Ajker Patrika

চলচ্চিত্র অনুদান কমিটিতে মমসহ জায়গা পেলেন যাঁরা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১৬: ৫৯
চলচ্চিত্র অনুদান কমিটিতে মমসহ জায়গা পেলেন যাঁরা

প্রতি বছর চলচ্চিত্র নির্মাণে অনুদান দেয় সরকার। সেই ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরের সরকারি অনুদানের জন্য পুনর্গঠিত হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে সভাপতি করে মোট ১০ জন সদস্যকে নিয়ে গঠন করা হয়েছে এই কমিটি। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

১০ সদস্যের এই কমিটিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। আরও রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক তিতাস জিয়া, নির্মাতা আকরাম খান, নার্গিস আখতার, রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল, নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ। সদস্য সচিব হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)।

প্রজ্ঞাপনে জানানো হয়, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান বাছাই কমিটির সুপারিশ ও পর্যালোচনাপূর্বক, সরকারি অনুদান প্রদান নীতিমালা ২০২০ (সংশোধিত) এর আলোকে এই কমিটি ২০২৪-২৫ অর্থবছরে অনুদান প্রদান বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

এ কমিটিতে থাকা কোনো সদস্য বা তাঁর পরিবারের কোনো সদস্য ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদানের জন্য কোনো চিত্রনাট্য জমা দিলে তিনি অনুদানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির প্রার্থী বাছাই শেষ হওয়ার পথে

চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে

মামুনুরের খোঁজ মেলেনি ৫ দিনেও, ক্লু নেই সিসিটিভি ফুটেজে

নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর অভিযোগ তদন্ত করছে ডাকসু নির্বাচন কমিশন

বাংলাদেশের বিদায়ে ৪১ বছরে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত