Ajker Patrika

সালমানের সিনেমার উল্টোরথ, ২৬ কোটি রুপিতে উঠে আয় নামল ৫ কোটিতে

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৪: ৪৯
সালমানের সিনেমার উল্টোরথ, ২৬ কোটি রুপিতে উঠে আয় নামল ৫ কোটিতে

ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও বক্স অফিসের নিয়ন্ত্রণ নিতে পারছে না ঈদে মুক্তি পাওয়া সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল বুধবার ভারতে সিনেমাটির আয় ছিল মাত্র ৫ কোটি রুপি। 

গত রোববার পর্যন্ত ভালোই চলছিল সিনেমাটি। রোববার সিনেমাটির আয় ছিল ২৬.৬১ কোটি রুপি। সোমবারের আয় ১০.১৭ কোটি রুপি। আর তা মঙ্গলবার কমে দাঁড়ায় ৬.১২ কেটি রুপিতে। গতকাল বুধবার সিনেমাটির আয় ৫ কোটিতে নামার পর থেকেই প্রযোজকদের কপালে চিন্তার ভাঁজ পড়তে থাকে। 

এখন পর্যন্ত ভারতে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার আয় হয়েছে ৮৯ কোটি রুপি। প্রতিদিন সিনেমাটির গড় আয় এখন মাত্র ৪ থেকে ৪.৫ কোটি রুপি। এই গতিতে ভারতীয় বক্স অফিসের ১০০ কোটি রুপির ক্লাবে ঢুকতে এখনো অনেক সময় লাগবে সিনেমাটির। অবশ্য তত দিন পর্যন্ত এতগুলো সিনেমা হলে এই সিনেমা চলবে না কি না, সেটিও বড় প্রশ্ন। 

বিশ্বব্যাপী ৫ হাজার ৭০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’, যার মধ্যে শুধু ভারতেরই ৪ হাজার ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অ্যাকশনে ভরপুর সিনেমাটি, যেখানে ১৬ হাজারেরও বেশি শো চলছে প্রতিদিন। বিশ্বব্যাপী সিনেমাটির এখন পর্যন্ত আয় ১৩০ কোটি রুপি। 

দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরেছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু ও ভেঙ্কটেশ দগ্গুবাতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত