বিয়ে করতে না চাইলেও সন্তান চান বলিউড অভিনেতা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বলিউডের কাঙ্ক্ষিত ব্যাচেলর সালমান খান। ভারতের জনপ্রিয় টিভি শো ‘আপ কি আদালত’-এ সম্প্রতি তিনি তাঁর বিয়ে ও ব্যাচেলর লাইফ নিয়ে কথা বলেছেন।
সালমান বলেন ‘আমার সন্তান নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু স্ত্রী নয়, আমার শুধু সন্তান চাই। ভারতের আইনে তো আর তা সম্ভব নয়। এখন দেখা যাক কী করা যায়!’
করণ জোহরও বিয়ে না করেই বাবা হয়েছেন দুই সন্তানের। করণের প্রসঙ্গ টেনে সালমান বলেন, ‘আমি সেই চেষ্টাই করেছিলাম, কিন্তু এখন আইন হয়তো বদলে গেছে। বাচ্চার খুব শখ আমার। আমি শিশুদের অনেক ভালোবাসি। কিন্তু সন্তান এলে সঙ্গে তো সন্তানের মাও চলে আসে!’
সালমান খানের নিজের সন্তান না থাকলেও ভাই আরবাজ ও সোহেল এবং বোন অর্পিতার সন্তানদের নিজের সন্তানের মতোই ভালোবাসেন সালমান।
ঈদে মুক্তি পেয়েছে সালমানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরেছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু ও ভেঙ্কটেশ দগ্গুবাতি।
বিয়ে করতে না চাইলেও সন্তান চান বলিউড অভিনেতা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বলিউডের কাঙ্ক্ষিত ব্যাচেলর সালমান খান। ভারতের জনপ্রিয় টিভি শো ‘আপ কি আদালত’-এ সম্প্রতি তিনি তাঁর বিয়ে ও ব্যাচেলর লাইফ নিয়ে কথা বলেছেন।
সালমান বলেন ‘আমার সন্তান নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু স্ত্রী নয়, আমার শুধু সন্তান চাই। ভারতের আইনে তো আর তা সম্ভব নয়। এখন দেখা যাক কী করা যায়!’
করণ জোহরও বিয়ে না করেই বাবা হয়েছেন দুই সন্তানের। করণের প্রসঙ্গ টেনে সালমান বলেন, ‘আমি সেই চেষ্টাই করেছিলাম, কিন্তু এখন আইন হয়তো বদলে গেছে। বাচ্চার খুব শখ আমার। আমি শিশুদের অনেক ভালোবাসি। কিন্তু সন্তান এলে সঙ্গে তো সন্তানের মাও চলে আসে!’
সালমান খানের নিজের সন্তান না থাকলেও ভাই আরবাজ ও সোহেল এবং বোন অর্পিতার সন্তানদের নিজের সন্তানের মতোই ভালোবাসেন সালমান।
ঈদে মুক্তি পেয়েছে সালমানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরেছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু ও ভেঙ্কটেশ দগ্গুবাতি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৬ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১১ ঘণ্টা আগে