বক্স অফিসে রাজ করার পর আগামী ১৮ জুন ছোট পর্দায় মুক্তি পাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। এর আগেই কিং খানের বাড়ির সামনে ভক্তরা করে বসলেন এক রেকর্ড। প্রায় ৩০০ জন ভক্ত মিলে দুই হাত ছড়িয়ে শাহরুখের সিগনেচার পোজ দেন। সবচেয়ে বেশিসংখ্যক ফ্যান জমায়েত হয়ে কোনো সুপারস্টারের পোজ পারফর্ম করার গিনেস রেকর্ড গড়েন তাঁরা। এ সময়ে ভক্তদের অভিনন্দন জানাতে সবাইকে চমকে দিয়ে শাহরুখ তাঁর বাড়ি মান্নাতের ছাদে ওঠেন।
সাধারণত বিভিন্ন উৎসব কিংবা জন্মদিনে মান্নাতের ছাদে দাঁড়িয়ে ভক্তদের দেখা দেন শাহরুখ। তবে এবার তাঁর দাঁড়ানোটা একদম হঠাৎ করেই। অপ্রত্যাশিত সময়ে তখন শাহরুখকে পেয়ে ভক্তদের মাঝে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।
এদিন শাহরুখের পরনে ছিল তাঁর ছেলে আরিয়ানের ব্র্যান্ডের একটি সাদা হুডি ও নীল জিনস। তিনি আসেন, দাঁড়ান এবং নিমেষেই ভক্তদের মন জয় করেন। এমনকি তিনি নিজেও তাঁদের উৎসাহ দিতে ‘ঝুমে জো পাঠান’ গানটিতে নাচ করেন। সেটা দেখেই আনন্দ, চিৎকার, উল্লাসে ফেটে পড়েন ভক্তরা।
উল্লেখ্য, ১৮ জুন স্টার গোল্ডে ‘পাঠান’ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। এই ঘোষণার পরই ভক্তরা ঠিক করেন যে এই রেকর্ড ভাঙা ছবিটির টিভি প্রিমিয়ার হওয়ার আগে তাঁরা এমন কিছু করবেন, যা স্মরণীয় হয়ে থাকে। সে জন্যই তারা শাহরুখের বাড়ির সামনে জড়ো হন এবং সেই পোজ দিয়ে রেকর্ড গড়েন।
বক্স অফিসে রাজ করার পর আগামী ১৮ জুন ছোট পর্দায় মুক্তি পাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। এর আগেই কিং খানের বাড়ির সামনে ভক্তরা করে বসলেন এক রেকর্ড। প্রায় ৩০০ জন ভক্ত মিলে দুই হাত ছড়িয়ে শাহরুখের সিগনেচার পোজ দেন। সবচেয়ে বেশিসংখ্যক ফ্যান জমায়েত হয়ে কোনো সুপারস্টারের পোজ পারফর্ম করার গিনেস রেকর্ড গড়েন তাঁরা। এ সময়ে ভক্তদের অভিনন্দন জানাতে সবাইকে চমকে দিয়ে শাহরুখ তাঁর বাড়ি মান্নাতের ছাদে ওঠেন।
সাধারণত বিভিন্ন উৎসব কিংবা জন্মদিনে মান্নাতের ছাদে দাঁড়িয়ে ভক্তদের দেখা দেন শাহরুখ। তবে এবার তাঁর দাঁড়ানোটা একদম হঠাৎ করেই। অপ্রত্যাশিত সময়ে তখন শাহরুখকে পেয়ে ভক্তদের মাঝে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।
এদিন শাহরুখের পরনে ছিল তাঁর ছেলে আরিয়ানের ব্র্যান্ডের একটি সাদা হুডি ও নীল জিনস। তিনি আসেন, দাঁড়ান এবং নিমেষেই ভক্তদের মন জয় করেন। এমনকি তিনি নিজেও তাঁদের উৎসাহ দিতে ‘ঝুমে জো পাঠান’ গানটিতে নাচ করেন। সেটা দেখেই আনন্দ, চিৎকার, উল্লাসে ফেটে পড়েন ভক্তরা।
উল্লেখ্য, ১৮ জুন স্টার গোল্ডে ‘পাঠান’ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। এই ঘোষণার পরই ভক্তরা ঠিক করেন যে এই রেকর্ড ভাঙা ছবিটির টিভি প্রিমিয়ার হওয়ার আগে তাঁরা এমন কিছু করবেন, যা স্মরণীয় হয়ে থাকে। সে জন্যই তারা শাহরুখের বাড়ির সামনে জড়ো হন এবং সেই পোজ দিয়ে রেকর্ড গড়েন।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে