Ajker Patrika

বাগদান শেষে চমক বললেন জীবন খুব অপ্রত্যাশিত

আপডেট : ১৯ জুন ২০২৪, ২১: ৪৩
বাগদান শেষে চমক বললেন জীবন খুব অপ্রত্যাশিত

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি নিজের পছন্দের মানুষের সঙ্গে আংটি বদল হয়েছে চমকের। বাগদানের বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

বাগদানের ছবি শেয়ার করে ফেসবুকে চমক লিখেছেন, ‘আমরা একে অপরের প্রেমে পড়েছি। আমাদের স্বর্গীয় ভালোবাসা, আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি।’

চমকের শেয়ার করা ছবিতে দেখা গেল লাল রঙের সালোয়ার–কামিজে সেজেছেন তিনি, আর তাঁর হবু বর সেজেছেন লাল পাঞ্জাবিতে। বাগদান সারলেও কবে বিয়ে করবেন, সে বিষয়ে কিছুই জানাননি চমক। এ ছাড়া হবু বরের পরিচয় সম্পর্কেই কিছু বলেননি অভিনেত্রী।

ছবি পোস্ট করার পর সোশ্যাল মিডিয়ায় ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন চমককে। তবে বরের পরিচয় না দেওয়ায় অনেকে আবার এ নিয়ে সমালোচনাও করছেন। সেই সমালোচনার জবাব দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় চমক বলেন, ‘জীবন খুব অপ্রত্যাশিত। আগামীকাল কী হবে তা আমরা কেউ জানি না। আমি একজন রাজাকে বিয়ে করছি, রাস্তার ছেলেকে বিয়ে করছি, ক্রিমিনালকে বিয়ে করছি কিংবা অসম্ভব ভালো মানুষকে বিয়ে করছি—এটা মনে হয় অন্য কারও চিন্তার বিষয় হতে পারে না। অনেক বছর একসঙ্গে থাকার পরেও কিন্তু অনেক সময় জানা যায় না মানুষটা ভালো না খারাপ। অল্প সময়ের মধ্যে আমি কী করে মানুষটাকে বিচার করব? তবে এই মুহূর্তে এই মানুষটার সঙ্গে আমি সুখী। এটাও সত্যি, সামনের বছর এই মানুষটার সঙ্গে আমি ভালো থাকব কি না, সে আমাকে এভাবে ভালোবাসবে কি না বা আমিও বাসব কি না, জানি না। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে, মানুষ নিয়ে চিন্তা না করে আসুন এই মুহূর্তে ভালো থাকার চেষ্টা করি। জীবন খুব ছোট, প্রতি মুহূর্তে ভালো থাকা গুরুত্বপূর্ণ।’

রুকাইয়া জাহান চমক। ছবি: সংগৃহীতঅভিনেত্রী আরও বলেন, ‘এই ছোট জীবনে মানুষ কত খারাপ চিন্তা করে। হিংসা-বিদ্বেষ আরও কত কিছু। এত কিছু বাদ দিয়ে আসুন আমরা চেষ্টা করি সবার জায়গা থেকে ভালো থাকার। আপনার জীবনে অনেক হতাশা থাকতে পারে, কষ্ট থাকতে পারে, চাওয়া-পাওয়ার অমিল থাকতে পারে। সেগুলো সমাধানের চেষ্টা করুন। অন্যরা যখন ভালো থাকে, তাদের অ্যাপ্রিশিয়েট করার চেষ্টা করুন। দেখবেন জীবনটা সুন্দর।’

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। ২০২০ সালে ছোট পর্দার অভিনয় শুরু করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’ ইত্যাদি। বড় পর্দায়ও নাম লিখিয়েছেন তিনি। অভিনয় করছেন খ ম খুরশীদের ‘জয় বাংলা ধ্বনি’ ও যৌথ প্রযোজনার ‘ঘুম বারান্দা’ সিনেমায়। ‘ডি-ঢাকা ড্রাগ ডিলারস’ নামের একটি সিনেমা পরিচালনা করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে সিনেমাগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত