‘গেহরাইয়া’ আসছে। সঙ্গে নিয়ে আসছে একঝাঁক কৌতুহল আর বিতর্ক। তার যথেষ্ট কারণও আছে অবশ্য। এ সিনেমার ট্রেলারে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদীর অন্তরঙ্গ রসায়ন। সেটা নিয়েই যত কৌতুহল, যত বিতর্ক। বিয়ের পর প্রথমবার এমন সাহসী চরিত্রে দেখা মিলল দীপিকার।
‘গেহরাইয়া’ মুক্তি পাচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারি, আমাজন প্রাইমে। মুক্তির আগে প্রচার-প্রচারণা নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন দীপিকাসহ পুরো টিম। সম্প্রতি এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে দীপিকা জানিয়েছেন, এমন সাহসী যৌন দৃশ্যে অভিনয় করা মোটেই সহজ ছিল না। ‘গেহরাইয়া’ সিনেমায় যৌনতাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, ভারতীয় সিনেমায় আগে তেমনটি হয়নি। তাই পরিচালক যদি শুটিং সেটে সেই পরিবেশ তৈরি না করতে পারতেন, তাহলে ব্যাপারটি ভীষণ কঠিন হতো।
দীপিকা জানিয়েছেন, সিনেমার অন্তরঙ্গ দৃশ্যগুলো নির্মাতা কেন রাখছেন, বা কতখানি দরকারি— সেটি আগে থেকেই জানতেন দীপিকা। তিনি বলেন, ‘স্রেফ হুজুগ তোলার জন্য কিংবা দর্শকের দৃষ্টি আকর্ষণ করার জন্য ঘনিষ্ঠ দৃশ্য রাখেননি নির্মাতা, এটি আমি জানতাম। যা করছেন, চিত্রনাট্যের প্রয়োজনেই করছেন। তাই দৃশ্যগুলোতে অভিনয় করা আমার জন্য সহজ হয়েছে।’
সম্পর্কই ‘গেহরাইয়া’ সিনেমার মূল উপজীব্য। আলিশা (দীপিকা) ও করণের (ধৈর্য্য) অসুখী দাম্পত্য। আলিশার এমন জীবনে স্বস্তির পরশ বুলিয়ে আসে জায়েন (সিদ্ধান্ত)। সম্পর্কে আলিশার চাচাতো বোন টিয়ার হবু বর সে। তবে শুরু থেকেই অসম বয়সী আলিশার প্রতি টান জায়েনের। পরিবার, সমাজ সবকিছুকে ভুলে পরস্পরের ঘনিষ্ঠ হয়ে ওঠে তারা।
‘গেহরাইয়া’ ছবিতে থাকছেন নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মতো অভিনেতারাও। সিনেমাটির নির্মাতা শকুন বাত্রা বলেন, ‘এটা শুধু একটি সিনেমা নয়। মানুষের সম্পর্কের ভিতরে ঢুকে পড়ার একটা জার্নি। কীভাবে আমরা সম্পর্ক আর আবেগের বেড়াজালে আটকে পড়ি, কীভাবে আমাদের প্রতিটি পদক্ষেপ নিজেদের জীবনকে প্রভাবিত করে—সেগুলোই দেখানো হয়েছে এ সিনেমায়।’
দেখুন ‘গেহরাইয়া’ সিনেমার ট্রেলার:
‘গেহরাইয়া’ আসছে। সঙ্গে নিয়ে আসছে একঝাঁক কৌতুহল আর বিতর্ক। তার যথেষ্ট কারণও আছে অবশ্য। এ সিনেমার ট্রেলারে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদীর অন্তরঙ্গ রসায়ন। সেটা নিয়েই যত কৌতুহল, যত বিতর্ক। বিয়ের পর প্রথমবার এমন সাহসী চরিত্রে দেখা মিলল দীপিকার।
‘গেহরাইয়া’ মুক্তি পাচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারি, আমাজন প্রাইমে। মুক্তির আগে প্রচার-প্রচারণা নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন দীপিকাসহ পুরো টিম। সম্প্রতি এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে দীপিকা জানিয়েছেন, এমন সাহসী যৌন দৃশ্যে অভিনয় করা মোটেই সহজ ছিল না। ‘গেহরাইয়া’ সিনেমায় যৌনতাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, ভারতীয় সিনেমায় আগে তেমনটি হয়নি। তাই পরিচালক যদি শুটিং সেটে সেই পরিবেশ তৈরি না করতে পারতেন, তাহলে ব্যাপারটি ভীষণ কঠিন হতো।
দীপিকা জানিয়েছেন, সিনেমার অন্তরঙ্গ দৃশ্যগুলো নির্মাতা কেন রাখছেন, বা কতখানি দরকারি— সেটি আগে থেকেই জানতেন দীপিকা। তিনি বলেন, ‘স্রেফ হুজুগ তোলার জন্য কিংবা দর্শকের দৃষ্টি আকর্ষণ করার জন্য ঘনিষ্ঠ দৃশ্য রাখেননি নির্মাতা, এটি আমি জানতাম। যা করছেন, চিত্রনাট্যের প্রয়োজনেই করছেন। তাই দৃশ্যগুলোতে অভিনয় করা আমার জন্য সহজ হয়েছে।’
সম্পর্কই ‘গেহরাইয়া’ সিনেমার মূল উপজীব্য। আলিশা (দীপিকা) ও করণের (ধৈর্য্য) অসুখী দাম্পত্য। আলিশার এমন জীবনে স্বস্তির পরশ বুলিয়ে আসে জায়েন (সিদ্ধান্ত)। সম্পর্কে আলিশার চাচাতো বোন টিয়ার হবু বর সে। তবে শুরু থেকেই অসম বয়সী আলিশার প্রতি টান জায়েনের। পরিবার, সমাজ সবকিছুকে ভুলে পরস্পরের ঘনিষ্ঠ হয়ে ওঠে তারা।
‘গেহরাইয়া’ ছবিতে থাকছেন নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মতো অভিনেতারাও। সিনেমাটির নির্মাতা শকুন বাত্রা বলেন, ‘এটা শুধু একটি সিনেমা নয়। মানুষের সম্পর্কের ভিতরে ঢুকে পড়ার একটা জার্নি। কীভাবে আমরা সম্পর্ক আর আবেগের বেড়াজালে আটকে পড়ি, কীভাবে আমাদের প্রতিটি পদক্ষেপ নিজেদের জীবনকে প্রভাবিত করে—সেগুলোই দেখানো হয়েছে এ সিনেমায়।’
দেখুন ‘গেহরাইয়া’ সিনেমার ট্রেলার:
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১২ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১৩ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১৩ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১৩ ঘণ্টা আগে