Ajker Patrika

মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক শহীদুল হক

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৫: ১৬
মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক শহীদুল হক

মারা গেছেন চলচ্চিত্রকার, নাট্যনির্মাতা ও সাংবাদিক শহীদুল হক খান। ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে গতকাল বুধবার রাত ১১টায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৭৩ সালে সমরেশ বসুর উপন্যাস অবলম্বনে বাংলাদেশে প্রথম ভারতীয় নায়িকা ঝুমুর গাঙ্গুলিকে নিয়ে তিনি নির্মাণ করেন প্রথম চলচ্চিত্র ‘ছুটির ফাঁদে’। একই সিনেমায় নিজের লেখা গানের জন্য তিনি গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

১৯৯৪ সালে বিটিভিতে তিনিই প্রথম সাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা ও তাঁর পরিচালনায় ‘কোথায় সেজন’ দিয়ে প্যাকেজ নাটক নির্মাণ শুরু করেন।

অসংখ্য টিভি নাটক নির্মাণ করেছেন শহীদুল হক খান। তাঁর হাত ধরেই ‘নায়ক’ নাটক দিয়ে মিডিয়ায় প্রথম আগমন ঘটে চিত্রনায়িকা পপির। এই নাটকে ইলিয়াস কাঞ্চনের নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন পপি।

বিভিন্ন পত্রিকায় শহীদুল হক খান সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর লেখা বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত