বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। ফলে অনেকে বিশ্বাস করেন ববিতা অসুস্থ। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। এ ফেসবুক অ্যাকাউন্ট তাঁর নয়। এমনকি, তিনি ফেসবুক ব্যবহার করেন না। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
ববিতা বলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না, এটা আগেও বলেছি। তারপরও ফেসবুক থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়ানো হলো, এতে আমি ভীষণ দুঃখ পেয়েছি। আমি আইনি পদক্ষেপ নিয়েছি এর আগে, কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালায় আর এমন খবর ছড়ায়—তা শনাক্ত করা যায়নি।’
শুধু এবারই প্রথম নয়, এর আগেও একাধিক ভুয়া খবর ছড়ানো হয়েছিল ওই ফেক অ্যাকাউন্ট থেকে। এমনকি মৃত্যুর খবরও ছড়ানো হয়েছিল। ববিতা বলেন, ‘এর আগে আমার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল ফেসবুকে। চিন্তা করেন, এমন স্পর্শকাতর খবর শোনার পর আমার আত্মীয়স্বজনের মনের কী অবস্থা হয়! আমি আসলে এ বিষয়ে কী করব, বুঝে উঠতে পারছি না। হাল ছেড়ে দিয়েছি।’
অভিনেত্রী মনে করেন, ভুয়া অ্যাকাউন্ট ও গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া দরকার। তিনি বলেন, ‘আমার পরিচিতি কেউ দেখা হলে কখনো কখনো বলে, আপা আমি তো আপনার ফেসবুকে আছি, আপনার সঙ্গে মেসেজে কথা বললাম। আমি অবাক হয়ে বলি, আমার তো ফেসবুক নেই, কার সঙ্গে কথা বলেছেন! এভাবে তো বহু প্রতারণা করছে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে।’
ববিতা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন, ঢাকার গুলশানের বাসাতেই আছেন।
গত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। ফলে অনেকে বিশ্বাস করেন ববিতা অসুস্থ। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। এ ফেসবুক অ্যাকাউন্ট তাঁর নয়। এমনকি, তিনি ফেসবুক ব্যবহার করেন না। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
ববিতা বলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না, এটা আগেও বলেছি। তারপরও ফেসবুক থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়ানো হলো, এতে আমি ভীষণ দুঃখ পেয়েছি। আমি আইনি পদক্ষেপ নিয়েছি এর আগে, কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালায় আর এমন খবর ছড়ায়—তা শনাক্ত করা যায়নি।’
শুধু এবারই প্রথম নয়, এর আগেও একাধিক ভুয়া খবর ছড়ানো হয়েছিল ওই ফেক অ্যাকাউন্ট থেকে। এমনকি মৃত্যুর খবরও ছড়ানো হয়েছিল। ববিতা বলেন, ‘এর আগে আমার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল ফেসবুকে। চিন্তা করেন, এমন স্পর্শকাতর খবর শোনার পর আমার আত্মীয়স্বজনের মনের কী অবস্থা হয়! আমি আসলে এ বিষয়ে কী করব, বুঝে উঠতে পারছি না। হাল ছেড়ে দিয়েছি।’
অভিনেত্রী মনে করেন, ভুয়া অ্যাকাউন্ট ও গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া দরকার। তিনি বলেন, ‘আমার পরিচিতি কেউ দেখা হলে কখনো কখনো বলে, আপা আমি তো আপনার ফেসবুকে আছি, আপনার সঙ্গে মেসেজে কথা বললাম। আমি অবাক হয়ে বলি, আমার তো ফেসবুক নেই, কার সঙ্গে কথা বলেছেন! এভাবে তো বহু প্রতারণা করছে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে।’
ববিতা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন, ঢাকার গুলশানের বাসাতেই আছেন।
টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে। এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে।
১৯ ঘণ্টা আগে৩৬ বছরে পদার্পণ করল নাটকের দল ‘নাট্যকেন্দ্র’। গত শুক্র ও শনিবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নাট্যদলটি।
১৯ ঘণ্টা আগেদুজনই বিচ্ছেদের যন্ত্রণাদায়ক সময় পেরিয়ে এসেছেন। দুজনই খুঁজছেন জীবনসঙ্গী। সংসারে আবার থিতু হওয়ার তীব্র ইচ্ছা দুজনের মনেই। এ বছরের জুনে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয় মার্কিন গায়িকা কেটি পেরির। অন্যদিকে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙে ২০২৩ সালে।
১৯ ঘণ্টা আগেফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৭০তম আসরটি হয়ে গেল ১১ অক্টোবর রাতে ভারতের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায়। উপস্থাপনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পাল। এবারের আসরে সর্বোচ্চ ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’।
১৯ ঘণ্টা আগে