Ajker Patrika

ঈদে আসছেন লিডার শাকিব

বিনোদন প্রতিবেদক
আপডেট : ২৩ জুন ২০২১, ১৫: ০৪
ঈদে আসছেন লিডার শাকিব

ঢাকা: ৬০ শতাংশ শুটিং শেষ হয়েছে শাকিব খানের সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’–এর। গত ২৫ মে বেলা ১টায় রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছিল ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার। উত্তরার বিভিন্ন লোকেশনে টানা আট দিন শুটিং শেষে স্বল্প বিরতি দেওয়া হয়। গত ১৭ তারিখ থেকে বিএফডিসিতে সেট ফেলে টানা পাঁচ দিন শুটিং করা হয়। সেট পরিবর্তনের জন্য দুই দিনের বিরতি দিয়ে আজ পুনরায় শুরু হয়ে টানা ১০ দিনের শুটিং চলবে।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক, আরটিভির সিইও ও চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী আমরা শুটিং শুরু করতে পেরেছি। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী, কলাকুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। তাঁরা সবকিছু বজায় রেখে যেভাবে কাজ করছেন, এতে আমরা আশাবাদী খুব ভালো একটি সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটির ইতিমধ্যে ৬০ শতাংশ শুটিং অত্যন্ত সফলতার সঙ্গে শেষ হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, আগামী ঈদুল আজহায় বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি মুক্তি দেওয়ার।’

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সংবাদ সম্মেলনে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ –এর সাইনিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিচালক তপু খান এবং বাংলা সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও বুবলী উপস্থিত ছিলেন।

তপু খান বলেন, ‘বেঙ্গল মাল্টিমিডিয়া, শাকিব খান, বুবলীসহ সব কলাকুশলীর সহযোগিতায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন শাকিব ভাই, বুবলীসহ সবাই যথাসময়ে সেটে এসে শুটিং শুরু করছেন। বৃষ্টির কারণে কিছুটা সমস্যায় পড়লেও আমরা ইতিমধ্যে ৬০ শতাংশ শুটিং শেষ করতে পেরেছি। সামনের কাজগুলোও একইভাবে শেষ করতে পারব বলে আমার বিশ্বাস।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত