Ajker Patrika

‘প্লাস্টিক হাসির মানুষের মাঝে নিজেও প্লাস্টিক হয়ে যেতাম’, ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে বিবেক

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিবেক ওবেরয়ের বলিউডে অভিষেক বেশ চমকপ্রদ ছিল। ক্যারিয়ারের শুরুতে কোম্পানি, রোড, সাথিয়া, যুবার মতো হিট সিনেমা উপহার দিয়েছেন। তবে ক্রমশ বলিউড থেকে সরে যান তিনি। হাত ছাড়া হতে থাকে সিনেমা। এক সময় সিনেমার প্রস্তাব আসা প্রায় বন্ধ হয়ে যায়। অবশ্য এ নিয়ে কথাও বলেন অভিনেতা, আঙুল তোলেন সালমানের দিকে। সালমানের প্রাক্তন প্রেমিকা ঐশ্বররিয়ার সঙ্গে সম্পর্কের কারণেই না-কি এই প্রতিশোধ! সম্প্রতি অতীত সম্পর্ক নিয়ে কথা বলেছেন বিবেক।

ডক্টর জয় মদনের ইউটিউব চ্যানেলে বিবেকের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে অতীত সম্পর্ক, ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সংগ্রাম এবং নতুন করে জীবনের অর্থ খুঁজে পাওয়ার বিষয়ে খোলামেলা কথা বলেছেন। সাক্ষাৎকারে যখন বিবেককে সালমান খান, ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চনের নাম উল্লেখ করে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়—তখন সালমান ও ঐশ্বরিয়ার নাম শুনে তিনি বলেন, ‘ঈশ্বর তাদের মঙ্গল করুন।’

বিবেক ওবেরয় একসময় ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে ‘বিতর্কিত’ সম্পর্কের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। জীবনের সেই অধ্যায় নিয়ে মন্তব্য করে অভিনেতা বলেন, ‘যদি আমি সেই পরিস্থিতি থেকে বের হতে না পারতাম, তবে হয়তো আমি প্লাস্টিকের হাসি নিয়ে প্লাস্টিকের মানুষের মাঝে আটকে থাকতাম।’

অভিনেতা আরও বলেন, ‘হয়তো আমি নিজেই একসময় ভান করা শুরু করতাম, একটি ভান করা জীবনের মধ্যে আটকে থাকতাম। কিন্তু আজ যখন কেউ আমাকে ট্রোল করে, আমি কিছু মনে করি না। কারণ আমি জানি আমার জীবনের উদ্দেশ্য কী এবং আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কী।’ বিবেক বর্তমানে অভিনয়ের পাশাপাশি একজন উদ্যোক্তা হয়ে উঠেছেন। তিনি বিশ্বাস করেন, এই নতুন যাত্রা তাঁর জীবনকে একটি সুন্দর অর্থ দিয়েছে।

কোম্পানি অভিনেতা এ-ও বলেন, ‘আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কখনো কখনো আমরা এমন সম্পর্কের মধ্যে পড়ি যা হয়তো মানসিক বা আবেগগতভাবে অত্যাচারমূলক। যেখানে মানুষ আপনাকে ব্যবহার করছে, আপনার মূল্যায়ন করছে না, আপনাকে সম্মান করছে না। আমরা সেই সম্পর্কগুলোতে জড়িয়ে পড়ি, কারণ আমরা নিজের আত্ম মূল্য বা নিজেকে চেনার সুযোগ পাইনি।’

অনেক সময় আমরা ভাবি, আমার কিছু যায় আসে না, আমি জীবনটাও দিয়ে দেব। কিন্তু নিজেকে মূল্য দেওয়া অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেন অভিনেতা।

বিবেক ওবেরয় ও ঐশ্বরিয়া রাই প্রেমে পড়েছিলেন ‘কিউ হো গায়া না’ সিনেমার শুটিংয়ের সময়। তবে তাঁদের সম্পর্কের মোড় ঘুরে যায়, যখন বিবেক সালমান খানের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েন। এই ঘটনার পরে তাদের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে এবং শেষমেশ বিচ্ছেদে গড়ায়।

বিবেক ২০১০ সালে প্রিয়াঙ্কা আলভাকে বিয়ে করেন। প্রিয়াঙ্কা কর্ণাটকের সাবেক মন্ত্রী জীভারাজ আলভা এবং প্রখ্যাত নৃত্যশিল্পী নন্দিনীর মেয়ে। বিবেক-প্রিয়াঙ্কার দুটি সন্তান রয়েছে, ছেলে বিবান বীর ও মেয়ে অমেয়া নির্ভানা। অভিনয়ের পাশাপাশি বিবেক বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মেও সাফল্য অর্জন করছেন। তিনি এ বছর রোহিত শেঠির পরিচালনায় ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজে অভিষেক করেছেন। এই নতুন উদ্যোগ তার ক্যারিয়ারে একটি নতুন অধ্যায় যোগ করেছে এবং দর্শকেরা তার কাজের প্রশংসাও করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত