ভারতের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। অসুস্থতায় ভর্তি হয়েছেন হাসপাতালে। কিডনি জটিলতায় বর্ষীয়ান অভিনেত্রীর চিকিৎসা চলছে আইসিইউতে। কিন্তু এমন অবস্থাতেও পাশে নেই তাঁর পরিবার। বরং এই কঠিন সময়ে অভিনেত্রীর সহায় হয়ে উঠেছেন তাঁর গাড়ি চালক।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাসন্তী চট্টোপাধ্যায়ের এক মেয়ে এবং এক ছেলে থাকলেও তাঁরা কেউ অভিনেত্রীর খোঁজ রাখছেন না। বরং বাসন্তী দেবীকে এই সময় তাঁর জমানো টাকা খরচ করতে হচ্ছে। ভাঙতে হয়েছে ফিক্সড ডিপোজিট। ধার করতে হয়েছে সহশিল্পীদের কাছে। এবার সেই একই কথা বললেন অভিনেত্রীর গাড়ির চালক।
সম্প্রতি টিভি নাইন বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাসন্তী চট্টোপাধ্যায়ের চালক মলয় চাকি জানিয়েছেন, সরস্বতী পূজার আগে অভিনেত্রীকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে যে ২ লাখ রুপি বিল হয়েছিল, সেটাও মলয় ধার করে মেটান। পরে অভিনেত্রী সেই টাকা তাঁকে ফেরত দেন।
এদিন তিনি অভিযোগের সুরে জানিয়েছেন, বাসন্তী চট্টোপাধ্যায়ের মেয়ের জামাই এবং ছেলের বউ এক একদিন করে এসেছিলেন। ব্যাস ওই পর্যন্তই। হাসপাতালের বিল, বা অন্য দায়িত্ব তাঁরা কেউই কিছু নেননি।
বাসন্তী চট্টোপাধ্যায়ের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে মলয় চাকি জানিয়েছেন, বাসন্তী চট্টোপাধ্যায়ের শরীর মাঝে মধ্যেই ফুলে যায়। কিডনির জটিলতায় শরীরে পানি জমে যাচ্ছে। এ ছাড়া অন্যান্য রোগ তো আছেই।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এইসময় ডিজিটাল জানিয়েছে, অভিনেত্রীর চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
সত্তরের দশকে বাসন্তী চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের সূত্রপাত। অভিনয় করেছেন একাধিক সিনেমা ও সিরিয়ালে। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’।
ভারতের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। অসুস্থতায় ভর্তি হয়েছেন হাসপাতালে। কিডনি জটিলতায় বর্ষীয়ান অভিনেত্রীর চিকিৎসা চলছে আইসিইউতে। কিন্তু এমন অবস্থাতেও পাশে নেই তাঁর পরিবার। বরং এই কঠিন সময়ে অভিনেত্রীর সহায় হয়ে উঠেছেন তাঁর গাড়ি চালক।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাসন্তী চট্টোপাধ্যায়ের এক মেয়ে এবং এক ছেলে থাকলেও তাঁরা কেউ অভিনেত্রীর খোঁজ রাখছেন না। বরং বাসন্তী দেবীকে এই সময় তাঁর জমানো টাকা খরচ করতে হচ্ছে। ভাঙতে হয়েছে ফিক্সড ডিপোজিট। ধার করতে হয়েছে সহশিল্পীদের কাছে। এবার সেই একই কথা বললেন অভিনেত্রীর গাড়ির চালক।
সম্প্রতি টিভি নাইন বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাসন্তী চট্টোপাধ্যায়ের চালক মলয় চাকি জানিয়েছেন, সরস্বতী পূজার আগে অভিনেত্রীকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে যে ২ লাখ রুপি বিল হয়েছিল, সেটাও মলয় ধার করে মেটান। পরে অভিনেত্রী সেই টাকা তাঁকে ফেরত দেন।
এদিন তিনি অভিযোগের সুরে জানিয়েছেন, বাসন্তী চট্টোপাধ্যায়ের মেয়ের জামাই এবং ছেলের বউ এক একদিন করে এসেছিলেন। ব্যাস ওই পর্যন্তই। হাসপাতালের বিল, বা অন্য দায়িত্ব তাঁরা কেউই কিছু নেননি।
বাসন্তী চট্টোপাধ্যায়ের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে মলয় চাকি জানিয়েছেন, বাসন্তী চট্টোপাধ্যায়ের শরীর মাঝে মধ্যেই ফুলে যায়। কিডনির জটিলতায় শরীরে পানি জমে যাচ্ছে। এ ছাড়া অন্যান্য রোগ তো আছেই।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এইসময় ডিজিটাল জানিয়েছে, অভিনেত্রীর চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
সত্তরের দশকে বাসন্তী চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের সূত্রপাত। অভিনয় করেছেন একাধিক সিনেমা ও সিরিয়ালে। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’।
এই সাফল্যের আনন্দ কিছুটা হলেও মলিন করে দিয়েছে নকলের অভিযোগ। অনেকে অভিযোগ করছে, ২০০৪ সালের কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর গল্প চুরি করে তৈরি হয়েছে সাইয়ারা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে কাটাছেঁড়া।
৮ ঘণ্টা আগেইদানীং হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো। এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন যদিও, কিন্তু এ অবস্থায় শুটিংয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। সুড়ঙ্গ ২ সিনেমার শুটিং শুরুর আগে তাই নিশোকে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। করাতে হবে হাঁটুর অস্ত্রোপচার।
৮ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে টিভিতে প্রচার হয়েছিল ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘বকুল ফুল’। এতে একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশের পর আবার আলোচনায় তিনি। প্রশংসিত হচ্ছে মাহির অভিনয় ও লুক। বকুল ফুল নাটকসহ অন্যান্য বিষয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন শিহাব...
২১ ঘণ্টা আগেসেই আশির দশকের শুরুতে পরিচালনা শুরু জেমস ক্যামেরনের। বানিয়েছেন ‘টার্মিনেটর’, ‘এলিয়েনস’, ‘টাইটানিক’সহ অনেক আলোচিত সিনেমা। তবে দেড় যুগ ধরে এই জনপ্রিয় নির্মাতা আটকে আছেন একই বিষয়ে। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’, তার পর থেকে অন্য কোনো বিষয় নিয়ে ভাবেননি।
১ দিন আগে