বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির পর নির্মাতাদের লক্ষ্য থাকে ওটিটি। বিনোদনের এই মাধ্যমেও অনেক দর্শক অপেক্ষায় থাকেন নতুন সিনেমা দেখার জন্য। তাই আলোচনার রেশ থাকতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলো ওটিটিতে দেওয়ার চেষ্টা করেন নির্মাতারা। গত রোজার ঈদের চার সিনেমা ওটিটিতে এসেছে কোরবানির ঈদে। এবার আরও আগে ঘরে বসে দেখা যাবে কোরবানির ঈদের সিনেমা।
আজমেরী হক বাঁধনের ‘এশা মার্ডার: কর্মফল’ দিয়ে শুরু হচ্ছে ঈদের সিনেমার ওটিটি যাত্রা। গতকাল ফেসবুক পেজে সিনেমার পোস্টার শেয়ার করে বিঞ্জ জানিয়েছে, শিগগির এই প্ল্যাটফর্মে দেখা যাবে এশা মার্ডার। আশা করা হচ্ছে, এ সপ্তাহেই সিনেমাটি মুক্তি পাবে বিঞ্জে। গত কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এশা মার্ডারসহ ছয়টি সিনেমা। এর মধ্যে ‘তাণ্ডব’, ‘উৎসব’ ও ‘ইনসাফ’ এখনো চলছে সিনেপ্লেক্সে। এর মধ্যে এল ওটিটিতে এশা মার্ডার মুক্তির ঘোষণা।
মার্ডার মিস্ট্রি ঘরানায় এশা মার্ডার বানিয়েছেন সানী সানোয়ার। গল্পে দেখা যায়, একই জেলায় খুন-ধর্ষণের শিকার হয় তিনজন মেয়ে। তদন্তে নামে পুলিশ কর্মকর্তা লিনা। এই চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। আরও রয়েছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শরীফ সিরাজ, পূজা ক্রুজ প্রমুখ। এশা মার্ডারে প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি তিনি। মুক্তির প্রথম দিন দর্শকদের সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে দর্শক টানতে সক্ষম হয়েছিল এশা মার্ডার। সিনেমার প্রচারে বাঁধন প্রায় প্রতিদিন ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন হলে।
বাংলাদেশে নারীপ্রধান গল্পের সিনেমার সংখ্যা কম। এই পরিস্থিতিতে এশা মার্ডার নির্মাণ ও ঈদে মুক্তির জন্য নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান বাঁধন। এমন সিনেমা নির্মাণের জন্য অন্য প্রযোজকদেরও ঝুঁকি নেওয়ার অনুরোধ করেন। সিঙ্গেল স্ক্রিনে এশা মার্ডার চালানোর অনুরোধ ছিল তাঁর। বাঁধন চেয়েছিলেন, সিনেমাটি যেন দর্শকদের কাছে পৌঁছায়। তাঁর সেই ইচ্ছা পূরণ হচ্ছে ওটিটির মাধ্যমে। এখন দেখার পালা, ওটিটিতে কেমন সাড়া পায় সিনেমাটি।
প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির পর নির্মাতাদের লক্ষ্য থাকে ওটিটি। বিনোদনের এই মাধ্যমেও অনেক দর্শক অপেক্ষায় থাকেন নতুন সিনেমা দেখার জন্য। তাই আলোচনার রেশ থাকতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলো ওটিটিতে দেওয়ার চেষ্টা করেন নির্মাতারা। গত রোজার ঈদের চার সিনেমা ওটিটিতে এসেছে কোরবানির ঈদে। এবার আরও আগে ঘরে বসে দেখা যাবে কোরবানির ঈদের সিনেমা।
আজমেরী হক বাঁধনের ‘এশা মার্ডার: কর্মফল’ দিয়ে শুরু হচ্ছে ঈদের সিনেমার ওটিটি যাত্রা। গতকাল ফেসবুক পেজে সিনেমার পোস্টার শেয়ার করে বিঞ্জ জানিয়েছে, শিগগির এই প্ল্যাটফর্মে দেখা যাবে এশা মার্ডার। আশা করা হচ্ছে, এ সপ্তাহেই সিনেমাটি মুক্তি পাবে বিঞ্জে। গত কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এশা মার্ডারসহ ছয়টি সিনেমা। এর মধ্যে ‘তাণ্ডব’, ‘উৎসব’ ও ‘ইনসাফ’ এখনো চলছে সিনেপ্লেক্সে। এর মধ্যে এল ওটিটিতে এশা মার্ডার মুক্তির ঘোষণা।
মার্ডার মিস্ট্রি ঘরানায় এশা মার্ডার বানিয়েছেন সানী সানোয়ার। গল্পে দেখা যায়, একই জেলায় খুন-ধর্ষণের শিকার হয় তিনজন মেয়ে। তদন্তে নামে পুলিশ কর্মকর্তা লিনা। এই চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। আরও রয়েছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শরীফ সিরাজ, পূজা ক্রুজ প্রমুখ। এশা মার্ডারে প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি তিনি। মুক্তির প্রথম দিন দর্শকদের সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে দর্শক টানতে সক্ষম হয়েছিল এশা মার্ডার। সিনেমার প্রচারে বাঁধন প্রায় প্রতিদিন ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন হলে।
বাংলাদেশে নারীপ্রধান গল্পের সিনেমার সংখ্যা কম। এই পরিস্থিতিতে এশা মার্ডার নির্মাণ ও ঈদে মুক্তির জন্য নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান বাঁধন। এমন সিনেমা নির্মাণের জন্য অন্য প্রযোজকদেরও ঝুঁকি নেওয়ার অনুরোধ করেন। সিঙ্গেল স্ক্রিনে এশা মার্ডার চালানোর অনুরোধ ছিল তাঁর। বাঁধন চেয়েছিলেন, সিনেমাটি যেন দর্শকদের কাছে পৌঁছায়। তাঁর সেই ইচ্ছা পূরণ হচ্ছে ওটিটির মাধ্যমে। এখন দেখার পালা, ওটিটিতে কেমন সাড়া পায় সিনেমাটি।
গতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের ‘যত ভালোবাসি তোরে’ গানের ভিডিও। ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম।
২ ঘণ্টা আগেরোডিজ, স্লিপটসভিলা, বিগ বসের মতো রিয়েলিটি শো যেমন পছন্দ করেন অভিনেত্রী সোহা আলী খান; তেমনি কমেডি সিরিজও তাঁর খুব প্রিয়। সোহা সম্প্রতি দেখেছেন রোমান্টিক কমেডি ‘কলিন ফ্রম অ্যাকাউন্টস’ ও ডার্ক কমেডি ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’। সিরিজ দুটি নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগেনির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন ফেসবুকে নিজের একটি লেখা শেয়ার করেছেন। তাঁর অনুমতি সাপেক্ষে আজকের পত্রিকার পাঠকদের জন্য সেই লেখা হুবহু প্রকাশ করা হলো
১৩ ঘণ্টা আগেজাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ১৯তম ইন্টারন্যাশনাল ইয়ুথ ফর হিউম্যান রাইটস সামিটে বক্তা হিসেবে অংশ নিয়েছেন সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। প্রথম বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে এই সম্মেলনে বক্তব্য দেওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
১৩ ঘণ্টা আগে