অনেক দিন পর পাওলি দামের সিনেমার খবর। কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রী একসময় টালিউডের নিয়মিত মুখ হলেও ইদানীং তিনি কাজ কমিয়ে দিয়েছেন। ২০১৯ সালে ‘কণ্ঠ’, ‘সাঁঝবাতি’-র পর, ২০২০ সালে মুক্তি পায় ‘লাভ আজ কাল পরশু’।
এ বছর পাওলির কোনো ছবি ছিল না। তবে বুধবার হঠাৎই উড়ে এল ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির খবর। বানাচ্ছেন সৃজিত মুখার্জি। আর এতে একজন পরিচালকের চরিত্রে অভিনয় করবেন পাওলি দাম।
থাকবেন এ সময়ের কলকাতার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। একজন অভিনেতার চরিত্রেই কাজ করবেন তিনি। এর আগে একসঙ্গে দেখা যায়নি পাওলি-অনির্বাণকে। নতুন ছবিতে সৃজিত তাঁদের এক করলেন।
বৈষ্ণব সন্ন্যাসী, ধর্মগুরু ও ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজসংস্কারক শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে বানানো হচ্ছে ছবিটি। ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আর লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে।
এক ছবিতে এতজন তারকা অভিনয়শিল্পী–অনেক দিন ধরেই দেখা যাচ্ছিল না বাংলা ছবিতে। বিশেষ করে করোনা মহামারির পর এ প্রবণতা একেবারেই কমে গিয়েছিল। কারণ মাল্টিস্টারার ছবিতে বাজেট বেশি হয়।
গণমাধ্যমে পাওলি বলেছেন, ‘সৃজিতের ‘জুলফিকার’ ছবিতে অতিথি শিল্পী হয়ে অভিনয় করেছিলাম। এটাই সৃজিতের সঙ্গে আমার প্রথম বড় কাজ। চরিত্রটা পছন্দের। তা ছাড়া, অনির্বাণের মতো ভালো অভিনেতা আছেন সঙ্গে–বিষয়টি খুব আনন্দের।’
অনেক দিন পর পাওলি দামের সিনেমার খবর। কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রী একসময় টালিউডের নিয়মিত মুখ হলেও ইদানীং তিনি কাজ কমিয়ে দিয়েছেন। ২০১৯ সালে ‘কণ্ঠ’, ‘সাঁঝবাতি’-র পর, ২০২০ সালে মুক্তি পায় ‘লাভ আজ কাল পরশু’।
এ বছর পাওলির কোনো ছবি ছিল না। তবে বুধবার হঠাৎই উড়ে এল ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির খবর। বানাচ্ছেন সৃজিত মুখার্জি। আর এতে একজন পরিচালকের চরিত্রে অভিনয় করবেন পাওলি দাম।
থাকবেন এ সময়ের কলকাতার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। একজন অভিনেতার চরিত্রেই কাজ করবেন তিনি। এর আগে একসঙ্গে দেখা যায়নি পাওলি-অনির্বাণকে। নতুন ছবিতে সৃজিত তাঁদের এক করলেন।
বৈষ্ণব সন্ন্যাসী, ধর্মগুরু ও ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজসংস্কারক শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে বানানো হচ্ছে ছবিটি। ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আর লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে।
এক ছবিতে এতজন তারকা অভিনয়শিল্পী–অনেক দিন ধরেই দেখা যাচ্ছিল না বাংলা ছবিতে। বিশেষ করে করোনা মহামারির পর এ প্রবণতা একেবারেই কমে গিয়েছিল। কারণ মাল্টিস্টারার ছবিতে বাজেট বেশি হয়।
গণমাধ্যমে পাওলি বলেছেন, ‘সৃজিতের ‘জুলফিকার’ ছবিতে অতিথি শিল্পী হয়ে অভিনয় করেছিলাম। এটাই সৃজিতের সঙ্গে আমার প্রথম বড় কাজ। চরিত্রটা পছন্দের। তা ছাড়া, অনির্বাণের মতো ভালো অভিনেতা আছেন সঙ্গে–বিষয়টি খুব আনন্দের।’
সম্প্রতি, ব্রিটেনে এক রেস্তোরাঁয় গান পরিবেশনের পর ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় জনপ্রিয় পাকিস্তানি গায়ক চাহাত ফতেহ আলী খানের দিকে ডিম ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও প্রকাশ করায় এবার ওই রেস্তোরাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন গায়ক।
১১ ঘণ্টা আগেপাকিস্তানের জনপ্রিয় গায়িকা ও গীতিকার কুররাতুল আইন বালুচ সম্প্রতি একটি বাদামি ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হয়েছেন। তবে তাঁর টিম নিশ্চিত করেছে, তিনি এখন শঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগেদীর্ঘ সময় ধরে নিজেকে শোবিজ থেকে দূরে রেখেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তিনি আড়ালে চলে যাওয়ার কারণে আটকে আছে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ কয়েকটি সিনেমা। নির্মাতারাও দীর্ঘ সময় ধরে কোনো খোঁজ পাচ্ছিলেন না নায়িকার। জানিয়েছিলেন, পপির জন্য তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
১৯ ঘণ্টা আগেঈদে দেশে নতুন সিনেমা মুক্তির হিড়িক দেখা গেলেও বছরের অন্য সময়ে থাকে ভাটা। পুরোনো সিনেমা দিয়েই হল চালু রাখতে হয় হলমালিকদের। তবে এ মাসে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছে দুটি সিনেমা। এ সপ্তাহেও আলোর মুখ দেখছে নতুন সিনেমা।
১৯ ঘণ্টা আগে