংগঠনে যুক্ত আছে আর্ট ডিরেক্টরস অ্যান্ড কস্টিউম ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; বাংলাদেশ অ্যাডভারটাইজিং মেকআপ আর্টিস্ট কমিউনিটি; বাংলাদেশ অ্যালায়েন্স অব সিনেমাটোগ্রাফারস; বাংলাদেশ প্রডাকশন সাউন্ড রেকর্ডিস্ট অ্যাসোসিয়েশন; কাস্টিং ডিরেকটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; ফোকাস পুলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; পোস্ট প্রডাকশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; প্রডাকশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; ক্যামেরা ক্রু অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ লাইটম্যান কল্যাণ সংস্থা।
গত ১৪ সেপ্টেম্বর ফিল্ম ক্যাবের প্রতিষ্ঠার দিন সংগঠনটির নির্বাহী কমিটির সদস্যদের চূড়ান্ত করা হয়। তারা হলেন আতিয়া রহমান, বরকত হোসেন পলাশ, ইদিলা ফরিদ তুরিন, ফারজানা সান, ইফরীত জীনা মিতি, কামরুন নাহার কলি, মো. গোলাম সরোয়ার (রুবেল), মো. মহিউদ্দিন খান (রনি), মো. তারেক বাবলু, মোর্শেদ বিপুল, মজিবুল মোহন, নাহিদ মাসুদ, নাজমুল হাসান, রোদ্রী রিপ, রিপন নাথ, শৈব তালুকদার, এস আর জিতু, শিহাব নুরুন নবী ও তারেক আহমেদ।
এদিন সংগঠনটির সদস্যদের সামনে নেতারা সাতটি লক্ষ্য উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, ন্যায়সংগত ও সংগঠিত কাজের পদ্ধতি, পেশাগত উন্নয়ন, আইনি সহায়তা ও অধিকার সুরক্ষা, সহযোগিতা ও যোগাযোগের উন্নতি, কল্যাণমূলক উদ্যোগ এবং পরিবেশবান্ধব কাজের পদ্ধতি।
বাংলাদেশের চলচ্চিত্রশিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক হলো শোবিজের ১০টি সংগঠন। নাম দেওয়া হয়েছে ফিল্ম ক্রু অ্যালায়েন্স অব বাংলাদেশ (ফিল্ম ক্যাব)। এই সংগঠনে যুক্ত আছে আর্ট ডিরেক্টরস অ্যান্ড কস্টিউম ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; বাংলাদেশ অ্যাডভারটাইজিং মেকআপ আর্টিস্ট কমিউনিটি; বাংলাদেশ অ্যালায়েন্স অব সিনেমাটোগ্রাফারস; বাংলাদেশ প্রডাকশন সাউন্ড রেকর্ডিস্ট অ্যাসোসিয়েশন; কাস্টিং ডিরেকটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; ফোকাস পুলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; পোস্ট প্রডাকশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; প্রডাকশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; ক্যামেরা ক্রু অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ লাইটম্যান কল্যাণ সংস্থা।
গত ১৪ সেপ্টেম্বর ফিল্ম ক্যাবের প্রতিষ্ঠার দিন সংগঠনটির নির্বাহী কমিটির সদস্যদের চূড়ান্ত করা হয়। তারা হলেন আতিয়া রহমান, বরকত হোসেন পলাশ, ইদিলা ফরিদ তুরিন, ফারজানা সান, ইফরীত জীনা মিতি, কামরুন নাহার কলি, মো. গোলাম সরোয়ার (রুবেল), মো. মহিউদ্দিন খান (রনি), মো. তারেক বাবলু, মোর্শেদ বিপুল, মজিবুল মোহন, নাহিদ মাসুদ, নাজমুল হাসান, রোদ্রী রিপ, রিপন নাথ, শৈব তালুকদার, এস আর জিতু, শিহাব নুরুন নবী ও তারেক আহমেদ।
এদিন সংগঠনটির সদস্যদের সামনে নেতারা সাতটি লক্ষ্য উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, ন্যায়সংগত ও সংগঠিত কাজের পদ্ধতি, পেশাগত উন্নয়ন, আইনি সহায়তা ও অধিকার সুরক্ষা, সহযোগিতা ও যোগাযোগের উন্নতি, কল্যাণমূলক উদ্যোগ এবং পরিবেশবান্ধব কাজের পদ্ধতি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে