ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি পাইরেসির কবলে পড়েছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে সিনেমাটির হলপ্রিন্ট। পাইরেসি ইস্যুতে অভিযোগ জানাতে আজ বৃহস্পতিবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে ডিবি কার্যালয়ে যায় সুড়ঙ্গ টিম। তাদের সঙ্গে ছিলেন এই ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘প্রিয়তমা’–এর প্রযোজক আরশাদ আদনান।
সেখানে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে পুরো টিমের কথা হয় এবং তিনি সিনেমাটি পাইরেসির সাথে যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে বিষয়টি সমাধানে ‘সুড়ঙ্গ’ টিমকে আশ্বস্ত করেছেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিনেমাটির অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল।
অভিযোগ জানানোর পর ছবিটির পাইরেসি নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক। কারণ ছবিটি খুবই সুন্দর একটি ছবি। বাংলাদেশের ৬৪ জেলাসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে। কিন্তু গুটিকতক প্রতারক চক্র তারা অবৈধভাবে গোপনে ছবিটি পাইরেসি করে অনলাইনে ছেড়ে দিয়েছে। অনেক দিন ধরে আমাদের দেশে ভালো ছবি হয় না। সেসময় এ ছবিটি দারুণ হয়েছে। দর্শক অনেক দিন পর হলমুখী হয়েছে। সেই সঙ্গে প্রযোজকও লাভবান হচ্ছে।’
এরপর তিনি বলেন, ‘এই মুহূর্তে যারা হল থেকে মানুষকে দূরে সরানোর জন্য এ কাজটি করছে তারা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছে। এটা খুবই অন্যায় কাজ। যারা এই কাজটি করেছেন তাদের উদ্দেশে বলছি, আপনা দ্রুত বিভিন্ন মাধ্যম থেকে ছবিটি নামিয়ে ফেলুন। নইলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিতে আমরা বাধ্য হব এবং আইনগত ব্যবস্থা নেব।’
রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আফরান নিশোর সঙ্গে সিনেমাটিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী তমা মির্জা।
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি পাইরেসির কবলে পড়েছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে সিনেমাটির হলপ্রিন্ট। পাইরেসি ইস্যুতে অভিযোগ জানাতে আজ বৃহস্পতিবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে ডিবি কার্যালয়ে যায় সুড়ঙ্গ টিম। তাদের সঙ্গে ছিলেন এই ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘প্রিয়তমা’–এর প্রযোজক আরশাদ আদনান।
সেখানে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে পুরো টিমের কথা হয় এবং তিনি সিনেমাটি পাইরেসির সাথে যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে বিষয়টি সমাধানে ‘সুড়ঙ্গ’ টিমকে আশ্বস্ত করেছেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিনেমাটির অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল।
অভিযোগ জানানোর পর ছবিটির পাইরেসি নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক। কারণ ছবিটি খুবই সুন্দর একটি ছবি। বাংলাদেশের ৬৪ জেলাসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে। কিন্তু গুটিকতক প্রতারক চক্র তারা অবৈধভাবে গোপনে ছবিটি পাইরেসি করে অনলাইনে ছেড়ে দিয়েছে। অনেক দিন ধরে আমাদের দেশে ভালো ছবি হয় না। সেসময় এ ছবিটি দারুণ হয়েছে। দর্শক অনেক দিন পর হলমুখী হয়েছে। সেই সঙ্গে প্রযোজকও লাভবান হচ্ছে।’
এরপর তিনি বলেন, ‘এই মুহূর্তে যারা হল থেকে মানুষকে দূরে সরানোর জন্য এ কাজটি করছে তারা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছে। এটা খুবই অন্যায় কাজ। যারা এই কাজটি করেছেন তাদের উদ্দেশে বলছি, আপনা দ্রুত বিভিন্ন মাধ্যম থেকে ছবিটি নামিয়ে ফেলুন। নইলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিতে আমরা বাধ্য হব এবং আইনগত ব্যবস্থা নেব।’
রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আফরান নিশোর সঙ্গে সিনেমাটিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী তমা মির্জা।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে