‘গেহরাইয়া’ আসছে। সঙ্গে নিয়ে আসছে একঝাঁক কৌতুহল আর বিতর্ক। তার যথেষ্ট কারণও আছে অবশ্য। এ সিনেমার ট্রেলারে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদীর অন্তরঙ্গ রসায়ন। সেটা নিয়েই যত কৌতুহল, যত বিতর্ক। বিয়ের পর প্রথমবার এমন সাহসী চরিত্রে দেখা মিলল দীপিকার।
‘গেহরাইয়া’ মুক্তি পাচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারি, আমাজন প্রাইমে। মুক্তির আগে প্রচার-প্রচারণা নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন দীপিকাসহ পুরো টিম। সম্প্রতি এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে দীপিকা জানিয়েছেন, এমন সাহসী যৌন দৃশ্যে অভিনয় করা মোটেই সহজ ছিল না। ‘গেহরাইয়া’ সিনেমায় যৌনতাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, ভারতীয় সিনেমায় আগে তেমনটি হয়নি। তাই পরিচালক যদি শুটিং সেটে সেই পরিবেশ তৈরি না করতে পারতেন, তাহলে ব্যাপারটি ভীষণ কঠিন হতো।
দীপিকা জানিয়েছেন, সিনেমার অন্তরঙ্গ দৃশ্যগুলো নির্মাতা কেন রাখছেন, বা কতখানি দরকারি— সেটি আগে থেকেই জানতেন দীপিকা। তিনি বলেন, ‘স্রেফ হুজুগ তোলার জন্য কিংবা দর্শকের দৃষ্টি আকর্ষণ করার জন্য ঘনিষ্ঠ দৃশ্য রাখেননি নির্মাতা, এটি আমি জানতাম। যা করছেন, চিত্রনাট্যের প্রয়োজনেই করছেন। তাই দৃশ্যগুলোতে অভিনয় করা আমার জন্য সহজ হয়েছে।’
সম্পর্কই ‘গেহরাইয়া’ সিনেমার মূল উপজীব্য। আলিশা (দীপিকা) ও করণের (ধৈর্য্য) অসুখী দাম্পত্য। আলিশার এমন জীবনে স্বস্তির পরশ বুলিয়ে আসে জায়েন (সিদ্ধান্ত)। সম্পর্কে আলিশার চাচাতো বোন টিয়ার হবু বর সে। তবে শুরু থেকেই অসম বয়সী আলিশার প্রতি টান জায়েনের। পরিবার, সমাজ সবকিছুকে ভুলে পরস্পরের ঘনিষ্ঠ হয়ে ওঠে তারা।
‘গেহরাইয়া’ ছবিতে থাকছেন নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মতো অভিনেতারাও। সিনেমাটির নির্মাতা শকুন বাত্রা বলেন, ‘এটা শুধু একটি সিনেমা নয়। মানুষের সম্পর্কের ভিতরে ঢুকে পড়ার একটা জার্নি। কীভাবে আমরা সম্পর্ক আর আবেগের বেড়াজালে আটকে পড়ি, কীভাবে আমাদের প্রতিটি পদক্ষেপ নিজেদের জীবনকে প্রভাবিত করে—সেগুলোই দেখানো হয়েছে এ সিনেমায়।’
দেখুন ‘গেহরাইয়া’ সিনেমার ট্রেলার:
‘গেহরাইয়া’ আসছে। সঙ্গে নিয়ে আসছে একঝাঁক কৌতুহল আর বিতর্ক। তার যথেষ্ট কারণও আছে অবশ্য। এ সিনেমার ট্রেলারে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদীর অন্তরঙ্গ রসায়ন। সেটা নিয়েই যত কৌতুহল, যত বিতর্ক। বিয়ের পর প্রথমবার এমন সাহসী চরিত্রে দেখা মিলল দীপিকার।
‘গেহরাইয়া’ মুক্তি পাচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারি, আমাজন প্রাইমে। মুক্তির আগে প্রচার-প্রচারণা নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন দীপিকাসহ পুরো টিম। সম্প্রতি এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে দীপিকা জানিয়েছেন, এমন সাহসী যৌন দৃশ্যে অভিনয় করা মোটেই সহজ ছিল না। ‘গেহরাইয়া’ সিনেমায় যৌনতাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, ভারতীয় সিনেমায় আগে তেমনটি হয়নি। তাই পরিচালক যদি শুটিং সেটে সেই পরিবেশ তৈরি না করতে পারতেন, তাহলে ব্যাপারটি ভীষণ কঠিন হতো।
দীপিকা জানিয়েছেন, সিনেমার অন্তরঙ্গ দৃশ্যগুলো নির্মাতা কেন রাখছেন, বা কতখানি দরকারি— সেটি আগে থেকেই জানতেন দীপিকা। তিনি বলেন, ‘স্রেফ হুজুগ তোলার জন্য কিংবা দর্শকের দৃষ্টি আকর্ষণ করার জন্য ঘনিষ্ঠ দৃশ্য রাখেননি নির্মাতা, এটি আমি জানতাম। যা করছেন, চিত্রনাট্যের প্রয়োজনেই করছেন। তাই দৃশ্যগুলোতে অভিনয় করা আমার জন্য সহজ হয়েছে।’
সম্পর্কই ‘গেহরাইয়া’ সিনেমার মূল উপজীব্য। আলিশা (দীপিকা) ও করণের (ধৈর্য্য) অসুখী দাম্পত্য। আলিশার এমন জীবনে স্বস্তির পরশ বুলিয়ে আসে জায়েন (সিদ্ধান্ত)। সম্পর্কে আলিশার চাচাতো বোন টিয়ার হবু বর সে। তবে শুরু থেকেই অসম বয়সী আলিশার প্রতি টান জায়েনের। পরিবার, সমাজ সবকিছুকে ভুলে পরস্পরের ঘনিষ্ঠ হয়ে ওঠে তারা।
‘গেহরাইয়া’ ছবিতে থাকছেন নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মতো অভিনেতারাও। সিনেমাটির নির্মাতা শকুন বাত্রা বলেন, ‘এটা শুধু একটি সিনেমা নয়। মানুষের সম্পর্কের ভিতরে ঢুকে পড়ার একটা জার্নি। কীভাবে আমরা সম্পর্ক আর আবেগের বেড়াজালে আটকে পড়ি, কীভাবে আমাদের প্রতিটি পদক্ষেপ নিজেদের জীবনকে প্রভাবিত করে—সেগুলোই দেখানো হয়েছে এ সিনেমায়।’
দেখুন ‘গেহরাইয়া’ সিনেমার ট্রেলার:
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
৭ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
৮ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
১২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে