আনিকা জীনাত
ঢাকা: বড় কঠিন এক সময় পার করছি আমরা। ক্ষুদ্র এক ভাইরাসের প্রকোপে সবাই এখন বিচ্ছিন্ন। বিষণ্ন এই সময়ে শুধু পরিবারই আমাদের পাশে আছে। এমন সময়ে মন ভালো করার ওষুধ হিসেবে ‘হাফ ব্রাদার্স’ সিনেমাটি দেখতে পারেন।
হালকা মেজাজের সিনামেটি শুরু হয় বাবা ও ছেলের অসাধারণ বন্ধনের দৃশ্য দিয়ে। ছেলেকে খুশি রাখতে বাবার চেষ্টার কোনো কমতি নেই। খেলার ছলে জীবনকে ভিন্ন দৃষ্টকোণ থেকে দেখতে শেখান তিনি। দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলে তাদের জীবন স্থবির হয়ে পড়ে। পেশায় প্রকৌশলী বাবা অর্থনৈতিক ধাক্কা সামলাতে পারেন না। আয় বাড়াতে মেক্সিকো ছেড়ে একদিন পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। যাওয়ার আগে ছেলে ও স্ত্রীকে কথা দেন ফিরে আসবেন। কিন্তু এই প্রতিশ্রুতি তিনি পূরণ করতে পারেননি।
এর পর দীর্ঘ ২৫ বছর পর ছেলের কাছে একটি ফোন আসে। ফোনটি করেন তার সৎ মা। জানান, তার বাবা মৃত্যু শয্যায়। শেষবারের মতো ছেলেকে দেখতে চান। বাবাকে দেখতে বিয়ের ঠিক পাঁচ দিন আগে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় প্রকৌশলী ছেলে রেনাতো। বাবার খোঁজ হাসপাতালে গিয়ে জানতে পারে অ্যাশার নামে তার একটি ভাইও আছে। কেন বাবা বাড়ি ফেরেনি—এ প্রশ্নের উত্তর চেয়েছিল ছেলে। কিন্তু বাবা একবারে সব বলতে রাজি হননি। তাঁর জীবনে কী কী ঘটেছিল, তা জানাতে দুই ছেলেকে একসঙ্গে একটি ট্রিপে পাঠানোর পরিকল্পনা করেন তিনি। এই পরিকল্পনার কথা জানানোর পর তিনি মারা যান। ট্রিপে যেতে বাধ্য হয় দুই ছেলে।
ভাই হলেও দুজনের ব্যক্তিত্ব পুরোপুরি আলাদা। বড় ভাই গুরুগম্ভীর ও বাস্তববাদী। আর ছোট ভাইয়ের মন খুব কোমল। সব সময় হাসি মুখে থাকে।
রাস্তায় ছোট ভাইয়ের কারণে বারবার বিপদে পড়তে হয় বড় ভাইকে। রাগ হলেও ছোট ভাইকে সে বিপদে ফেলতে পারে না। ট্রিপে গিয়ে বাবার সাজানো ধাঁধা মিলিয়ে ফেলেন তারা। পাঁচ দিনের মধ্যে তাদের সম্পর্কটাও মজবুত হয়। ছোট ভাইকে সঙ্গে নিয়েই বিয়ের আসরে যান বড় ভাই।
সিনেমাটি দেখার সময় হো হো শব্দে হয়তো হেসে উঠবেন না। তবে দুই ভাইয়ের কাণ্ডকীর্তি দেখে মজা পাবেন। কমেডি সিনেমাটিতে একটি বার্তাও দেওয়া হয়েছে। বার্তাটি কী, তা জানতে চাইলে দেখতে হবে দেড় ঘণ্টার সিনেমাটি।
গত ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পায়। রেনাতো ও অ্যাশার চরিত্রে ছিলেন লুইস জেরার্ডো ম্যান্ডেস ও কর্নর দেল রিও-কে। বাবার চরিত্রে অভিনয় করেছেন কলম্বিয়ান অভিনেতা জুয়ান পাবলো স্পিনোসা।
ঢাকা: বড় কঠিন এক সময় পার করছি আমরা। ক্ষুদ্র এক ভাইরাসের প্রকোপে সবাই এখন বিচ্ছিন্ন। বিষণ্ন এই সময়ে শুধু পরিবারই আমাদের পাশে আছে। এমন সময়ে মন ভালো করার ওষুধ হিসেবে ‘হাফ ব্রাদার্স’ সিনেমাটি দেখতে পারেন।
হালকা মেজাজের সিনামেটি শুরু হয় বাবা ও ছেলের অসাধারণ বন্ধনের দৃশ্য দিয়ে। ছেলেকে খুশি রাখতে বাবার চেষ্টার কোনো কমতি নেই। খেলার ছলে জীবনকে ভিন্ন দৃষ্টকোণ থেকে দেখতে শেখান তিনি। দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলে তাদের জীবন স্থবির হয়ে পড়ে। পেশায় প্রকৌশলী বাবা অর্থনৈতিক ধাক্কা সামলাতে পারেন না। আয় বাড়াতে মেক্সিকো ছেড়ে একদিন পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। যাওয়ার আগে ছেলে ও স্ত্রীকে কথা দেন ফিরে আসবেন। কিন্তু এই প্রতিশ্রুতি তিনি পূরণ করতে পারেননি।
এর পর দীর্ঘ ২৫ বছর পর ছেলের কাছে একটি ফোন আসে। ফোনটি করেন তার সৎ মা। জানান, তার বাবা মৃত্যু শয্যায়। শেষবারের মতো ছেলেকে দেখতে চান। বাবাকে দেখতে বিয়ের ঠিক পাঁচ দিন আগে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় প্রকৌশলী ছেলে রেনাতো। বাবার খোঁজ হাসপাতালে গিয়ে জানতে পারে অ্যাশার নামে তার একটি ভাইও আছে। কেন বাবা বাড়ি ফেরেনি—এ প্রশ্নের উত্তর চেয়েছিল ছেলে। কিন্তু বাবা একবারে সব বলতে রাজি হননি। তাঁর জীবনে কী কী ঘটেছিল, তা জানাতে দুই ছেলেকে একসঙ্গে একটি ট্রিপে পাঠানোর পরিকল্পনা করেন তিনি। এই পরিকল্পনার কথা জানানোর পর তিনি মারা যান। ট্রিপে যেতে বাধ্য হয় দুই ছেলে।
ভাই হলেও দুজনের ব্যক্তিত্ব পুরোপুরি আলাদা। বড় ভাই গুরুগম্ভীর ও বাস্তববাদী। আর ছোট ভাইয়ের মন খুব কোমল। সব সময় হাসি মুখে থাকে।
রাস্তায় ছোট ভাইয়ের কারণে বারবার বিপদে পড়তে হয় বড় ভাইকে। রাগ হলেও ছোট ভাইকে সে বিপদে ফেলতে পারে না। ট্রিপে গিয়ে বাবার সাজানো ধাঁধা মিলিয়ে ফেলেন তারা। পাঁচ দিনের মধ্যে তাদের সম্পর্কটাও মজবুত হয়। ছোট ভাইকে সঙ্গে নিয়েই বিয়ের আসরে যান বড় ভাই।
সিনেমাটি দেখার সময় হো হো শব্দে হয়তো হেসে উঠবেন না। তবে দুই ভাইয়ের কাণ্ডকীর্তি দেখে মজা পাবেন। কমেডি সিনেমাটিতে একটি বার্তাও দেওয়া হয়েছে। বার্তাটি কী, তা জানতে চাইলে দেখতে হবে দেড় ঘণ্টার সিনেমাটি।
গত ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পায়। রেনাতো ও অ্যাশার চরিত্রে ছিলেন লুইস জেরার্ডো ম্যান্ডেস ও কর্নর দেল রিও-কে। বাবার চরিত্রে অভিনয় করেছেন কলম্বিয়ান অভিনেতা জুয়ান পাবলো স্পিনোসা।
সদ্যপ্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ রোববার সকালে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। পরে কুষ্টিয়ায় মা-বাবার কবরে তাকে দাফন করা হবে। রাতে হাসপাতালে গণমাধ্যমের সামনে এসব তথ্য জানান শিল্পীর স্বামী প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ গাজী আব্দুল হাকিম।
২ ঘণ্টা আগেচলে গেলেন লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। আজ শনিবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তাঁর বয়স হয়েছিল ৭৩। তিনি স্বামী ও চার সন্তান রেখে গেছেন।
৪ ঘণ্টা আগেবাংলা গানের জনপ্রিয় ও কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২০ সালের ৬ জুলাই ৬৪ বছর বয়সে মারা যান প্লেব্যাক সম্রাটখ্যাত এই শিল্পী। মৃত্যুর পাঁচ বছর পর তাঁর নামে পাঠানো হয়েছে বকেয়া কর পরিশোধের নোটিশ।
৫ ঘণ্টা আগেএকসময়ের টিভি নাটকের নিয়মিত মুখ অভিনেতা ওমর আয়াজ অনি থাকেন অস্ট্রেলিয়ায়। পাঁচ বছর পর সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। আবার দেশের মিডিয়ায় নিয়মিত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন অনি। ইতিমধ্যে বিজ্ঞাপন, ওটিটি ও সিনেমা নিয়ে নির্মাতাদের সঙ্গে কথা হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেতা।
১৯ ঘণ্টা আগে