বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। আসামের কামাখ্যা মন্দিরে পূজা দিয়েছেন তিনি। তারই কিছু কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর বিতর্কের মুখে পড়েছেন। গুয়াহাটির এই মন্দির সতীপিঠ হিসেবে জনপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। মন্দিরে পূজা দেওয়ার পর ফ্রেমবন্দী হন সারা আলী খান। প্রকাশিত ছবিতে দেখা যায়, সাদা রঙের কুর্তি-পায়জামা পরেছেন সারা আলী খান। আর তাঁর গলায় ঝুলছে আসামের ট্র্যাডিশনাল গামছা। ক্যাপশনে লিখেছেন ‘কামাখ্যা মন্দির, গুয়াহাটি, আসাম। শান্তি, কৃতজ্ঞতা, শ্রদ্ধা।’
সারার এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার হতেই পেয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। হিন্দু মন্দিরে সারার প্রবেশ মানতে পারেননি অনেকেই। চলেছে কুৎসিত আক্রমণ। আবার সাইফকন্যাকে ভালোবাসাও জানিয়েছেন অনেকে। ‘লাভ ফ্রম আসাম’, ‘তোমায় আসামে স্বাগত জানাচ্ছি’র মতো একাধিক কমেন্ট পড়েছে সেই ছবিতে। গত বছর মুম্বাইয়ে ‘আতরাঙ্গি রে’ ছবির শুটিংয়ের ফাঁকে কাশি বিশ্বনাথ মন্দিরে গঙ্গা আরতিতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সারা। তাঁর মন্দির দর্শন নিয়ে আপত্তি তুলেছিল কাশি বিকাশ সমিতি। তারা দাবি করেছিল—সারা আলী খান হিন্দু নন। তিনি কেন মন্দিরে প্রবেশ করেছেন?
তবে এই সমালোচনার পাশাপাশি প্রশংসাও পাচ্ছেন। পরনে উর্দি। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কঠোর রুটিনের মধ্যে দিনযাপন করছেন সারা। আসাম নারী পুলিশ সদস্যদের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। সেই খবরে খুশি আসামবাসী। কিন্তু মুম্বাই থেকে হঠাৎ আসামের দুর্গম অঞ্চলে পুলিশি প্রশিক্ষণ কেন নিচ্ছেন সারা? আসলে আসাম নারী পুলিশদের নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি হচ্ছে। সেই তথ্যচিত্রেই অভিনয় করছেন বলিউড নায়িকা। চরিত্রের প্রয়োজনেই প্রশিক্ষণ নিচ্ছেন আসাম পুলিশের মহিলা কমান্ডো বাহিনীর কাছে। তাদের সঙ্গে কথা বলে, তাদের জীবনযাপনও আয়ত্ত করতে হচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে।
কার্তিক আরিয়ানের সঙ্গে ‘লাভ আজ কাল’ ছবিতে শেষ দেখা গেছে সারাকে। ছবিটি সেভাবে মন কাড়েনি দর্শকের। শিগগিরই অক্ষয় কুমার ও ধানুশের সঙ্গে ‘আতরঙ্গি রে’ ছবিতে তাঁকে দেখা যাবে। মার্চে শেষ হয়ে গেছে ছবির কাজ।
বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। আসামের কামাখ্যা মন্দিরে পূজা দিয়েছেন তিনি। তারই কিছু কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর বিতর্কের মুখে পড়েছেন। গুয়াহাটির এই মন্দির সতীপিঠ হিসেবে জনপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। মন্দিরে পূজা দেওয়ার পর ফ্রেমবন্দী হন সারা আলী খান। প্রকাশিত ছবিতে দেখা যায়, সাদা রঙের কুর্তি-পায়জামা পরেছেন সারা আলী খান। আর তাঁর গলায় ঝুলছে আসামের ট্র্যাডিশনাল গামছা। ক্যাপশনে লিখেছেন ‘কামাখ্যা মন্দির, গুয়াহাটি, আসাম। শান্তি, কৃতজ্ঞতা, শ্রদ্ধা।’
সারার এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার হতেই পেয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। হিন্দু মন্দিরে সারার প্রবেশ মানতে পারেননি অনেকেই। চলেছে কুৎসিত আক্রমণ। আবার সাইফকন্যাকে ভালোবাসাও জানিয়েছেন অনেকে। ‘লাভ ফ্রম আসাম’, ‘তোমায় আসামে স্বাগত জানাচ্ছি’র মতো একাধিক কমেন্ট পড়েছে সেই ছবিতে। গত বছর মুম্বাইয়ে ‘আতরাঙ্গি রে’ ছবির শুটিংয়ের ফাঁকে কাশি বিশ্বনাথ মন্দিরে গঙ্গা আরতিতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সারা। তাঁর মন্দির দর্শন নিয়ে আপত্তি তুলেছিল কাশি বিকাশ সমিতি। তারা দাবি করেছিল—সারা আলী খান হিন্দু নন। তিনি কেন মন্দিরে প্রবেশ করেছেন?
তবে এই সমালোচনার পাশাপাশি প্রশংসাও পাচ্ছেন। পরনে উর্দি। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কঠোর রুটিনের মধ্যে দিনযাপন করছেন সারা। আসাম নারী পুলিশ সদস্যদের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। সেই খবরে খুশি আসামবাসী। কিন্তু মুম্বাই থেকে হঠাৎ আসামের দুর্গম অঞ্চলে পুলিশি প্রশিক্ষণ কেন নিচ্ছেন সারা? আসলে আসাম নারী পুলিশদের নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি হচ্ছে। সেই তথ্যচিত্রেই অভিনয় করছেন বলিউড নায়িকা। চরিত্রের প্রয়োজনেই প্রশিক্ষণ নিচ্ছেন আসাম পুলিশের মহিলা কমান্ডো বাহিনীর কাছে। তাদের সঙ্গে কথা বলে, তাদের জীবনযাপনও আয়ত্ত করতে হচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে।
কার্তিক আরিয়ানের সঙ্গে ‘লাভ আজ কাল’ ছবিতে শেষ দেখা গেছে সারাকে। ছবিটি সেভাবে মন কাড়েনি দর্শকের। শিগগিরই অক্ষয় কুমার ও ধানুশের সঙ্গে ‘আতরঙ্গি রে’ ছবিতে তাঁকে দেখা যাবে। মার্চে শেষ হয়ে গেছে ছবির কাজ।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
৮ মিনিট আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৯ ঘণ্টা আগে