Ajker Patrika

নানা হলেন আলীরাজ

বিনোদন প্রতিবেদক
নানা হলেন আলীরাজ

চলচ্চিত্র অভিনেতা আলীরাজ নানা হয়েছেন। তাঁর মেয়ে মহিমা হোসেন শরনীর কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। মঙ্গলবার ফেসবুক পোস্টে এ সুখবর জানান আলীরাজ। বলেন, ‘প্রথমবার নানা হলাম। অনুভূতি প্রকাশের মতো ভাষা পাচ্ছি না। মেয়ে ও নাতনি সুস্থ আছেন। সবার কাছে দোয়া চাইছি।’ ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে নাতনির নাম জানাবেন আলীরাজ।

দুই ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে আলীরাজের সংসার। ২০২০ সালের শুরুর দিকে মেয়ে শরনীর বিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি আলীরাজ দিয়েছেন আরও এক সুখবর। তার ছেলে মাহমুদ হোসেন শরণ সেপ্টেম্বরে বাবা হচ্ছেন বলে জানালেন আলীরাজ।

অভিনেতা আলীরাজের এক পুত্র এবং এক কন্যার জনক। তাঁর স্ত্রী একজন নৃত্যশিল্পী।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে শতাধিক ছবিতে অভিনয় করেছেন আলীরাজ। তার শুরুটা হয়েছিলো বিটিভিতে সেলিম আল দীনের লেখা ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় ‘ভাঙনের শব্দ শুনি’ নাটকের মাধ্যমে। সে সময়ে তিনি ডব্লিউ আনোয়ার নামে পরিচিত ছিলেন। এরপর নায়ক রাজ রাজ্জাকের হাত ধরে ১৯৮৪ সালে ‘সৎভাই’ -এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। আলীরাজ নামটি নায়ক রাজের দেওয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এনসিটিবি: পাঠ্যবইয়ে আবার পরিবর্তন আসছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত