Ajker Patrika

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে জুরির নেতৃত্বে ড্যামিয়েন শ্যাজেল

আপডেট : ১৮ মে ২০২৩, ১৩: ৩৩
ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে জুরির নেতৃত্বে ড্যামিয়েন শ্যাজেল

আগামী ৩০ আগস্ট থেকে বসতে যাচ্ছে ঐতিহ্যবাহী ও বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র উৎসব ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ৮০তম আসর। আর এবারের আসরে জুরিপ্রধানের দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক ড্যামিয়েন শ্যাজেল। সম্মানজনক এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘লা লা ল্যান্ড’ খ্যাত এই নির্মাতা।

ভেনিসের প্রস্তাবকে স্বাগত জানিয়ে ড্যামিয়েন শ্যাজেল বলেন, ‘প্রতিবছর ১০ দিনের জন্য শিল্পের এই শহরকে সাজানো হয়। সিনেমার এই শহরে আমি এ বছর জুরির নেতৃত্ব পাওয়ায় অনেক গর্বিত ও আনন্দিত বোধ করছি। ৮০তম ভেনিস চলচ্চিত্র উৎসবে কিছু দুর্দান্ত চলচ্চিত্রের জন্য অপেক্ষা করছি।’

শ্যাজেলের নেতৃত্বে জুরি প্যানেল এবারের সেরা চলচ্চিত্রের জন্য ‘গোল্ডেন লায়ন’, ‘সিলভার লায়ন’, ‘গ্র্যান্ড জুরির পুরস্কার’, সেরা পরিচালকের জন্য ‘সিলভার লায়ন’, সেরা অভিনেত্রী এবং সেরা অভিনেতার জন্য ‘ভলপি কাপ’, বিশেষ জুরি পুরস্কার, সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কার এবং সেরা নতুনের জন্য ‘মার্সেলো মাস্ট্রোইয়ান্নি’ পুরস্কার প্রদান করবেন।

আগামী ৩০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বসতে যাচ্ছে এবারের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। ছবি: সংগৃহীতএ ছাড়া লুইগি দে লরেন্তিস পুরস্কারের জুরি প্যানেলের প্রধানের দায়িত্ব পালন করবেন ফরাসি পরিচালক অ্যালিস ডিওপ। গত বছর তিনি ‘ভেনিস সিলভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার’ এবং ‘লায়ন অব দ্য ফিউচার’ উভয় পুরস্কার জিতেছেন।

উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক অ্যালিস ডিওপ বলেন, ‘কী এক মহান সম্মান, এ এক মহান আনন্দ, “লুইগি দে লরেন্তিস” পুরস্কারের মতো সম্মানজনক পুরস্কারে জুরিপ্রধানের দায়িত্বে নির্বাচিত হয়েছি।’

এ ছাড়া ইতালির পরিচালক জোনাস কার্পিগানো ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ওরিজোন্টি বিভাগের জুরিপ্রধানের দায়িত্ব পালন করবেন।

এবারের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ৮০তম আসরটি চলবে আগামী ৩০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত