লম্বা বিরতির পর ফের কাজে ফিরেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ‘লাহোর ১৯৪৭’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী। সদ্যই শেষ করেছেন সিনেমাটির শুটিং। শুটিং শেষ হতেই ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তিনি। সেখানে জানালেন এটা তাঁর ক্যারিয়ারের সব থেকে কঠিনতম সময়। ধন্যবাদ জানালেন আমির খান, সানি দেওলদের।
এদিন প্রীতি জিনতা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে শুরুতেই দেখা যাচ্ছে ‘লাহোর ১৯৪৭’ সিনেমার চিত্রনাট্যের ঝলক। তার পরই ফুটে ওঠে এই সিনেমার শুটিং শেষ হওয়ার পর কেক কাটার মুহূর্তের ছবি। এদিন অভিনেত্রীকে সিনেমাটির পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে একটি ফুলের তোড়াও দেখা গেছে।
এই ভিডিও পোস্ট করার পাশাপাশি একটি আবেগঘন পোস্টও লেখেন প্রীতি। তিনি তাঁর পোস্টে এদিন লিখেছেন, ‘শেষ হলো লাহোর ১৯৪৭ সিনেমার শুটিং। আমি সিনেমার পুরো কাস্ট এবং ক্রুর কাছে কৃতজ্ঞ, এত দুর্দান্ত একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য। আমি আশা করব আপনাদের সবার সিনেমাটি ভালো লাগবে। সিনেমাটি আপনারা বেশ উপভোগ করবেন, ঠিক যতটা আমরা বানাতে গিয়ে করেছি। এটা আমার করা সব থেকে কঠিনতম সিনেমা।’
তিনি এদিন আরও লিখেছেন, ‘সবার কঠোর পরিশ্রমের জন্য একেবারে ফুল মার্কস। রাজজি, আমির, সানি, শাবানাজি, সন্তোষ শিভান, এ আর রহমানকে আমার মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
‘লাহোর ১৯৪৭’-এর পর আবারও প্রীতি জিনতাকে বড় পর্দায় দেখা যাবে। এতে তাঁকে সানি দেওলের বিপরীতে দেখা যাবে। আমির খানের প্রযোজনায় তৈরি হচ্ছে সিনেমাটি। গত বছরের অক্টোবরে এর ঘোষণা এসেছিল। এখানে সানি, প্রীতি ছাড়াও অন্যান্য চরিত্রে থাকবেন শাবানা আজমি, আলি ফজল, করণ দেওল প্রমুখ।
লম্বা বিরতির পর ফের কাজে ফিরেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ‘লাহোর ১৯৪৭’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী। সদ্যই শেষ করেছেন সিনেমাটির শুটিং। শুটিং শেষ হতেই ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তিনি। সেখানে জানালেন এটা তাঁর ক্যারিয়ারের সব থেকে কঠিনতম সময়। ধন্যবাদ জানালেন আমির খান, সানি দেওলদের।
এদিন প্রীতি জিনতা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে শুরুতেই দেখা যাচ্ছে ‘লাহোর ১৯৪৭’ সিনেমার চিত্রনাট্যের ঝলক। তার পরই ফুটে ওঠে এই সিনেমার শুটিং শেষ হওয়ার পর কেক কাটার মুহূর্তের ছবি। এদিন অভিনেত্রীকে সিনেমাটির পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে একটি ফুলের তোড়াও দেখা গেছে।
এই ভিডিও পোস্ট করার পাশাপাশি একটি আবেগঘন পোস্টও লেখেন প্রীতি। তিনি তাঁর পোস্টে এদিন লিখেছেন, ‘শেষ হলো লাহোর ১৯৪৭ সিনেমার শুটিং। আমি সিনেমার পুরো কাস্ট এবং ক্রুর কাছে কৃতজ্ঞ, এত দুর্দান্ত একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য। আমি আশা করব আপনাদের সবার সিনেমাটি ভালো লাগবে। সিনেমাটি আপনারা বেশ উপভোগ করবেন, ঠিক যতটা আমরা বানাতে গিয়ে করেছি। এটা আমার করা সব থেকে কঠিনতম সিনেমা।’
তিনি এদিন আরও লিখেছেন, ‘সবার কঠোর পরিশ্রমের জন্য একেবারে ফুল মার্কস। রাজজি, আমির, সানি, শাবানাজি, সন্তোষ শিভান, এ আর রহমানকে আমার মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
‘লাহোর ১৯৪৭’-এর পর আবারও প্রীতি জিনতাকে বড় পর্দায় দেখা যাবে। এতে তাঁকে সানি দেওলের বিপরীতে দেখা যাবে। আমির খানের প্রযোজনায় তৈরি হচ্ছে সিনেমাটি। গত বছরের অক্টোবরে এর ঘোষণা এসেছিল। এখানে সানি, প্রীতি ছাড়াও অন্যান্য চরিত্রে থাকবেন শাবানা আজমি, আলি ফজল, করণ দেওল প্রমুখ।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
৮ মিনিট আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৯ ঘণ্টা আগে