তিনি কৃষ্ণবর্ণ। আর সে কারণেই ক্যারিয়ারের শুরুতে বর্ণবৈষম্যের মুখোমুখি হয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে মিঠুনের একটি সাক্ষাৎকার। গায়ের রঙের কারণেই নাকি একসময় তাঁর সঙ্গে বহু অভিনেতারা কাজ করতে চাননি বলে সেখানে জানিয়েছেন মিঠুন।
মিঠুন বলেন, ‘একসময় আমাকে দেখে মানুষের প্রত্যাশা বেড়ে গিয়েছিল। লোকে আমাকে দেখে স্বপ্ন দেখতে শুরু করেছিল, তাহলে আমার ছেলেও বস্তিতে বা গ্রাম থেকে উঠে এসে অভিনেতা হতে পারে। আমি সে সময় সাধারণ মানুষের নায়ক হয়ে উঠেছিলাম। একজন সাধারণ মানুষের সুপারস্টার হওয়াটা আমার জন্য অনেক বড় বিষয় ছিল।’
মিঠুন আরও বলেন, ‘আমি ভেবেছিলাম যদি নেচে লোকজনের মন জয় করতে পারি, তাহলে কেউ আমার গায়ের রং দেখবে না, আর সেটাই হয়েছিল। আমার নাচ মানুষকে আমার গায়ের রঙের কথা ভুলিয়ে দিল। অথচ এই রঙের জন্যই প্রথম দিকে আমাকে নায়ক হিসাবে কেউ ভাবতেই পারেননি। সে সময় খুব কষ্ট পেয়েছি, কাঁদতাম।’
মিঠুন বলেন, ‘একমাত্র জিনাত আমানই আমাকে বলেছিলেন যে আমি প্রথম সারির অভিনেতা। উনি আমার সঙ্গে কাজ করেছিলেন, কিন্তু অন্য কেউ কাজ করতে রাজি হননি। অন্যরা কাজ করতে চাননি, কারণ আমি সে সময় গ্রহণযোগ্য নায়ক ছিলাম না। তাঁরা ভাবতেন আমার সঙ্গে কাজ করলে তাঁরা খ্যাতি পাবেন না। তাই যখন কেউ কাজ করতে চাইছিলেন না, তখন এগিয়ে আসেন জিনাত আমানজি। তিনি বলেছিলেন, আমি নাকি দুর্দান্ত। তারপর আর আমাকে কেউ আটকাতে পারেননি।’
মিঠুন চক্রবর্তীকে গত বছর দেখা গেছে বিবেক অগ্নিহোত্রীর সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ। এ ছাড়া গত বছরের শেষে মিঠুন অভিনীত ‘প্রজাপতি’ সিনেমাও ব্যবসায়িক সফলতা পেয়েছে।
তিনি কৃষ্ণবর্ণ। আর সে কারণেই ক্যারিয়ারের শুরুতে বর্ণবৈষম্যের মুখোমুখি হয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে মিঠুনের একটি সাক্ষাৎকার। গায়ের রঙের কারণেই নাকি একসময় তাঁর সঙ্গে বহু অভিনেতারা কাজ করতে চাননি বলে সেখানে জানিয়েছেন মিঠুন।
মিঠুন বলেন, ‘একসময় আমাকে দেখে মানুষের প্রত্যাশা বেড়ে গিয়েছিল। লোকে আমাকে দেখে স্বপ্ন দেখতে শুরু করেছিল, তাহলে আমার ছেলেও বস্তিতে বা গ্রাম থেকে উঠে এসে অভিনেতা হতে পারে। আমি সে সময় সাধারণ মানুষের নায়ক হয়ে উঠেছিলাম। একজন সাধারণ মানুষের সুপারস্টার হওয়াটা আমার জন্য অনেক বড় বিষয় ছিল।’
মিঠুন আরও বলেন, ‘আমি ভেবেছিলাম যদি নেচে লোকজনের মন জয় করতে পারি, তাহলে কেউ আমার গায়ের রং দেখবে না, আর সেটাই হয়েছিল। আমার নাচ মানুষকে আমার গায়ের রঙের কথা ভুলিয়ে দিল। অথচ এই রঙের জন্যই প্রথম দিকে আমাকে নায়ক হিসাবে কেউ ভাবতেই পারেননি। সে সময় খুব কষ্ট পেয়েছি, কাঁদতাম।’
মিঠুন বলেন, ‘একমাত্র জিনাত আমানই আমাকে বলেছিলেন যে আমি প্রথম সারির অভিনেতা। উনি আমার সঙ্গে কাজ করেছিলেন, কিন্তু অন্য কেউ কাজ করতে রাজি হননি। অন্যরা কাজ করতে চাননি, কারণ আমি সে সময় গ্রহণযোগ্য নায়ক ছিলাম না। তাঁরা ভাবতেন আমার সঙ্গে কাজ করলে তাঁরা খ্যাতি পাবেন না। তাই যখন কেউ কাজ করতে চাইছিলেন না, তখন এগিয়ে আসেন জিনাত আমানজি। তিনি বলেছিলেন, আমি নাকি দুর্দান্ত। তারপর আর আমাকে কেউ আটকাতে পারেননি।’
মিঠুন চক্রবর্তীকে গত বছর দেখা গেছে বিবেক অগ্নিহোত্রীর সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ। এ ছাড়া গত বছরের শেষে মিঠুন অভিনীত ‘প্রজাপতি’ সিনেমাও ব্যবসায়িক সফলতা পেয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
৫ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
৮ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১৫ ঘণ্টা আগে