১৯৭৩ সালে জহিরুল হকের ‘রংবাজ’ ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করে সবার দৃষ্টি কেড়েছিলেন জসিম। এই খলনায়ক একসময় হয়ে ওঠেন দেশের জনপ্রিয় নায়ক। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান জসিম।
একসময়ের প্রতাপশালী অভিনেতা জসিমের মৃত্যুর ২৩ বছর হলো আজ। এই দীর্ঘ সময় পাড়ি দিয়ে কেমন আছে জসিমের পরিবার? কথা হয় জসিমের ছোট ছেলে এ কে রাহুলের সঙ্গে। তিনি বলেন, ‘বাবা প্রতিদিনই ঘুরেফিরে সামনে আসেন। কোথাও গেলে বাবার কথা বলেন সবাই। ইন্টারভিউতে অনেকেই বাবাকে নিয়ে কথা বলেন। ফেসবুকে বাবার অনেক সংলাপ নিয়ে মিম হয়। বাবা আসলে আমাদের সামনে কোনো না কোনোভাবে আসেনই।’
ব্যক্তি জসিম সম্পর্কে জানতে চাইলে রাহুল বলেন, ‘যতটা দেখেছি বা শুনেছি, বাবা ছিলেন উদার মনের মানুষ। পরিবার বলতে শুধু তাঁর স্ত্রী-সন্তানদেরই বুঝতেন না। তাঁর ফিল্মের মানুষ, এমনকি যাঁরা আমাদের বাসার হেল্পিং হ্যান্ড ছিলেন—সবাই বাবার পরিবার। সবার সমস্যা তিনি তুড়ি মেরে সমাধান করে দিতেন। ছবির শুটিং শেষে করে সবার জন্য গিফট কিনে আনতেন নিজে গিয়ে। সবার সঙ্গে বসে খেতেন।’
বাবা ছিলেন চিত্রনায়ক। অথচ জসিমের তিন ছেলেরই আগ্রহ গান-বাজনায়। বড় ছেলে সামি ও মেজো ছেলে রাতুল একটি ব্যান্ড গড়েছেন। পাঁচ সদস্য নিয়ে ২০০৭ সালে গড়ে ওঠা ব্যান্ডটির নাম ‘ওন্ড’। এই ব্যান্ডের দলপ্রধান ও ড্রামার সামি আর রাতুল বেজ গিটার বাজানোর পাশাপাশি কণ্ঠ দেন। ছোট ছেলে রাহুল আছেন ‘ট্রেইনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গে।
তিন ছেলে রাতুল, সামি ও রাহুলকে আগলে আছেন স্ত্রী নাসরিন জসিম। জসিমের মৃত্যুর সময় রাহুল বেশ ছোট ছিলেন। বাবার পথ ধরে একসময় অভিনয়ে নাম লেখানোর ইচ্ছা থাকলেও চলচ্চিত্রের ‘দুরবস্থার’ কারণে আর এ পথ মাড়াননি।
জসিমের স্ত্রী নাসরিন কেমন আছেন জানতে চাইলে রাহুল বলেন, ‘আম্মা ভালো আছেন। আমরা তিন ভাই আম্মাকে ঘিরে আছি। পরিবারের দেখাশোনার পাশাপাশি ব্যবসায় নিয়েই তাঁর সময় কাটে। আর আমরা আছি গান নিয়ে।’
বাবার জন্য সন্তানদের এখনো মধুর বিড়ম্বনায় পড়তে হয়। একবার এক পরিচিতজনের বিয়েতে মিরপুর গিয়েছেন। আগে থেকেই খবর রটেছিল জসিমের পরিবার যাচ্ছে। রাস্তায় হাজারো মানুষ জড়ো হয়ে যায় তাঁদের দেখার জন্য। আবার এমনও ঘটেছে, বাসের চালক কোনোভাবে জেনে গেছেন তাঁরা জসিমের ছেলে, আর ভাড়া নিতে চান না।
১৯৭৩ সালে জহিরুল হকের ‘রংবাজ’ ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করে সবার দৃষ্টি কেড়েছিলেন জসিম। এই খলনায়ক একসময় হয়ে ওঠেন দেশের জনপ্রিয় নায়ক। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান জসিম।
একসময়ের প্রতাপশালী অভিনেতা জসিমের মৃত্যুর ২৩ বছর হলো আজ। এই দীর্ঘ সময় পাড়ি দিয়ে কেমন আছে জসিমের পরিবার? কথা হয় জসিমের ছোট ছেলে এ কে রাহুলের সঙ্গে। তিনি বলেন, ‘বাবা প্রতিদিনই ঘুরেফিরে সামনে আসেন। কোথাও গেলে বাবার কথা বলেন সবাই। ইন্টারভিউতে অনেকেই বাবাকে নিয়ে কথা বলেন। ফেসবুকে বাবার অনেক সংলাপ নিয়ে মিম হয়। বাবা আসলে আমাদের সামনে কোনো না কোনোভাবে আসেনই।’
ব্যক্তি জসিম সম্পর্কে জানতে চাইলে রাহুল বলেন, ‘যতটা দেখেছি বা শুনেছি, বাবা ছিলেন উদার মনের মানুষ। পরিবার বলতে শুধু তাঁর স্ত্রী-সন্তানদেরই বুঝতেন না। তাঁর ফিল্মের মানুষ, এমনকি যাঁরা আমাদের বাসার হেল্পিং হ্যান্ড ছিলেন—সবাই বাবার পরিবার। সবার সমস্যা তিনি তুড়ি মেরে সমাধান করে দিতেন। ছবির শুটিং শেষে করে সবার জন্য গিফট কিনে আনতেন নিজে গিয়ে। সবার সঙ্গে বসে খেতেন।’
বাবা ছিলেন চিত্রনায়ক। অথচ জসিমের তিন ছেলেরই আগ্রহ গান-বাজনায়। বড় ছেলে সামি ও মেজো ছেলে রাতুল একটি ব্যান্ড গড়েছেন। পাঁচ সদস্য নিয়ে ২০০৭ সালে গড়ে ওঠা ব্যান্ডটির নাম ‘ওন্ড’। এই ব্যান্ডের দলপ্রধান ও ড্রামার সামি আর রাতুল বেজ গিটার বাজানোর পাশাপাশি কণ্ঠ দেন। ছোট ছেলে রাহুল আছেন ‘ট্রেইনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গে।
তিন ছেলে রাতুল, সামি ও রাহুলকে আগলে আছেন স্ত্রী নাসরিন জসিম। জসিমের মৃত্যুর সময় রাহুল বেশ ছোট ছিলেন। বাবার পথ ধরে একসময় অভিনয়ে নাম লেখানোর ইচ্ছা থাকলেও চলচ্চিত্রের ‘দুরবস্থার’ কারণে আর এ পথ মাড়াননি।
জসিমের স্ত্রী নাসরিন কেমন আছেন জানতে চাইলে রাহুল বলেন, ‘আম্মা ভালো আছেন। আমরা তিন ভাই আম্মাকে ঘিরে আছি। পরিবারের দেখাশোনার পাশাপাশি ব্যবসায় নিয়েই তাঁর সময় কাটে। আর আমরা আছি গান নিয়ে।’
বাবার জন্য সন্তানদের এখনো মধুর বিড়ম্বনায় পড়তে হয়। একবার এক পরিচিতজনের বিয়েতে মিরপুর গিয়েছেন। আগে থেকেই খবর রটেছিল জসিমের পরিবার যাচ্ছে। রাস্তায় হাজারো মানুষ জড়ো হয়ে যায় তাঁদের দেখার জন্য। আবার এমনও ঘটেছে, বাসের চালক কোনোভাবে জেনে গেছেন তাঁরা জসিমের ছেলে, আর ভাড়া নিতে চান না।
দম সিনেমার মাধ্যমে অনেক দিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে আরও আছেন চঞ্চল চৌধুরী। এটি দিয়ে প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে চঞ্চল ও নিশোকে।
৫ ঘণ্টা আগেগত রোজার ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খানের দুটি সিনেমা— ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’। বরবাদ হিট হলেও প্রচারের অভাবে মুখ থুবড়ে পড়ে অন্তরাত্মা। সিনেমাটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে।
৫ ঘণ্টা আগেজয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশতে’ মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর। বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় উঠে এসেছে সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প।
৫ ঘণ্টা আগেনতুন ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন এফ এস নাঈম। ‘খুব কাছেরই কেউ’ নামের এই কনটেন্টকে বলা হচ্ছে ফ্ল্যাশ ফিকশন। এতে নাঈমের সহশিল্পী সুনেরাহ বিনতে কামাল। রোমান্টিক ঘরানার কনটেন্টটি পরিচালনা করেছেন সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী আরাফাত মহসিন নিধি। এটি তাঁর দ্বিতীয় নির্মাণ।
১৭ ঘণ্টা আগে