৯৯টি বাড়ি, ১০০ একরের ফার্ম
বিনোদন ডেস্ক
একজন মানুষের মৌলিক চাহিদা কী কী? ভারতীয় সিনেমা আমাদের শিখিয়েছে ‘রুটি, কাপড় আর ঘর’। তবে বিষয়টি যদি মিকা সিংয়ের বেলায় হয়, তাহলে হিন্দি সিনেমার সংলাপটি কিছুটা বদলে হবে ‘রুটি, কাপড় আর ৯৯টি বাড়ি’। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্য। ৯৯টি বিলাসবহুল বাড়ির মালিক মিকা সিং। পিঙ্কভিলার সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে মিকা জানিয়েছেন, রিয়েল এস্টেটে বিনিয়োগের আগ্রহ তাঁর কতটা প্রবল!
হিন্দি সিনেমার মাসালাদার গান মানেই মিকা সিংয়ের কণ্ঠ জরুরি। সেই ২০০৬ সালে ‘আপনা স্বপ্না মানি মানি’ সিনেমার ‘দেখা জো তুঝে ইয়ার’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক শুরু করেছিলেন, সেই যাত্রা থামেনি এখনো। এই দীর্ঘ সময়ে তাঁর হিট গানের সংখ্যা গুনে শেষ করা কঠিন। অনেকবার সমালোচনার মুখে পড়েছেন, তবে তাতে ক্যারিয়ারে ভাটা পড়েনি কখনো। দুহাতে অর্থ কামিয়েছেন। উড়িয়েছেন। বেশির ভাগই মিকা বিনিয়োগ করেছেন রিয়েল এস্টেটে, যার ফলে তাঁর বাড়ির সংখ্যা এখন ৯৯টিতে দাঁড়িয়েছে।
মিকার আশা, শিগগিরই এ সংখ্যা ১০০ হয়ে যাবে। তিনি জানিয়েছেন, এত বাড়ি কিনবেন, এমন কোনো স্বপ্ন তাঁর ছিল না। তাঁর সামনে শুধু সুযোগ এসেছে আর সেটা তিনি গ্রহণ করেছেন। মিকা বলেন, ‘আমি যখন ক্যারিয়ার শুরু করি, তখন ৭৫ রুপি পারিশ্রমিক পেতাম। কম বেতনে কাজ করার জন্য কোনো আফসোস আমার ছিল না। বরং ওই বয়সে এ টাকাটাই অনেক মনে হতো। আমি গিটার বাজাতাম, গাইতাম, জাগরণে পারফর্ম করতাম, কীর্তন ও কাওয়ালি গাইতাম—এমন কোনো ভক্তিমূলক আসর নেই, যেখানে পারফর্ম করিনি। একটা শিক্ষা আমি পেয়েছি, যদি কোনো ভালো সুযোগ সামনে আসে, সেটা গ্রহণ করো।’
মিকা সিং জানিয়েছেন, তাঁর ৯৯তম বাড়িটির ডিজাইন করেছিলেন শাহরুখের স্ত্রী গৌরী খান। বাড়ি কেনা তাঁর নেশা নাকি বিনিয়োগ? উত্তরে মিকা জানান, সঞ্চয়ের একটা শক্তি আছে, সেটা বোঝা জরুরি। সংগীতশিল্পী বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের সৎভাবে অর্থ আয় করা উচিত এবং বুদ্ধির সঙ্গে ব্যয় করা উচিত। আমার ১০০ একরের একটি খামার আছে, যা আমার মূল্যবান সম্পদগুলোর মধ্যে অন্যতম। এই খামারের ওপর ১৫০টি পরিবারের রুটিরুজি নির্ভর করে।’
একজন মানুষের মৌলিক চাহিদা কী কী? ভারতীয় সিনেমা আমাদের শিখিয়েছে ‘রুটি, কাপড় আর ঘর’। তবে বিষয়টি যদি মিকা সিংয়ের বেলায় হয়, তাহলে হিন্দি সিনেমার সংলাপটি কিছুটা বদলে হবে ‘রুটি, কাপড় আর ৯৯টি বাড়ি’। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্য। ৯৯টি বিলাসবহুল বাড়ির মালিক মিকা সিং। পিঙ্কভিলার সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে মিকা জানিয়েছেন, রিয়েল এস্টেটে বিনিয়োগের আগ্রহ তাঁর কতটা প্রবল!
হিন্দি সিনেমার মাসালাদার গান মানেই মিকা সিংয়ের কণ্ঠ জরুরি। সেই ২০০৬ সালে ‘আপনা স্বপ্না মানি মানি’ সিনেমার ‘দেখা জো তুঝে ইয়ার’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক শুরু করেছিলেন, সেই যাত্রা থামেনি এখনো। এই দীর্ঘ সময়ে তাঁর হিট গানের সংখ্যা গুনে শেষ করা কঠিন। অনেকবার সমালোচনার মুখে পড়েছেন, তবে তাতে ক্যারিয়ারে ভাটা পড়েনি কখনো। দুহাতে অর্থ কামিয়েছেন। উড়িয়েছেন। বেশির ভাগই মিকা বিনিয়োগ করেছেন রিয়েল এস্টেটে, যার ফলে তাঁর বাড়ির সংখ্যা এখন ৯৯টিতে দাঁড়িয়েছে।
মিকার আশা, শিগগিরই এ সংখ্যা ১০০ হয়ে যাবে। তিনি জানিয়েছেন, এত বাড়ি কিনবেন, এমন কোনো স্বপ্ন তাঁর ছিল না। তাঁর সামনে শুধু সুযোগ এসেছে আর সেটা তিনি গ্রহণ করেছেন। মিকা বলেন, ‘আমি যখন ক্যারিয়ার শুরু করি, তখন ৭৫ রুপি পারিশ্রমিক পেতাম। কম বেতনে কাজ করার জন্য কোনো আফসোস আমার ছিল না। বরং ওই বয়সে এ টাকাটাই অনেক মনে হতো। আমি গিটার বাজাতাম, গাইতাম, জাগরণে পারফর্ম করতাম, কীর্তন ও কাওয়ালি গাইতাম—এমন কোনো ভক্তিমূলক আসর নেই, যেখানে পারফর্ম করিনি। একটা শিক্ষা আমি পেয়েছি, যদি কোনো ভালো সুযোগ সামনে আসে, সেটা গ্রহণ করো।’
মিকা সিং জানিয়েছেন, তাঁর ৯৯তম বাড়িটির ডিজাইন করেছিলেন শাহরুখের স্ত্রী গৌরী খান। বাড়ি কেনা তাঁর নেশা নাকি বিনিয়োগ? উত্তরে মিকা জানান, সঞ্চয়ের একটা শক্তি আছে, সেটা বোঝা জরুরি। সংগীতশিল্পী বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের সৎভাবে অর্থ আয় করা উচিত এবং বুদ্ধির সঙ্গে ব্যয় করা উচিত। আমার ১০০ একরের একটি খামার আছে, যা আমার মূল্যবান সম্পদগুলোর মধ্যে অন্যতম। এই খামারের ওপর ১৫০টি পরিবারের রুটিরুজি নির্ভর করে।’
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে