Ajker Patrika

আইসিইউতে অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়, পাশে নেই স্বজনেরা

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৫: ৪৪
আইসিইউতে অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়, পাশে নেই স্বজনেরা

ভারতের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। অসুস্থতায় ভর্তি হয়েছেন হাসপাতালে। কিডনি জটিলতায় বর্ষীয়ান অভিনেত্রীর চিকিৎসা চলছে আইসিইউতে। কিন্তু এমন অবস্থাতেও পাশে নেই তাঁর পরিবার। বরং এই কঠিন সময়ে অভিনেত্রীর সহায় হয়ে উঠেছেন তাঁর গাড়ি চালক।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাসন্তী চট্টোপাধ্যায়ের এক মেয়ে এবং এক ছেলে থাকলেও তাঁরা কেউ অভিনেত্রীর খোঁজ রাখছেন না। বরং বাসন্তী দেবীকে এই সময় তাঁর জমানো টাকা খরচ করতে হচ্ছে। ভাঙতে হয়েছে ফিক্সড ডিপোজিট। ধার করতে হয়েছে সহশিল্পীদের কাছে। এবার সেই একই কথা বললেন অভিনেত্রীর গাড়ির চালক।

সম্প্রতি টিভি নাইন বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাসন্তী চট্টোপাধ্যায়ের চালক মলয় চাকি জানিয়েছেন, সরস্বতী পূজার আগে অভিনেত্রীকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে যে ২ লাখ রুপি বিল হয়েছিল, সেটাও মলয় ধার করে মেটান। পরে অভিনেত্রী সেই টাকা তাঁকে ফেরত দেন।

এদিন তিনি অভিযোগের সুরে জানিয়েছেন, বাসন্তী চট্টোপাধ্যায়ের মেয়ের জামাই এবং ছেলের বউ এক একদিন করে এসেছিলেন। ব্যাস ওই পর্যন্তই। হাসপাতালের বিল, বা অন্য দায়িত্ব তাঁরা কেউই কিছু নেননি।

বাসন্তী চট্টোপাধ্যায়ের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে মলয় চাকি জানিয়েছেন, বাসন্তী চট্টোপাধ্যায়ের শরীর মাঝে মধ্যেই ফুলে যায়। কিডনির জটিলতায় শরীরে পানি জমে যাচ্ছে। এ ছাড়া অন্যান্য রোগ তো আছেই।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এইসময় ডিজিটাল জানিয়েছে, অভিনেত্রীর চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

সত্তরের দশকে বাসন্তী চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের সূত্রপাত। অভিনয় করেছেন একাধিক সিনেমা ও সিরিয়ালে। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত