পাকিস্তানে রাজ কাপুরের বাড়ি ভেঙে শপিং মল বানানোর আবেদন, আদালতে খারিজ
কিংবদন্তি বলিউড অভিনেতা রাজ কাপুরের জন্ম পাকিস্তানে। তিনি সেখানে যে বাড়িতে জন্ম নিয়েছিলেন তা ভেঙে শপিং মল বানানোর আবেদন করেছিলেন বাড়িটির বর্তমান মালিক। কিন্তু তাঁর এই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, ‘এই হাভেলি এখন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে জায়গা নিয়েছে, তাই তা কোনোভাবেই ভাঙা যাবে না।