Ajker Patrika

সালমান ফুরাননি, ফুরিয়ে গেছেন প্রভু

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৭: ৩৯
সালমান ফুরাননি, ফুরিয়ে গেছেন প্রভু

ঢাকা: কথা রাখলেন ভাইজান। ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। আগামী ১৩ মে বিশ্বজুড়ে সিনেমা হল এবং ওটিটি প্ল্যাটফর্ম জ়িপ্লেক্সে একসঙ্গে মুক্তি পাচ্ছে প্রভু দেবা পরিচালিত এই ছবি। যদিও সালমন খানের প্রযোজনা সংস্থা এবং জ়ি স্টুডিয়োজ় এটিকে ওটিটি রিলিজ় বলতে চাচ্ছে না। কারণ, জ়িফাইভের পে পার ভিউ সার্ভিস জ়িপ্লেক্সে টিকিট কেটে দর্শক দেখতে পারবেন ছবিটি। তা অ্যাপে আসবে অনেক পরে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে এল ‘রাধে’র ট্রেলার।

প্রায় এক যুগ পর রূপালি পর্দায় ফিরছে ‘রাধে’। ‘ওয়ান্টেড’ ছবিতে জাঁদরেল পুলিশ অফিসার রাধের ভূমিকায় দেখা গিয়েছিল সালমানকে, চলতি বছর ঈদে আরও একবার সেই ভূমিকাতেই ফিরছেন সালমান।

যদিও সালমান বারবার বলেছেন, ‘রাধে’ বলিউডের জনপ্রিয় ছবি ‘ওয়ান্টেড’–এর সিক্যুয়াল নয়।

গত বছর ঈদে মুক্তির কথা ছিল রাধে–এর। কিন্তু করোনার কারণে দীর্ঘ এক বছর দেরিতে মুক্তি পেতে চলেছে ছবিটি। সালমান জানিয়েছেন, ১৩ মে মুক্তি পাবে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। করোনার কথা মাথায় রেখে মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাবে ছবিটি।

 ‘রাধে’ কোরীয় সিনেমা দ্য আউটল’স–এর রিমেক, ট্রেলারের কিছু দৃশ্যে সেটি স্পষ্ট।ট্রেলারে আহামরি কিছু দেখা যায়নি। সচরাচর সিনেমায় সালমানকে যেভাবে দেখা যায়, তেমনটাই দেখা গেছে। অ্যাকশন, রোমান্স আর ডায়লগ!

প্রভু দেবার পরিচালনায় এই ছবিতে দিশা পাটানির সঙ্গে রোমান্স করতে দেখা যাবে সালমানকে, অন্যদিকে ভিলেনের ভূমিকায় রয়েছেন রণদীপ হুদা। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জ্যাকি শ্রফ।

নেটিজেনদের একটি বড় অংশ বলছে, ‘সালমান ফুরাননি। প্রভু দেবা ফুরিয়ে গেছেন। প্রভুর ঝুলিতে যা ছিল দেওয়া হয়ে গেছে। এখন আর কোনো নতুনত্ব নেই। তিনি একই ধারায় নিজেকে বন্দি রেখেছেন। সালমান খানের সিনেমা বলে বক্স অফিসে ব্যবসা করলেও সমালোচকদের মন জয় করতে পারবে না।’

‘রাধে’ কোরীয় সিনেমা দ্য আউটল’স–এর রিমেক, আর সেটা ট্রেলারের কিছু দৃশ্যে স্পষ্ট বোঝাও গেছে। যদিও গল্পে কিছুটা পরিবর্তন থাকবে, এর সঙ্গে বলিউডের চিরচেনা মসলা। আল্লু অর্জুনের ডিজে সিনেমার ‘সিটি মার’ গানটি থাকছে ছবিতে। ট্রেলারে তার আভাস পাওয়া গেছে।

এছাড়াও ট্রেলারে দ্য আউটল’স সিনেমার ভিলেন ‘ইয়ুন কেয়া সাং’–এর রূপে দেখা মিলেছে রণদীপ হুদার।
সিনেমার ট্রেলার:

বিষয়:

সিনেমা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত