বলিউডের তরুণ মেধাবী অভিনেতাদের মধ্যে আয়ুষ্মান খুরানা অন্যতম। নিজের স্বল্প ক্যারিয়ার অনেক বেশ সমৃদ্ধ করেছেন, উপহার দিচ্ছেন একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র। বলিউডে কাজ শুরু করার পর থেকেই নিজের অনুপ্রেরণা ও আদর্শ হিসেবে শাহরুখ খানের নাম উল্লেখ করেছেন বারবার। গতকাল রোববার (২৭ নভেম্বর) এই তারকা নিজের আসন্ন চলচ্চিত্রের প্রচারে বান্দ্রায় ছিলেন। বান্দ্রায় শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে তোলা নিজের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখের প্রতি নিজের ভালোবাসার জানিয়েছেন।
ছবিতে দেখা যায়, আয়ুষ্মান তাঁর গাড়ির খোলা ছাদ থেকে মান্নাতের দিকে তাকিয়ে আছেন। ইনস্টাগ্রামে নিজের এই ছবিটি শেয়ার করে আয়ুষ্মান লিখেছেন, ‘মান্নাতের সামনে দিয়ে যাচ্ছিলাম। তাই নিজের জন্য একটা মান্নাত (প্রার্থনা) করলাম।’
ছবিটি শেয়ার করামাত্র অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। আয়ুষ্মানের পাশাপাশি শাহরুখ খানের ভক্তরাও পোস্টটিতে নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন। সম্প্রতি আয়ুষ্মান তাঁর প্রথম অ্যাকশন চলচ্চিত্র ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারণায় ব্যস্ত রয়েছেন। অনিরুধ আইয়ার পরিচালিত সিনেমাটি আসছে ২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সুজিত সরকারের ছবি ‘ভিকি ডোনার’-এর মাধ্যমে প্রথমবার আলোচনায় আসেন আয়ুষ্মান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। তাঁর ঝুলিতে রয়েছে ‘নটাংকি সালা’, ‘বেয়াকুফিয়া’, ‘দম লাগাকে হাইসা’, ‘আন্ধাধুন’, ‘আর্টিকেল ১৫ ’, ‘বালা’-এর মতো একাধিক হিট ছবি। ‘আন্ধাধুন’ ছবির জন্য ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই অভিনেতা।
বলিউডের তরুণ মেধাবী অভিনেতাদের মধ্যে আয়ুষ্মান খুরানা অন্যতম। নিজের স্বল্প ক্যারিয়ার অনেক বেশ সমৃদ্ধ করেছেন, উপহার দিচ্ছেন একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র। বলিউডে কাজ শুরু করার পর থেকেই নিজের অনুপ্রেরণা ও আদর্শ হিসেবে শাহরুখ খানের নাম উল্লেখ করেছেন বারবার। গতকাল রোববার (২৭ নভেম্বর) এই তারকা নিজের আসন্ন চলচ্চিত্রের প্রচারে বান্দ্রায় ছিলেন। বান্দ্রায় শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে তোলা নিজের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখের প্রতি নিজের ভালোবাসার জানিয়েছেন।
ছবিতে দেখা যায়, আয়ুষ্মান তাঁর গাড়ির খোলা ছাদ থেকে মান্নাতের দিকে তাকিয়ে আছেন। ইনস্টাগ্রামে নিজের এই ছবিটি শেয়ার করে আয়ুষ্মান লিখেছেন, ‘মান্নাতের সামনে দিয়ে যাচ্ছিলাম। তাই নিজের জন্য একটা মান্নাত (প্রার্থনা) করলাম।’
ছবিটি শেয়ার করামাত্র অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। আয়ুষ্মানের পাশাপাশি শাহরুখ খানের ভক্তরাও পোস্টটিতে নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন। সম্প্রতি আয়ুষ্মান তাঁর প্রথম অ্যাকশন চলচ্চিত্র ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারণায় ব্যস্ত রয়েছেন। অনিরুধ আইয়ার পরিচালিত সিনেমাটি আসছে ২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সুজিত সরকারের ছবি ‘ভিকি ডোনার’-এর মাধ্যমে প্রথমবার আলোচনায় আসেন আয়ুষ্মান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। তাঁর ঝুলিতে রয়েছে ‘নটাংকি সালা’, ‘বেয়াকুফিয়া’, ‘দম লাগাকে হাইসা’, ‘আন্ধাধুন’, ‘আর্টিকেল ১৫ ’, ‘বালা’-এর মতো একাধিক হিট ছবি। ‘আন্ধাধুন’ ছবির জন্য ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই অভিনেতা।
গত শনিবার ছিল প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক অনুষ্ঠানে স্মরণ করা হয় আইয়ুব বাচ্চুকে।
২ ঘণ্টা আগে২০২১ সালে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পর আর পরিচালনায় পাওয়া যায়নি তৌকীর আহমেদকে। এ সময়টায় মঞ্চে নির্দেশনা দিলেও ভিজ্যুয়াল কোনো কনটেন্ট বানাননি। বিরতি কাটিয়ে আবারও পরিচালনায় ফিরেছেন তৌকীর। গতকাল থেকে বিটিভিতে শুরু হয়েছে তাঁর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ধূসর সময়’-এর প্রচার।
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা স্নো হোয়াইটকে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে ‘স্নো হোয়াইট’। এতে স্নো হোয়াইট চরিত্রে র্যাচেল জেগলার আর ইভিল কুইন চরিত্রে অভিনয় করেছেন গল গাদত।
২ ঘণ্টা আগেমির্জাপুর ওয়েব সিরিজের গল্প আসছে বড় পর্দায়। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে অন্যভাবে। গত বছর ‘মির্জাপুর দ্য ফিল্ম’-এর ঘোষণা আসার পর থেকে এই ক্রাইম ড্রামার অপেক্ষায় দর্শকেরা। এবার সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করল দুই তারকার নাম।
৩ ঘণ্টা আগে