প্লাইস্টোসিন যুগে ফিরে যেতে প্রস্তুত হোন। এটা এমন একটা সময়, যখন সারা পৃথিবী ঢাকা ছিল বরফে। ওই প্রতিকূল পরিস্থিতিতে যে সব স্তন্যপায়ী প্রাণি টিকে ছিল, তারা উঠে এসেছে অ্যানিমেশন সিনেমা ‘আইস এজ’-এর চরিত্র হয়ে। ২০০২ সালে আসে প্রথম পর্ব। এরপর একে একে এসেছে ৫টি পর্ব। এ ফ্রাঞ্চাইজির সর্বশেষ সিনেমা ‘আইস এজ: কলিশন কোর্স’ মুক্তি পায় ২০১৬ সালে। আট বছর পর এল ষষ্ঠ পর্বের ঘোষণা।
সম্প্রতি ডি২৩ ব্রাজিল সম্মেলনে জানানো হয় এ খবর। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছে ডিজনি। তাতে আইস এজের কণ্ঠাভিনেতা রে রোমানো, জন লেগুইজামো, কুইন লতিফাহ, ডেনিস লিরি ও সাইমন পেগ নাটকীয়ভাবে ‘আইস এজ সিক্স’ সিনেমার কথা প্রকাশ্যে আনেন। জানান, ষষ্ঠ পর্বের নির্মাণ চলছে।
ভিডিওতে দেখা যায়, স্টুডিওতে চাদর গায়ে, মাথায় শীতের টুপি পরে শীতে কাঁপছেন রে রোমানো। ওদিকে তাঁর ফোনে বারবার কল আসছে, গুরুত্বপূর্ণ ঘোষণাটি দিয়ে দিয়েছেন কি না! এর মধ্যে স্টুডিওতে তুষার পড়া শুরু হয়। শীতে কাঁপতে কাঁপতেই রোমানো জানিয়ে দেন, আইস এজ সিক্স আসছে। তাঁর এ ঘোষণার পর স্ক্রিনজুড়ে ভেসে ওঠে ষষ্ঠ পর্বের লোগো।
আইস এজ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পর্ব ৪০০ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছিল। পাঁচটি পর্ব মোট ৩ দশমিক ২ বিলিয়ন ডলার ঘরে তুলেছে। ফলে আইস এজের পরের সিকুয়েল নিয়ে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিল ডিজনি। ভক্তদেরও অপেক্ষা ছিল। সে অপেক্ষার অবসান হলো সাম্প্রতিক ঘোষণার মধ্য দিয়ে।
আইস এজের ষষ্ঠ পর্বটি কবে মুক্তি পাবে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ২০২৬ সালেই দর্শক আরেকবার দেখতে পাবেন ম্যানি, সিড, ডিয়াগো, জুলিয়ান, রজার, স্কার্টসহ আইস এজের জনপ্রিয় চরিত্রগুলোকে।
জানিয়ে রাখা ভালো, ২০০২ সালে প্রথম পর্বের পর আইস এজের দ্বিতীয় পর্ব ‘দ্য মেল্টডাউন’ ২০০৬ সালে, তৃতীয় পর্ব ‘ডাউন অব দ্য ডাইনোসরস’ ২০০৯ সালে, চতুর্থ পর্ব ‘কন্টিনেন্টাল ড্রিফট’ ২০১২ সালে এবং কলিশন কোর্স মুক্তি পায় ২০১৬-তে। সব সিনেমাই দেখা যাচ্ছে ডিজনি প্লাসে।
প্লাইস্টোসিন যুগে ফিরে যেতে প্রস্তুত হোন। এটা এমন একটা সময়, যখন সারা পৃথিবী ঢাকা ছিল বরফে। ওই প্রতিকূল পরিস্থিতিতে যে সব স্তন্যপায়ী প্রাণি টিকে ছিল, তারা উঠে এসেছে অ্যানিমেশন সিনেমা ‘আইস এজ’-এর চরিত্র হয়ে। ২০০২ সালে আসে প্রথম পর্ব। এরপর একে একে এসেছে ৫টি পর্ব। এ ফ্রাঞ্চাইজির সর্বশেষ সিনেমা ‘আইস এজ: কলিশন কোর্স’ মুক্তি পায় ২০১৬ সালে। আট বছর পর এল ষষ্ঠ পর্বের ঘোষণা।
সম্প্রতি ডি২৩ ব্রাজিল সম্মেলনে জানানো হয় এ খবর। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছে ডিজনি। তাতে আইস এজের কণ্ঠাভিনেতা রে রোমানো, জন লেগুইজামো, কুইন লতিফাহ, ডেনিস লিরি ও সাইমন পেগ নাটকীয়ভাবে ‘আইস এজ সিক্স’ সিনেমার কথা প্রকাশ্যে আনেন। জানান, ষষ্ঠ পর্বের নির্মাণ চলছে।
ভিডিওতে দেখা যায়, স্টুডিওতে চাদর গায়ে, মাথায় শীতের টুপি পরে শীতে কাঁপছেন রে রোমানো। ওদিকে তাঁর ফোনে বারবার কল আসছে, গুরুত্বপূর্ণ ঘোষণাটি দিয়ে দিয়েছেন কি না! এর মধ্যে স্টুডিওতে তুষার পড়া শুরু হয়। শীতে কাঁপতে কাঁপতেই রোমানো জানিয়ে দেন, আইস এজ সিক্স আসছে। তাঁর এ ঘোষণার পর স্ক্রিনজুড়ে ভেসে ওঠে ষষ্ঠ পর্বের লোগো।
আইস এজ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পর্ব ৪০০ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছিল। পাঁচটি পর্ব মোট ৩ দশমিক ২ বিলিয়ন ডলার ঘরে তুলেছে। ফলে আইস এজের পরের সিকুয়েল নিয়ে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিল ডিজনি। ভক্তদেরও অপেক্ষা ছিল। সে অপেক্ষার অবসান হলো সাম্প্রতিক ঘোষণার মধ্য দিয়ে।
আইস এজের ষষ্ঠ পর্বটি কবে মুক্তি পাবে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ২০২৬ সালেই দর্শক আরেকবার দেখতে পাবেন ম্যানি, সিড, ডিয়াগো, জুলিয়ান, রজার, স্কার্টসহ আইস এজের জনপ্রিয় চরিত্রগুলোকে।
জানিয়ে রাখা ভালো, ২০০২ সালে প্রথম পর্বের পর আইস এজের দ্বিতীয় পর্ব ‘দ্য মেল্টডাউন’ ২০০৬ সালে, তৃতীয় পর্ব ‘ডাউন অব দ্য ডাইনোসরস’ ২০০৯ সালে, চতুর্থ পর্ব ‘কন্টিনেন্টাল ড্রিফট’ ২০১২ সালে এবং কলিশন কোর্স মুক্তি পায় ২০১৬-তে। সব সিনেমাই দেখা যাচ্ছে ডিজনি প্লাসে।
অভিনেত্রী আমিশা প্যাটেল এবং সঞ্জয় দত্তের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলিউডে বেশ পরিচিত। আমিশা বহুবার সঞ্জয় দত্তের স্নেহ এবং অধিকার নিয়ে কথা বলা ও আচরণ করার কথা উল্লেখ করেছেন।
২৯ মিনিট আগে‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে গান শোনাতে গত মাসে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের শিল্পী মুস্তাফা জাহিদ। তবে কনসার্ট শুরুর ঘণ্টাখানেক আগে হঠাৎ করে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে নিরাপত্তার কারণ দেখিয়ে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। ঢাকায় এসেও গাইতে না...
২ ঘণ্টা আগেগত মাসে অনুষ্ঠিত মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে মোহাম্মদ নূরুজ্জামানের সিনেমা ‘মাস্তুল’। উৎসবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড (জুরি) জিতেছে সিনেমাটি। এবার স্পেনের এক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেল মাস্তুল।
২ ঘণ্টা আগেছোটবেলা থেকে হৃতিক রোশন বেশ মেধাবী ছিলেন। তবে একটি সমস্যা তাঁকে ভুগিয়েছে অনেক। স্পষ্ট কথা বলতে পারতেন না। ছিল তোতলামির সমস্যা। অন্তর্মুখী চরিত্রের হৃতিককে আরও চুপসে দিয়েছিল সমস্যাটি। স্কুলে সারাক্ষণ হয়রানির শিকার হতে হতো হৃতিককে। বন্ধুরা তাঁকে ভ্যাঙাত, হেয় করত।
২ ঘণ্টা আগে