ফ্রান্সের প্যারিসে বাংলাদেশের সিনেমার জয়জয়কার। প্যারিসে সিনেমা ল্যঁ লিংকনে গঁজ স্যুর সেইন ফেস্টিভ্যালে পুরস্কার পেল বাংলাদেশের দুই সিনেমা। উৎসবের চারটি বিভাগে পুরস্কার জিতেছে নির্মাতা বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ এবং দুটি বিভাগে পুরস্কার জিতেছে শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’।
সৌদের ‘শ্যামা কাব্য’র চারটি বিভাগে পুরস্কারের মধ্যে রয়েছে বিশেষ জুরি পুরস্কার, সেরা মৌলিক চিত্রনাট্য পুরস্কার (বদরুল আনাম সৌদ), বেস্ট পিকচার অ্যাওয়ার্ড (ইশতিয়াক হোসেন) ও শ্রেষ্ঠ সম্পাদনার পুরস্কার (বদরুল আনাম সৌদ)। অন্যদিকে শ্রেষ্ঠ মৌলিক সংগীত পুরস্কার (লাবিক কামাল গৌরব), সেরা সাউন্ড অ্যাওয়ার্ড (অমিত কুমার দত্ত ও সুজার মাহমুদ) জিতেছে সামিয়া জামান প্রযোজিত শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’।
২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে বদরুল আনাম সৌদ নির্মাণ করেছেন ‘শ্যামা কাব্য’। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মন্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও আছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, এ কে আজাদ সেতু প্রমুখ।
পরিচালনার পাশাপাশি ‘শ্যামা কাব্য’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বদরুল আনাম সৌদ। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।
সামিয়া জামান প্রযোজিত ‘আজব কারখানা’ নির্মাণ করেছেন পরিচালক শবনম ফেরদৌসী। এটি ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপরেসি অ্যাওয়ার্ড অর্জন করে। এ ছাড়া শ্রীলঙ্কার অষ্টম জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ডেব্যু সম্মান পেয়েছে ছবিটি।
এ ছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ‘আজব কারখানা’। এর মধ্যে ভারতের কলকাতা, পুনে, বেঙ্গালুরু ও নাগপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সুইজারল্যান্ডের ফিফগ, উত্তর আমেরিকার তাসভীর এবং থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, লন্ডনের রেইনবো অন্যতম।
একজন রক তারকার জীবন ও লোকগানের শিল্পীদের ঘিরে আবর্তিত হয়েছে ‘আজব কারখানা’র ঘটনাচক্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়। এ ছাড়া আছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, হালিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলিসহ অনেক লোকজ শিল্পী।
‘আজব কারখানা’র সংগীত পরিচালনায় লাবিক কামাল গৌরব। ছবিটির গান লিখেছেন কবি হেলাল হাফিজ।
ফ্রান্সের প্যারিসে বাংলাদেশের সিনেমার জয়জয়কার। প্যারিসে সিনেমা ল্যঁ লিংকনে গঁজ স্যুর সেইন ফেস্টিভ্যালে পুরস্কার পেল বাংলাদেশের দুই সিনেমা। উৎসবের চারটি বিভাগে পুরস্কার জিতেছে নির্মাতা বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ এবং দুটি বিভাগে পুরস্কার জিতেছে শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’।
সৌদের ‘শ্যামা কাব্য’র চারটি বিভাগে পুরস্কারের মধ্যে রয়েছে বিশেষ জুরি পুরস্কার, সেরা মৌলিক চিত্রনাট্য পুরস্কার (বদরুল আনাম সৌদ), বেস্ট পিকচার অ্যাওয়ার্ড (ইশতিয়াক হোসেন) ও শ্রেষ্ঠ সম্পাদনার পুরস্কার (বদরুল আনাম সৌদ)। অন্যদিকে শ্রেষ্ঠ মৌলিক সংগীত পুরস্কার (লাবিক কামাল গৌরব), সেরা সাউন্ড অ্যাওয়ার্ড (অমিত কুমার দত্ত ও সুজার মাহমুদ) জিতেছে সামিয়া জামান প্রযোজিত শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’।
২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে বদরুল আনাম সৌদ নির্মাণ করেছেন ‘শ্যামা কাব্য’। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মন্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও আছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, এ কে আজাদ সেতু প্রমুখ।
পরিচালনার পাশাপাশি ‘শ্যামা কাব্য’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বদরুল আনাম সৌদ। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।
সামিয়া জামান প্রযোজিত ‘আজব কারখানা’ নির্মাণ করেছেন পরিচালক শবনম ফেরদৌসী। এটি ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপরেসি অ্যাওয়ার্ড অর্জন করে। এ ছাড়া শ্রীলঙ্কার অষ্টম জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ডেব্যু সম্মান পেয়েছে ছবিটি।
এ ছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ‘আজব কারখানা’। এর মধ্যে ভারতের কলকাতা, পুনে, বেঙ্গালুরু ও নাগপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সুইজারল্যান্ডের ফিফগ, উত্তর আমেরিকার তাসভীর এবং থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, লন্ডনের রেইনবো অন্যতম।
একজন রক তারকার জীবন ও লোকগানের শিল্পীদের ঘিরে আবর্তিত হয়েছে ‘আজব কারখানা’র ঘটনাচক্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়। এ ছাড়া আছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, হালিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলিসহ অনেক লোকজ শিল্পী।
‘আজব কারখানা’র সংগীত পরিচালনায় লাবিক কামাল গৌরব। ছবিটির গান লিখেছেন কবি হেলাল হাফিজ।
তরুণদের বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা উড়াল। পর্দায় দেখা যাবে তিন বন্ধু এবং এক তরুণীর গল্প। এতে অভিনয় করেছেন একদল নতুন মুখ। বানিয়েছেন জোবায়দুর রহমান। ২০২৩ সালে শুরু হয়েছিল সিনেমার শুটিং। অবশেষে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। গত বৃহস্পতিবার সিনেমার...
৭ ঘণ্টা আগেমুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে আয়োজিত নৃত্যাঞ্চল পদক পেলেন কুমকুম রানী চন্দ। গত ২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্যাপন করে নৃত্য সংগঠন ‘নৃত্যাঞ্চল’। অনুষ্ঠানটি তিনটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে ছিল...
৭ ঘণ্টা আগেপাকিস্তানের সঙ্গে ভারতের যেকোনো রাজনৈতিক জটিলতার প্রথম কোপ গিয়ে পড়ে শিল্পীদের ওপর। ২০১৬ সালে ভারতশাসিত কাশ্মীরের উরিতে হামলার পর ভারতে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন পাকিস্তানি শিল্পীরা। ২০২৩ সাল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল ছিল। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার...
৭ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে