Ajker Patrika

‘মৃধা বনাম মৃধা’ দিয়ে বড় পর্দায় আসছেন নোভা

‘মৃধা বনাম মৃধা’ দিয়ে বড় পর্দায় আসছেন নোভা

টিভি নাটক ও বিজ্ঞাপনের একসময়ের পরিচিত মুখ ফারদিন ফিরোজ নোভা অনেকদিন ধরেই ক্যামেরার সামনে অনিয়মিত। বছরজুড়ে হাতে গোনা কয়েকটি কাজে দেখা যায় তাঁকে। এই অভিনেত্রী এবার বড়সড় খবর দিলেন।

‘মৃধা বনাম মৃধা’ ছবিতে নোভা ও সিয়াম আহমেদক্যারিয়ারের প্রথম ছবিতে অভিনয় করেছেন নোভা। ছবির নাম ‘মৃধা বনাম মৃধা’। এতে নোভার নায়ক হয়েছেন সিয়াম আহমেদ। বানিয়েছেন রনি ভৌমিক। নোভা বলেন, ‘প্রায় ১৬ বছর ধরে অভিনয় করি। সেই শুরু থেকেই চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখতাম। সব সময় ভেবেছি, আমার প্রথম ছবি হবে দর্শকদের হৃদয়ে দাগ কাটার মতো। এবার সেই সুযোগ হয়েছে।’

‘মৃধা বনাম মৃধা’ ছবির গল্পে উঠে আসবে পরিবারের সম্প্রীতির সৌন্দর্য, সম্পর্কের অবক্ষয়সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এ বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল ছবির শুটিং। শেষ হয়েছে আগস্টের প্রথম সপ্তাহে।

‘মৃধা বনাম মৃধা’ ছবিতে নোভা ও সিয়াম আহমেদনোভা বলেন, ‘যখন মডেলিং ও টিভি নাটকে নিয়মিত অভিনয় করতাম, তখন অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। পছন্দমতো ছবি ও চরিত্র পাইনি বলে করা হয়নি। এবার চমৎকার গল্পের একটি চ্যালেঞ্জিং চরিত্র পেলাম। তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই।’

‘মৃধা বনাম মৃধা’ ছবি দিয়েই বড়পর্দায় অভিষেক হবে নোভার। অভিনেত্রী জানিয়েছেন, বেশ গুছিয়ে ছবির শুটিং হয়েছে। সম্পাদনার কাজ শেষ হলেই মুক্তির জন্য প্রস্তুত হবে ‘মৃধা বনাম মৃধা’।

টোস্টার প্রোডাকশন প্রযোজিত এ ছবিতে সিয়াম–নোভা ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি প্রমুখ। এ বছরের নভেম্বরে ছবিটি মুক্তির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন নোভা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

নেপালে সরকার পতনের পর ভাইরাল মনীষা কৈরালার পুরোনো ভিডিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত