Ajker Patrika

সৃজিতের ছবিতে পাওলি–অনির্বাণ জুটি

সৃজিতের ছবিতে পাওলি–অনির্বাণ জুটি

অনেক দিন পর পাওলি দামের সিনেমার খবর। কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রী একসময় টালিউডের নিয়মিত মুখ হলেও ইদানীং তিনি কাজ কমিয়ে দিয়েছেন। ২০১৯ সালে ‘কণ্ঠ’, ‘সাঁঝবাতি’-র পর, ২০২০ সালে মুক্তি পায় ‘লাভ আজ কাল পরশু’।

এ বছর পাওলির কোনো ছবি ছিল না। তবে বুধবার হঠাৎই উড়ে এল ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির খবর। বানাচ্ছেন সৃজিত মুখার্জি। আর এতে একজন পরিচালকের চরিত্রে অভিনয় করবেন পাওলি দাম।

থাকবেন এ সময়ের কলকাতার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। একজন অভিনেতার চরিত্রেই কাজ করবেন তিনি। এর আগে একসঙ্গে দেখা যায়নি পাওলি-অনির্বাণকে। নতুন ছবিতে সৃজিত তাঁদের এক করলেন।

বৈষ্ণব সন্ন্যাসী, ধর্মগুরু ও ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজসংস্কারক শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে বানানো হচ্ছে ছবিটি। ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আর লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে।

এক ছবিতে এতজন তারকা অভিনয়শিল্পী–অনেক দিন ধরেই দেখা যাচ্ছিল না বাংলা ছবিতে। বিশেষ করে করোনা মহামারির পর এ প্রবণতা একেবারেই কমে গিয়েছিল। কারণ মাল্টিস্টারার ছবিতে বাজেট বেশি হয়।

গণমাধ্যমে পাওলি বলেছেন, ‘সৃজিতের ‘জুলফিকার’ ছবিতে অতিথি শিল্পী হয়ে অভিনয় করেছিলাম। এটাই সৃজিতের সঙ্গে আমার প্রথম বড় কাজ। চরিত্রটা পছন্দের। তা ছাড়া, অনির্বাণের মতো ভালো অভিনেতা আছেন সঙ্গে–বিষয়টি খুব আনন্দের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত