Ajker Patrika

আসছে শহীদের দিন

বিনোদন প্রতিবেদক
আপডেট : ০৩ মে ২০২১, ২২: ৫৫
আসছে শহীদের দিন

মাঝে মাঝে তব দেখা পাই বটে, কিন্তু সে দেখায় কি মন ভরে! ভক্তরা এই আক্ষেপ করতেই পারেন। কারণ, ২০১৯ সালে ব্লকবাস্টার ‘কবির সিং’ দেওয়ার পরেও তাঁর খবর নেই। চুপচাপ শুধু সিনেমাই করে যাচ্ছেন। মাঝেমধ্যে সিনেমার শুটিংয়ের খবর পাওয়া যায়। ছবির সংখ্যা বাড়ানো নয়। চকলেটবয় হিসেবে পরিচিত শহীদ কাপুর গত কয়েক বছরে নিজেকে ভাঙার দিকেই বেশি নজর দিয়েছেন। মাঝে ক্যারিয়ারের হালে বাতাস ছিল না। ছবির ব্যবসায়িক সাফল্যও ছিল প্রায় শূন্যের কোঠায়। ২০০৯ সালের বিশাল ভরদ্বাজের ছবি ‘কামিনে’ হিট দেওয়ার পর লম্বা সময় শহীদ কাপুর নিজেকে খুঁজে পাচ্ছিলেন না। তারপর? ‘মৌসুম’, ‘তেরি মেরি কাহানি’ ছবিগুলোতে তো ক্যারিয়ার প্রায় শেষ হওয়ার জোগাড় হয়েছিল। কিন্তু আসছে দিনে নতুন করে নিজেকে সামনে নিয়ে আসবেন তিনি। একের পর এক ধামাকা আসছে শহীদভক্তদের জন্য। ‘ইস্ক ভিস্ক’ থেকে ‘যাব উই মেট’ কিংবা ‘পদ্মাবত’ বা ‘কবির সিং’। শহীদ কাপুরের অভিনয় মন কেড়ে নেয় দর্শকদের। সেই ধারাতেই ফিরছেন।

সুরিয়া অভিনীত ‘সুরারাই পত্রু’–এর হিন্দি রিমেকের প্রস্তাব দেওয়া হয়েছে শহীদকে। এ ছাড়া নীর্জা পরিচালক রাম মাধভানি, রাকেশ ওম প্রকাশ মেহরা এবং শশাঙ্ক খইতানের পরের প্রজেক্ট নিয়েও শহীদ কাপুরের সঙ্গে কথা হচ্ছে। বাহুবলী–এর মতো তিন পার্টের মিথোলজিক্যাল ফিল্ম বানাতে চলেছে নেটফ্লিক্স। জানা যাচ্ছে, নেটফ্লিক্সের তিনটি ছবির জন্য চুক্তিবদ্ধ হবেন এই তারকা।

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে ১০০ কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন শহীদ। অভিনেতার পাশাপাশি এই প্রজেক্টের সহকারী প্রযোজকের দায়িত্বও সামলাবেন তিনি।

‘কবির সিং’-এর অসাধারণ সাফল্যের দীর্ঘ বিরতির পরে শহীদ কাপুর ‘জার্সি’ ছবি নিয়ে ফিরছেন। এই ছবির শুটিং আটকে ছিল। প্রযোজককে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারিশ্রমিক কমিয়েছেন শহীদ কাপুর। ‘জার্সি’ ছবিটি সই করেছিলেন ৩৩ কোটি টাকা পারিশ্রমিকের বিনিময়ে। তার সঙ্গে লাভের খানিক শতাংশও তাঁকে দিতে হতো প্রযোজনা সংস্থার। তবে করোনার এমন পরিস্থিতিতে শুটিং দীর্ঘদিন বন্ধ ছিল। প্রযোজকের বাজেটও প্রচুর কমে গেছে। তিনিই শহীদের কাছে অনুরোধ করেছিলেন পারিশ্রমিক খানিক কমানোর জন্য। তাহলে শুটিং শুরু করতে পারেন তাঁরা। জানা গেছে, শহীদ কাপুর একবারেই এই প্রস্তাবে রাজি হয়ে যান। একবারে ৮ কোটি টাকা কমিয়ে ২৫ কোটি টাকায় ছবিটি করবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। এবং তারই সঙ্গে তিনি খুবই আশাবাদী ফিল্মের শুটিং শুরু নিয়ে। তবে লাভের শতাংশে কোনো বিকল্প হবে না বলে শহীদকে জানিয়েছেন প্রযোজকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত