Ajker Patrika

দুর্যোগকালে সবার প্রতি সহনশীল আচরণের আহ্বান শাকিবের

দুর্যোগকালে সবার প্রতি সহনশীল আচরণের আহ্বান শাকিবের

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সামুদ্রিক জোয়ার ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উপকূলীয় অঞ্চল। প্রাণহানির সঙ্গে ক্ষতির মুখে পড়েছে লাখ লাখ মানুষ। সংকটকালীন এ অবস্থায় নদী-উপকূল অঞ্চলের মানুষের পাশাপাশি পশুপাখিদের সঙ্গে সবাইকে সহনশীল আচরণের আহ্বান জানিয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। সঙ্গে সবার বিপদমুক্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে করেছেন প্রার্থনা।

শাকিব তাঁর ফেসবুকে লিখেছেন, ‘প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপকূলীয় জেলাগুলোতে প্রাণহানির সঙ্গে সঙ্গে লাখ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে। বিপজ্জনক অবস্থায় কোমলমতি শিশুরা, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় উপকূলবর্তী এলাকায় মানুষ।’

শাকিব আরও লিখেছেন, ‘সংকটকালীন এই সময়ে নদী-উপকূল অঞ্চলের মানুষের পাশাপাশি পশুপাখিরাও যাতে ভালো থাকে, এ জন্য সবাইকে সহনশীল আচরণের আহ্বান জানাই। সবার বিপদমুক্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা।’

উল্লেখ্য, শাকিব খান তাঁর ক্যারিয়ারে ২৫ বছর অর্থাৎ রজত জয়ন্তী পূর্ণ করলেন। ১৯৯৯ সালের আজকের এই তারিখের (২৮ মে) মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি ‘অনন্ত ভালোবাসা’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত