Ajker Patrika

ডিবির প্রধান হারুনের বাসায় ইফতার করলেন শাকিব খান

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২৩: ০৪
ডিবির প্রধান হারুনের বাসায় ইফতার করলেন শাকিব খান

আজ শনিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব। এ সময় শাকিবের সঙ্গে ছিলেন রাষ্ট্রপতির ছেলে ও প্রযোজক আরশাদ আদনান। সৌজন্য সাক্ষাৎ শেষে একসঙ্গে ইফতার করেন শাকিব, আরশাদ ও হারুন।

ইফতারের বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে হারুন অর রশীদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ সারা দিনের কার্যক্রম শেষ করে প্রতিদিনের ন্যায় ১৯তম রোজার ইফতার করলাম। হঠাৎ করেই বাসায় আসেন চিত্রনায়ক শাকিব খান ও মহামান্য রাষ্ট্রপতি ছেলে মো. আরশাদ আদনান।’

হারুন অর রশীদের বাসায় শাকিব খান। ছবি: ফেসবুকউল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে আরশাদ আদনান প্রযোজিত শাকিব খান অভিনেতা সিনেমা ‘রাজকুমার’। সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। ২৩ মার্চ প্রকাশ পায় এই সিনেমার ফার্স্টলুক পোস্টার। এরপর ২৮ মার্চ অন্তর্জালে প্রকাশ করা হয় এই সিনেমার প্রথম গান। ‘প্রিয়তমা’র মতো এবারও সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল।

গেল বছর এ ত্রয়ীর মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়েছেন পরিচালক হিমেল আশরাফ। তিনি আগেই জানিয়েছেন, ‘রাজকুমার’ দিয়ে বাংলা সিনেমায় নতুন ইতিহাস লেখা হতে পারে।

হারুন অর রশীদের বাসায় শাকিব খান। ছবি: ফেসবুকপ্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রাজকুমার। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত