Ajker Patrika

দেশে শাকিব, শিগগিরই দেবেন একাধিক সুখবর

দেশে শাকিব, শিগগিরই দেবেন একাধিক সুখবর

নিরাপদে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আজ দুপুর ১টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেট দিয়ে বের হয়ে আসেন তিনি। বিমানবন্দরে নেমে ভক্ত ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে শাকিব খান বলেন, ‘আপনারা সবাই যে আমাকে এত মিস করেছেন, ভালো বেসেছেন, আমি সত্যিই মুগ্ধ। আপনাদের এতদিন আমি ভীষণ মিস করেছি। আমি বিমানে উঠে কিছুক্ষণ পর পর এয়ার হোস্টেসকে জিজ্ঞেস করছিলাম, আর কতক্ষণ লাগবে। আমি নিজেও আপনাদের সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে ছিলাম।’ 

ঢাকায় ফেরার পর এখন কোন কাজগুলোতে নজর দেবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর শাকিব বলেন, ‘মাত্রই তো দেশে এলাম। আগামীতে কী কাজ করবো তা সময়ই বলে দেবে। তবে এটুকু বলতে পারি স্পেশাল খবর আসছে। সামনে অনেক ভালো ভালো কিছু অপেক্ষা করছে। আমার চেষ্টা ছিল সবসময়ই বাংলা ছবির জন্য কিছু করার। আমাদের বাণিজ্যিক ছবি বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার কাজ করেছি। একটা জিনিস বুঝতে হবে, সিনেমার জন্য ভাষা কোনও ফ্যাক্ট না। কোরিয়ান ছবি, তামিল ছবি, অন্য ইন্ডাস্ট্রির ছবি বিশ্ববাজারে দাপিয়ে বেড়াচ্ছে। আমাদেরও সেদিকটা নিয়ে কাজ করতে হবে।’

শাকিব খাননয় মাস পর আমেরিকা থেকে দেশে ফিরলেন তিনি। সেখানে অবস্থান ও কাজ প্রসঙ্গে এই তারকা বলেন, ‘আমার মূল লক্ষ্য ছিল বিশ্ববাজারে বাংলা ছবির ভালো অবস্থান তৈরি করা। এ কারণে একটা ছবির মহরত করেছি নিউ ইয়র্কে। আমেরিকান ক্রু নিয়ে যার কাজ হবে। আরও ইন্টারন্যাশনাল প্রজেক্টসহ নানা কাজ হবে। চাই বিশ্ববাজারে ছড়িয়ে পড়ুক বাংলা ছবি।’

শাকিবের অপেক্ষায় ভক্তরাএরপর দুপুরে গুলশানের বাসায় ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। শাকিব বলেন,‘সুখে দুঃখে সবসময় আমি আমার ফ্যানদের পেয়েছি। দেশের মানুষের ভালোবাসা পেয়েছি। আমেরিকা গিয়েও উপলব্ধি করেছি আমাকে বাঙালিরা কতটা ভালোবাসে। আমাকে তারা ভালোবাসে জানতাম, কিন্তু এতটা ভালোবাসে দেশে না থেকে যেন আরও উপলব্ধি হয়েছে। আমাকে তো পারলে ভক্তরা প্লেনের ভেতর থেকে রিসিভ করে। এতটুকু বলবো এই ভালোবাসাকে আমি অনেক শ্রদ্ধা করি। দিনশেষে এইতো আমার পরিবার। সুখবরগুলো খুব দ্রুতই একটা একটা দিতে শুরু করবো। সুখবর শুনে ফ্যানরা আনন্দিত হবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত