প্রায় চার বছর প্রেমের পর গত ১৯ ফেব্রুয়ারি বিয়ে করেছেন প্রতিভাবান অভিনেতা-নির্মাতা ফারহান আখতার ও মডেল-টেলিভিশন তারকা শিবানী দান্ডেকর জুটি। ভারতের মহারাষ্ট্রের খান্ডালাতে পারিবারিক বাসভবনে একদম অভিনব কায়দায় বিয়ে সারেন ফারহান-শিবানী। শুরুতে বিয়ের ছবি প্রকাশ করেননি ফারহান। ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দু-একটি ছবি প্রকাশ পেয়েছিল শুধু। অবশেষে বুধবার নবদম্পতির বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে। ইনস্টাগ্রামে বিয়ের মধুর সব মুহূর্তের ছবি পোস্ট করেছেন ফারহান ও শিবানী।
গত শনিবার ঘরোয়া আয়োজনেই বিয়ে করেন এই তারকা জুটি। জাভেদ আখতারের খান্ডালার পারিবারিক বাসভবনে বিয়ে সারেন তাঁরা।
কাছের মানুষদের উপস্থিতিতে একে অপরের কাছে শপথবাক্য পাঠ করে নতুন জীবনে পথচলা শুরু করেন ফারহান-শিবানী। বিয়ের শপথবাক্যগুলো তাঁরা নিজেরাই লিখেছেন।
মা হানি ইরানি ও কাছের মানুষদের সঙ্গে ফারহান।
বিয়ের পর দুই পরিবারের সদস্যরা এক সঙ্গে ফ্রেমবন্দী।
বিয়ের দিন লাল রঙা ফিশটেল কাটের মারমেইড গাউন পরেন শিবানী। আর কালো রঙা টাক্সিডোতে বরাবরের মতো আকর্ষণীয় ফারহান।
শ্বশুর জাভেদ আখতারের সঙ্গে নাচছেন শিবানী।
বিয়েতে হাজির ছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকা।
ফারহান আখতারকে বিয়ে করার পর ইনস্টাগ্রামে শিবানী নিজের নাম লিখেছেন ‘শিবানী দান্ডেকর-আখতার’।
বিয়েতে দুই কন্যা শাকিয়া ও আকিরার সঙ্গে ফারহান।
‘আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক।’
প্রায় চার বছর প্রেমের পর গত ১৯ ফেব্রুয়ারি বিয়ে করেছেন প্রতিভাবান অভিনেতা-নির্মাতা ফারহান আখতার ও মডেল-টেলিভিশন তারকা শিবানী দান্ডেকর জুটি। ভারতের মহারাষ্ট্রের খান্ডালাতে পারিবারিক বাসভবনে একদম অভিনব কায়দায় বিয়ে সারেন ফারহান-শিবানী। শুরুতে বিয়ের ছবি প্রকাশ করেননি ফারহান। ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দু-একটি ছবি প্রকাশ পেয়েছিল শুধু। অবশেষে বুধবার নবদম্পতির বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে। ইনস্টাগ্রামে বিয়ের মধুর সব মুহূর্তের ছবি পোস্ট করেছেন ফারহান ও শিবানী।
গত শনিবার ঘরোয়া আয়োজনেই বিয়ে করেন এই তারকা জুটি। জাভেদ আখতারের খান্ডালার পারিবারিক বাসভবনে বিয়ে সারেন তাঁরা।
কাছের মানুষদের উপস্থিতিতে একে অপরের কাছে শপথবাক্য পাঠ করে নতুন জীবনে পথচলা শুরু করেন ফারহান-শিবানী। বিয়ের শপথবাক্যগুলো তাঁরা নিজেরাই লিখেছেন।
মা হানি ইরানি ও কাছের মানুষদের সঙ্গে ফারহান।
বিয়ের পর দুই পরিবারের সদস্যরা এক সঙ্গে ফ্রেমবন্দী।
বিয়ের দিন লাল রঙা ফিশটেল কাটের মারমেইড গাউন পরেন শিবানী। আর কালো রঙা টাক্সিডোতে বরাবরের মতো আকর্ষণীয় ফারহান।
শ্বশুর জাভেদ আখতারের সঙ্গে নাচছেন শিবানী।
বিয়েতে হাজির ছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকা।
ফারহান আখতারকে বিয়ে করার পর ইনস্টাগ্রামে শিবানী নিজের নাম লিখেছেন ‘শিবানী দান্ডেকর-আখতার’।
বিয়েতে দুই কন্যা শাকিয়া ও আকিরার সঙ্গে ফারহান।
‘আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক।’
বলিউডের ভাইজান সালমান খান সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ২০০৭ সালে ‘পার্টনার’ সিনেমার শুটিংয়ের সময় এই যন্ত্রণাদায়ক রোগের সূত্রপাত হয়। সাড়ে সাত বছর এই রোগ তাঁকে ভুগিয়েছে।
৭ ঘণ্টা আগেছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
১১ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৩ ঘণ্টা আগে