বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢাকা থেকে রকেট নামের স্টিমারটি ছাড়ল খুলনার উদ্দেশে। এ স্টিমারে চড়েছে নানা বয়সের নানা শ্রেণির যাত্রীরা। আছে একটি গানের দল, বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল ছাত্র, কয়েকজন বিদেশি, রাজনীতিবিদ, শ্রমিক, ভ্লগারসহ অনেকে। পথে যেতে যেতে নানা নাটকীয়তা তৈরি হয় স্টিমারে। নানা ঘটনা ঘটে। সেসব উঠে এসেছে কামার আহমাদ সাইমনের ক্যামেরায়। তৈরি হয়েছে ‘অন্যদিন...’ নামের সিনেমা।
‘শুনতে কি পাও’ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা কামার। ‘অন্যদিন...’ তাঁর ওয়াটার ট্রিলজির দ্বিতীয় সিনেমা। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি, পেয়েছে পুরস্কার ও প্রশংসা। তবে সেন্সর জটিলতায় এত দিন বাংলাদেশের দর্শকদের সামনে আসতে পারছিল না অন্যদিন। অনেক দিন আটকে থাকার পর অবশেষে সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এসেছে মুক্তির ঘোষণাও। নির্মাতা জানিয়েছেন, জুলাইয়ে দেশের হলে অন্যদিন মুক্তি দেবেন তিনি।
মুক্তি উপলক্ষে ২৪ জুন মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে অন্যদিনের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে নির্মাতা কামার, প্রযোজক সারা আফরীন ছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা ফরিদা আখতার, কবি ফরহাদ মজহার, আলোকচিত্রী শহিদুল আলম, ব্যারিস্টার সারা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, অধ্যাপক গীতি আরা নাসরীন, অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ রাজনৈতিক ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা। প্রদর্শনী শেষে সবাই অন্যদিন সিনেমার প্রশংসা করেন। এত দিন কেন সিনেমাটি আটকে ছিল, সেই প্রশ্নও ঘুরেফিরে আসতে থাকে।
প্রযোজক সারা আফরীন জানান, অন্যদিন নিয়ে কান, লোকার্নো, ক্যামডেনের মতো প্রথম সারির অনেক উৎসবে অনেক প্রাপ্তি থাকলেও দেশে সিনেমাটি দেখানোর ব্যাপারে এত দিন নিষেধাজ্ঞা ছিল। দুনিয়ার নানা দেশের মর্যাদাপূর্ণ বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হলেও নিজ দেশেই এখনো দেখানো যায়নি অন্যদিন। কারণ, সিনেমাটির রাজনৈতিক কমেন্টারি বা বক্তব্য, অর্থাৎ বিগত আওয়ামী সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, রাজনীতি নিয়ে প্রশ্ন তোলায় পছন্দ হয়নি তখনকার সেন্সর বোর্ডের। তাই এত দিন আটকে ছিল অন্যদিন।
প্রদর্শনী শেষে কামার সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়ে বলেন, ‘একটা সিনেমাকে গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করে দেওয়া। ২০২৪ সালের জুলাইয়ের আগে অন্যদিন দেখানোর ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। তাই ঠিক করেছিলাম, এরপর আর কোনো সিনেমাই বানাব না। কিন্তু জুলাই এসে সব ওলট-পালট করে দিল। বিগত রেজিম সিনেমাটি আটকে দিয়েছিল। ২০২৪ সালের জুলাই এসেছিল বলেই সিনেমাটি দর্শকদের দেখাতে পারছি। তাই ঠিক করেছি, জুলাইকে উৎসর্গ করে এই জুলাইতেই মুক্তি দেব অন্যদিন।’
ঢাকা থেকে রকেট নামের স্টিমারটি ছাড়ল খুলনার উদ্দেশে। এ স্টিমারে চড়েছে নানা বয়সের নানা শ্রেণির যাত্রীরা। আছে একটি গানের দল, বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল ছাত্র, কয়েকজন বিদেশি, রাজনীতিবিদ, শ্রমিক, ভ্লগারসহ অনেকে। পথে যেতে যেতে নানা নাটকীয়তা তৈরি হয় স্টিমারে। নানা ঘটনা ঘটে। সেসব উঠে এসেছে কামার আহমাদ সাইমনের ক্যামেরায়। তৈরি হয়েছে ‘অন্যদিন...’ নামের সিনেমা।
‘শুনতে কি পাও’ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা কামার। ‘অন্যদিন...’ তাঁর ওয়াটার ট্রিলজির দ্বিতীয় সিনেমা। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি, পেয়েছে পুরস্কার ও প্রশংসা। তবে সেন্সর জটিলতায় এত দিন বাংলাদেশের দর্শকদের সামনে আসতে পারছিল না অন্যদিন। অনেক দিন আটকে থাকার পর অবশেষে সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এসেছে মুক্তির ঘোষণাও। নির্মাতা জানিয়েছেন, জুলাইয়ে দেশের হলে অন্যদিন মুক্তি দেবেন তিনি।
মুক্তি উপলক্ষে ২৪ জুন মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে অন্যদিনের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে নির্মাতা কামার, প্রযোজক সারা আফরীন ছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা ফরিদা আখতার, কবি ফরহাদ মজহার, আলোকচিত্রী শহিদুল আলম, ব্যারিস্টার সারা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, অধ্যাপক গীতি আরা নাসরীন, অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ রাজনৈতিক ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা। প্রদর্শনী শেষে সবাই অন্যদিন সিনেমার প্রশংসা করেন। এত দিন কেন সিনেমাটি আটকে ছিল, সেই প্রশ্নও ঘুরেফিরে আসতে থাকে।
প্রযোজক সারা আফরীন জানান, অন্যদিন নিয়ে কান, লোকার্নো, ক্যামডেনের মতো প্রথম সারির অনেক উৎসবে অনেক প্রাপ্তি থাকলেও দেশে সিনেমাটি দেখানোর ব্যাপারে এত দিন নিষেধাজ্ঞা ছিল। দুনিয়ার নানা দেশের মর্যাদাপূর্ণ বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হলেও নিজ দেশেই এখনো দেখানো যায়নি অন্যদিন। কারণ, সিনেমাটির রাজনৈতিক কমেন্টারি বা বক্তব্য, অর্থাৎ বিগত আওয়ামী সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, রাজনীতি নিয়ে প্রশ্ন তোলায় পছন্দ হয়নি তখনকার সেন্সর বোর্ডের। তাই এত দিন আটকে ছিল অন্যদিন।
প্রদর্শনী শেষে কামার সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়ে বলেন, ‘একটা সিনেমাকে গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করে দেওয়া। ২০২৪ সালের জুলাইয়ের আগে অন্যদিন দেখানোর ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। তাই ঠিক করেছিলাম, এরপর আর কোনো সিনেমাই বানাব না। কিন্তু জুলাই এসে সব ওলট-পালট করে দিল। বিগত রেজিম সিনেমাটি আটকে দিয়েছিল। ২০২৪ সালের জুলাই এসেছিল বলেই সিনেমাটি দর্শকদের দেখাতে পারছি। তাই ঠিক করেছি, জুলাইকে উৎসর্গ করে এই জুলাইতেই মুক্তি দেব অন্যদিন।’
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৪ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে