Ajker Patrika

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে শাহরুখসহ হাজির ছিলেন যাঁরা

আপডেট : ১০ জুন ২০২৪, ১১: ১৫
মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে শাহরুখসহ হাজির ছিলেন যাঁরা

ভারতের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রোববার শপথ গ্রহণ করেন। সেই অনুষ্ঠানের আমন্ত্রণ রক্ষা করে ভারতীয় সিনেমার তারকারা হাজির হন রাষ্ট্রপতি ভবনে। শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই একে একে আসতে দেখা যায় অভিনেতাদের।

দক্ষিণ ভারতের তারকা রজনীকান্ত, অক্ষয় কুমারের মতো শিল্পীরা প্রথম দিকেই এসেছিলেন। খানিক পরে সেখানে প্রবেশ করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তাঁর সঙ্গে দেখা যায় ধনকুবের আম্বানি পরিবারের সদস্যদেরও। অনুষ্ঠানে তাঁদের পাশেই বসেন শাহরুখ।

শপথগ্রহণ অনুষ্ঠানে রজনীকান্ত, শাহরুখ ও কঙ্গনা। ছবি: সংগৃহীতশপথগ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন পরিচালক রাজকুমার হিরানি, অভিনেতা অনিল কাপুর, বিক্রান্ত ম্যাসি। উপস্থিত ছিলেন হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে বিজেপির সদ্য নির্বাচিত সাংসদ অভিনেত্রী কঙ্গনা রনৌত প্রমুখ।

রজনীকান্ত শপথগ্রহণ অনুষ্ঠানে এসে প্রশংসাসূচক কথা বলেছেন। বিক্রান্ত জানিয়েছেন, গত ১০ বছরে তিনি মোদি সরকারের কাজে যথেষ্ট খুশি। তবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশির ভাগ তারকা খুশি কি না, তার প্রতিফলন সোশ্যাল মিডিয়ায় অন্তত দেখা যায়নি এ বার।

শপথগ্রহণ অনুষ্ঠানে শাহরুখ ও অক্ষয়। ছবি: সংগৃহীতএবারের লোকসভা নির্বাচনে জয়লাভের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) শুভেচ্ছা জানিয়ে বলিউডের কিছু তারকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তবে সেই সংখ্যাটা ছিল চোখে পড়ার মতো কম। আগের বার বলিউডের থেকে মোদির প্রতি যে বিপুল শুভেচ্ছাবার্তার ঢল নেমেছিল, এবার সেই তুলনায় বেশ চুপচাপ বলিউড।

অনুপম খের, অনিল কাপুর, করণ জোহর, অজয় দেবগনের মতো কয়েকজন শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এর পরে ফিল্ম ইন্ডাস্ট্রি ও মোদি সরকারের সমীকরণ কোন খাতে বইবে, তা নির্ধারিত হবে আগামী দিনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত