জাহিদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে অবশেষে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহিদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন মাহফুজ। এবার আপত্তিকর সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
অনুষ্ঠানে মাহফুজ আহমেদের অভিযোগ ছিল ‘প্রয়াত সাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদের একটি সিনেমায় তার চরিত্রে জাহিদ হাসানকে নিয়ে নেয়। মাহফুজ আহমেদের ভাষ্য ছিল― ‘‘আমার আছে জল’’ চলচ্চিত্রে জাহিদ হাসান যে রোলটা করেছে এই রোলটা নিয়ে আমার সঙ্গে সবকিছু ফাইনাল করা ছিল। এরপর আমি অস্ট্রেলিয়া গিয়েছি আমার স্ত্রীর কাছে। এসে শুনি আমি রোলটা করছি না।’
তিনি আরও বলেন, ‘আমাকে বলা হলো ফেরদৌস যে রোলটা করেছে ওটা আমি করব। আমি বলেছি আমি করব না। পরে জানলাম জাহিদ হাসান খাসি জবাই করে খাইয়ে বলছে যে, এটা আমার স্বপ্নের ক্যারেক্টার স্যার। বিষয়টা জাহিদ আমাকে বললে ভালো হতো। যদি বলত মাহফুজ আমি করতে চাই না, তুই ওটা কর। তাহলে আমি খুশি হতাম।’
এরপর থেকেই আর কখনো হুমায়ূন আহমেদের সঙ্গে কোনো কাজ করেননি বলেও জানান মাহফুজ।
মাহফুজ আহমেদ এই মন্তব্য করার পর বুঝতে পারেন তিনি ভুল করেছেন। ফলে দেশের একটি বেসরকারি টেলিভিশনে কথা বলার সময় এ প্রসঙ্গে ক্ষমা চান তিনি। মাহফুজ আহমেদ বলেন, ‘এটি আমার সঙ্গে মোটেও যায় না। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি আমার বলাটা ঠিক হয়নি। আমি জাহিদকে টেক্সট করেছি, ফোন করেছি। বলেছি ভুল করেছি। সে গ্রহণ করবে কি না সেটা জাহিদের বিষয়। পুরোটাই জাহিদের বিষয়। আমি ভুল করেছি সরি বলেছি। এখন জাহিদ আমাকে ক্ষমা করতেও পারে আবার আছাড়ও মারতে পারে।’
জাহিদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে অবশেষে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহিদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন মাহফুজ। এবার আপত্তিকর সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
অনুষ্ঠানে মাহফুজ আহমেদের অভিযোগ ছিল ‘প্রয়াত সাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদের একটি সিনেমায় তার চরিত্রে জাহিদ হাসানকে নিয়ে নেয়। মাহফুজ আহমেদের ভাষ্য ছিল― ‘‘আমার আছে জল’’ চলচ্চিত্রে জাহিদ হাসান যে রোলটা করেছে এই রোলটা নিয়ে আমার সঙ্গে সবকিছু ফাইনাল করা ছিল। এরপর আমি অস্ট্রেলিয়া গিয়েছি আমার স্ত্রীর কাছে। এসে শুনি আমি রোলটা করছি না।’
তিনি আরও বলেন, ‘আমাকে বলা হলো ফেরদৌস যে রোলটা করেছে ওটা আমি করব। আমি বলেছি আমি করব না। পরে জানলাম জাহিদ হাসান খাসি জবাই করে খাইয়ে বলছে যে, এটা আমার স্বপ্নের ক্যারেক্টার স্যার। বিষয়টা জাহিদ আমাকে বললে ভালো হতো। যদি বলত মাহফুজ আমি করতে চাই না, তুই ওটা কর। তাহলে আমি খুশি হতাম।’
এরপর থেকেই আর কখনো হুমায়ূন আহমেদের সঙ্গে কোনো কাজ করেননি বলেও জানান মাহফুজ।
মাহফুজ আহমেদ এই মন্তব্য করার পর বুঝতে পারেন তিনি ভুল করেছেন। ফলে দেশের একটি বেসরকারি টেলিভিশনে কথা বলার সময় এ প্রসঙ্গে ক্ষমা চান তিনি। মাহফুজ আহমেদ বলেন, ‘এটি আমার সঙ্গে মোটেও যায় না। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি আমার বলাটা ঠিক হয়নি। আমি জাহিদকে টেক্সট করেছি, ফোন করেছি। বলেছি ভুল করেছি। সে গ্রহণ করবে কি না সেটা জাহিদের বিষয়। পুরোটাই জাহিদের বিষয়। আমি ভুল করেছি সরি বলেছি। এখন জাহিদ আমাকে ক্ষমা করতেও পারে আবার আছাড়ও মারতে পারে।’
সালমান খান নাকি রাত ৮টার আগে সেটেই আসেন না! সারা দিন শুটিং ইউনিটকে বসে থাকতে হয় সালমানের অপেক্ষায়। তিনি আসেন রাত ৮টার দিকে। এরপর গভীর রাত পর্যন্ত চলে শুটিং।
১ ঘণ্টা আগে‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ তাঁর পছন্দের সিনেমা, আর ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’কে মনে করেন নিজের সেরা নির্মাণ। তবে যে সিনেমাটির জন্য নিজেকে নির্মাতা হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটা হলো ‘কিল বিল’।
৩ ঘণ্টা আগেদুই যুগের বেশি একসঙ্গে আছেন জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। তবে প্রকাশ্যে একসঙ্গে তেমন দেখা যায় না তাঁদের। শোবিজের কোনো অনুষ্ঠানেও একত্রে যান না তাঁরা। এ থেকে অনেকে ধরে নেন, ভালো নেই জাহিদ-মৌর সংসার।
৫ ঘণ্টা আগেনাটোরের সিংড়ার বৃদ্ধ রইস উদ্দিন গত কোরবানির ঈদের আগে নিজের পোষা গরু বিক্রি করতে গিয়েছিলেন রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে। তবে অভিজ্ঞতা একবারেই সুখকর হয়নি। ১ লাখ ২৩ হাজার টাকায় গরু বিক্রি হয়েছিল ঠিকই, কিন্তু রইস উদ্দিন হাতে পেয়েছিলেন জাল নোট।
৫ ঘণ্টা আগে