কাহিনীতে এমন মোচড় আসবে, সত্যিই ভাবা যায়নি! তাপসী পান্নু ধন্য়বাদ দিলেন কঙ্গনা রানাউতকে! পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করে তাপসীকেও প্রশংসায় ভাসালেন ‘কন্ট্রোভার্সি কুইন’। মুখ দেখাদেখি বন্ধ করা দুই নায়িকার মধ্যে এমন ধন্যবাদ-প্রতি ধন্যবাদের ঘটনা সত্যিই ঘটেছে! ভক্তদের জন্য বড় চমক।
সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘থাপ্পড়’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তাপসী। ওই ক্যাটেগরিতে নমিনেশন পেয়েছিলেন কঙ্গনা রানাউতও। পুরস্কার নিতে মঞ্চে উঠে প্রশংসা করলেন কঙ্গনার। কী বলেছেন তাপসী? একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে মঞ্চে উঠে তাপসী বলছেন, ‘সীমানাটা ক্রমেই আরও বিস্তৃত করে তোলার জন্য অনেক ধন্যবাদ কঙ্গনা। তোমার পারফরম্যান্স প্রতি বছরই বাড়ছে।’ সেই সঙ্গে অবশ্য বাকি যাঁরা নমিনেশন পেয়েছিলেন সেই দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালান ও জাহ্নবী কাপুরকেও ধন্যবাদ জানান তাপসী।
ভিডিওটি টুইটারে শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘ধন্যবাদ তাপসী। যোগ্য হিসেবেই ফিল্মফেয়ার জিতলে তুমি। তোমার মতো আর কেউ এর যোগ্য ছিল না।’
তাপসী পান্নু ও কঙ্গনা রানাউতের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন তা কারও অজানা নয়। সে টিভিতে সাক্ষাৎকারই হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম। বারবার পরস্পরকে আক্রমণ করে বিষোদগার করতে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু এবার যেন সেই সম্পর্কে নতুন পালাবদল হলো। প্রশ্ন উঠছে, তবে কি বরফ গলছে? নাকি শুধুই সৌজন্য?
দেখা যাক, একে অপরকে পরবর্তী টুইটে কীভাবে সম্বোধন করেন।
এর আগে তাপসী কঙ্গনাকে ‘প্রোপাগান্ডা ছড়ানোর শিক্ষক’ হিসেবে অভিহিত করেছিলেন। টুইট দেখা মাত্রই ক্ষেপে গিয়েছিলেন কঙ্গনাও। তিনি তাপসীর টুইটে রিটুইট করে নোংরা আক্রমণ করেন। একেবারে ‘মা’ তুলে গালি দেন। তিনি লিখেছিলেন, ‘তোর মাকে গালি দিলে কেমন লাগবে ডাম্বো।’ এছাড়াও কঙ্গনা তাঁর টুইটে তাপসীকে বলেন, ‘তাপসী অন্যের দয়ায় বেঁচে আছে। চিন্তা ভাবনা নিম্ন মানের।’
কাহিনীতে এমন মোচড় আসবে, সত্যিই ভাবা যায়নি! তাপসী পান্নু ধন্য়বাদ দিলেন কঙ্গনা রানাউতকে! পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করে তাপসীকেও প্রশংসায় ভাসালেন ‘কন্ট্রোভার্সি কুইন’। মুখ দেখাদেখি বন্ধ করা দুই নায়িকার মধ্যে এমন ধন্যবাদ-প্রতি ধন্যবাদের ঘটনা সত্যিই ঘটেছে! ভক্তদের জন্য বড় চমক।
সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘থাপ্পড়’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তাপসী। ওই ক্যাটেগরিতে নমিনেশন পেয়েছিলেন কঙ্গনা রানাউতও। পুরস্কার নিতে মঞ্চে উঠে প্রশংসা করলেন কঙ্গনার। কী বলেছেন তাপসী? একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে মঞ্চে উঠে তাপসী বলছেন, ‘সীমানাটা ক্রমেই আরও বিস্তৃত করে তোলার জন্য অনেক ধন্যবাদ কঙ্গনা। তোমার পারফরম্যান্স প্রতি বছরই বাড়ছে।’ সেই সঙ্গে অবশ্য বাকি যাঁরা নমিনেশন পেয়েছিলেন সেই দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালান ও জাহ্নবী কাপুরকেও ধন্যবাদ জানান তাপসী।
ভিডিওটি টুইটারে শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘ধন্যবাদ তাপসী। যোগ্য হিসেবেই ফিল্মফেয়ার জিতলে তুমি। তোমার মতো আর কেউ এর যোগ্য ছিল না।’
তাপসী পান্নু ও কঙ্গনা রানাউতের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন তা কারও অজানা নয়। সে টিভিতে সাক্ষাৎকারই হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম। বারবার পরস্পরকে আক্রমণ করে বিষোদগার করতে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু এবার যেন সেই সম্পর্কে নতুন পালাবদল হলো। প্রশ্ন উঠছে, তবে কি বরফ গলছে? নাকি শুধুই সৌজন্য?
দেখা যাক, একে অপরকে পরবর্তী টুইটে কীভাবে সম্বোধন করেন।
এর আগে তাপসী কঙ্গনাকে ‘প্রোপাগান্ডা ছড়ানোর শিক্ষক’ হিসেবে অভিহিত করেছিলেন। টুইট দেখা মাত্রই ক্ষেপে গিয়েছিলেন কঙ্গনাও। তিনি তাপসীর টুইটে রিটুইট করে নোংরা আক্রমণ করেন। একেবারে ‘মা’ তুলে গালি দেন। তিনি লিখেছিলেন, ‘তোর মাকে গালি দিলে কেমন লাগবে ডাম্বো।’ এছাড়াও কঙ্গনা তাঁর টুইটে তাপসীকে বলেন, ‘তাপসী অন্যের দয়ায় বেঁচে আছে। চিন্তা ভাবনা নিম্ন মানের।’
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৪ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে