বিয়ের পর থেকে নিক জোনাসের সঙ্গে লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বাংলোতে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই বাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় বারবার হয়েছে ভাইরাল। যার অন্দরমহল দেখে এক কথায় চমকে যেতে হয়। কিন্তু কিছু সমস্যায় রাতারাতি বাংলোটি ছেড়েছিলেন তাঁরা। কী এমন হয়েছিল যে বাংলো ছাড়তে হয়েছিল নিক-প্রিয়াঙ্কাকে, সে খবর নিয়ে বেশ হইচই হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
তবে এবার প্রিয়াঙ্কা জানিয়েছেন, সেই বাংলোকেই নতুন করে সাজিয়ে মনের মতো এক রাজপ্রাসাদ তৈরি করিয়েছেন তাঁরা। মেয়ে মালতীকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের সেই ম্যানসনে এবার থেকে থাকবেন তাঁরা।
বিলাসবহুল এই বাংলোটির মূল্য ২ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২১৯ কোটি টাকা (১ ডলার সমান ১০৯.৫১ টাকা ধরে)। সম্প্রতি বিলাসবহুল এই বাংলোটির বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান। যা দেখে যে কারও চোখ কপালে উঠবে। যেমন তার অন্দরসজ্জা, তেমনই প্রাসাদের চারপাশের প্রকৃতি সবুজে সবুজে ঘেরা। সম্প্রতি এই প্রাসাদেই দীপাবলি সেলিব্রেশনের ছবি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা।
২০১৮ সালের ডিসেম্বর মাসে রাজস্থানে রাজকীয় বিয়ে সেরে লস অ্যাঞ্জেলেসের ওই বিলাসবহুল বাংলো কিনেছিলেন নিক-প্রিয়াঙ্কা। সেই বাংলোর ছবি বহুবার তিনি পোস্ট করেছিলেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। গোটা বাড়ির দেয়াল দুধ সাদা নয়তো হালকা ক্রিম রঙের। বসার ঘরে তার সঙ্গে মেলানো ক্রিম রঙেরই সোফা। সঙ্গে কাঠের কফি টেবিল। পাথুরে দেয়াল। আর হালকা হলুদ আলো।
যে কারণে বাংলোটি ছেড়েছিলেন প্রিয়াঙ্কা-নিক
এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, বাড়িটি কেনার পর থেকেই সেখানে পানির সমস্যা ছিল। যা নিয়ে বিক্রেতার সঙ্গে একাধিকবার কথাও হয়েছিল তাঁদের। বাড়িতে পানি জমে যাওয়ার কারণে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। বাড়ির অন্দরমহলের সাজসজ্জাও নষ্ট হতে বসেছিল। কোথাও পানি চুঁইয়ে পড়ছিল। সুইমিং পুলের পাশ থেকে মূলত লিকেজ হচ্ছিল। যার বারণে বারবিকিউ এরিয়া পুরো নষ্ট হয়ে গিয়েছিল।
সেসময় যে মালিক লস অ্যাঞ্জেলেসের ওই বাংলো নিক-প্রিয়াঙ্কাকে বিক্রি করেছিলেন তাঁর বিরুদ্ধে মামলাও করেন জোনাস দম্পতি। বাধ্য হয়েই গত ফেব্রুয়ারি মাসে লস অ্যাঞ্জেলেসের সেই বিলাসবহুল বাংলো ছেড়ে অন্যত্র চলে যান নিক-প্রিয়াঙ্কা।
যা আছে এই বিলাসবহুল প্রাসাদে
২০ হাজার বর্গ ফুটের সে প্রাসাদে রয়েছে সাতটা বেডরুম, ১১ টা গোসলখানা। পোষ্যদের জন্য আলাদা ঘর ও বাথরুম। বাড়ির পেছন দিকে বিশাল সুইমিং পুল, বারবিকিউ প্লেস। পুলের লাগোয়া বিশাল বসার জায়গা। এটি প্রিয়াঙ্কার রোদ পোহানোর জায়গা। মাঝে মধ্যে এখানে বসেই প্রাতরাশও সেরে নেন তিনি। বাড়িতে নিজস্ব জিমও আছে তাঁর। সেই জিমে শারীরিক কসরতের ছবি প্রায় আসে ইনস্টাগ্রামে।
নিকের জন্য আলাদা ঘর তো রয়েছেই। নাম নিকস ডেন। গায়ক নিক এখানে তাঁর গান বাজনা নিয়ে ব্যস্ত থাকেন। এই ঘরেই রয়েছে বিশাল হোম থিয়েটার। প্রিয়াঙ্কার নিজস্ব বিশাল রান্নাঘর আছে বাংলোয়, আছে নিজস্ব বার, লাইব্রেরি। বাংলো খুবই খোলামেলা, চারপাশে পাহাড় ও সবুজ প্রকৃতি। প্রতি ঘরেই বিশাল বিশাল জানলা আর কাচের স্লাইডিং ডোর। এমনভাবে ঘরগুলো তৈরি যাতে ঘরে বসেই পাহাড় ও গাছপালা দেখা যায়।
প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তাঁদের মেয়ে মালতীকে প্রকৃতি আর সবুজের মাঝে খোলামেলা পরিবেশে বড় করার ইচ্ছা আছে তাঁদের। তাই শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে ওই প্রাসাদ তৈরি করিয়েছেন তাঁরা।
বিয়ের পর থেকে নিক জোনাসের সঙ্গে লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বাংলোতে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই বাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় বারবার হয়েছে ভাইরাল। যার অন্দরমহল দেখে এক কথায় চমকে যেতে হয়। কিন্তু কিছু সমস্যায় রাতারাতি বাংলোটি ছেড়েছিলেন তাঁরা। কী এমন হয়েছিল যে বাংলো ছাড়তে হয়েছিল নিক-প্রিয়াঙ্কাকে, সে খবর নিয়ে বেশ হইচই হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
তবে এবার প্রিয়াঙ্কা জানিয়েছেন, সেই বাংলোকেই নতুন করে সাজিয়ে মনের মতো এক রাজপ্রাসাদ তৈরি করিয়েছেন তাঁরা। মেয়ে মালতীকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের সেই ম্যানসনে এবার থেকে থাকবেন তাঁরা।
বিলাসবহুল এই বাংলোটির মূল্য ২ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২১৯ কোটি টাকা (১ ডলার সমান ১০৯.৫১ টাকা ধরে)। সম্প্রতি বিলাসবহুল এই বাংলোটির বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান। যা দেখে যে কারও চোখ কপালে উঠবে। যেমন তার অন্দরসজ্জা, তেমনই প্রাসাদের চারপাশের প্রকৃতি সবুজে সবুজে ঘেরা। সম্প্রতি এই প্রাসাদেই দীপাবলি সেলিব্রেশনের ছবি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা।
২০১৮ সালের ডিসেম্বর মাসে রাজস্থানে রাজকীয় বিয়ে সেরে লস অ্যাঞ্জেলেসের ওই বিলাসবহুল বাংলো কিনেছিলেন নিক-প্রিয়াঙ্কা। সেই বাংলোর ছবি বহুবার তিনি পোস্ট করেছিলেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। গোটা বাড়ির দেয়াল দুধ সাদা নয়তো হালকা ক্রিম রঙের। বসার ঘরে তার সঙ্গে মেলানো ক্রিম রঙেরই সোফা। সঙ্গে কাঠের কফি টেবিল। পাথুরে দেয়াল। আর হালকা হলুদ আলো।
যে কারণে বাংলোটি ছেড়েছিলেন প্রিয়াঙ্কা-নিক
এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, বাড়িটি কেনার পর থেকেই সেখানে পানির সমস্যা ছিল। যা নিয়ে বিক্রেতার সঙ্গে একাধিকবার কথাও হয়েছিল তাঁদের। বাড়িতে পানি জমে যাওয়ার কারণে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। বাড়ির অন্দরমহলের সাজসজ্জাও নষ্ট হতে বসেছিল। কোথাও পানি চুঁইয়ে পড়ছিল। সুইমিং পুলের পাশ থেকে মূলত লিকেজ হচ্ছিল। যার বারণে বারবিকিউ এরিয়া পুরো নষ্ট হয়ে গিয়েছিল।
সেসময় যে মালিক লস অ্যাঞ্জেলেসের ওই বাংলো নিক-প্রিয়াঙ্কাকে বিক্রি করেছিলেন তাঁর বিরুদ্ধে মামলাও করেন জোনাস দম্পতি। বাধ্য হয়েই গত ফেব্রুয়ারি মাসে লস অ্যাঞ্জেলেসের সেই বিলাসবহুল বাংলো ছেড়ে অন্যত্র চলে যান নিক-প্রিয়াঙ্কা।
যা আছে এই বিলাসবহুল প্রাসাদে
২০ হাজার বর্গ ফুটের সে প্রাসাদে রয়েছে সাতটা বেডরুম, ১১ টা গোসলখানা। পোষ্যদের জন্য আলাদা ঘর ও বাথরুম। বাড়ির পেছন দিকে বিশাল সুইমিং পুল, বারবিকিউ প্লেস। পুলের লাগোয়া বিশাল বসার জায়গা। এটি প্রিয়াঙ্কার রোদ পোহানোর জায়গা। মাঝে মধ্যে এখানে বসেই প্রাতরাশও সেরে নেন তিনি। বাড়িতে নিজস্ব জিমও আছে তাঁর। সেই জিমে শারীরিক কসরতের ছবি প্রায় আসে ইনস্টাগ্রামে।
নিকের জন্য আলাদা ঘর তো রয়েছেই। নাম নিকস ডেন। গায়ক নিক এখানে তাঁর গান বাজনা নিয়ে ব্যস্ত থাকেন। এই ঘরেই রয়েছে বিশাল হোম থিয়েটার। প্রিয়াঙ্কার নিজস্ব বিশাল রান্নাঘর আছে বাংলোয়, আছে নিজস্ব বার, লাইব্রেরি। বাংলো খুবই খোলামেলা, চারপাশে পাহাড় ও সবুজ প্রকৃতি। প্রতি ঘরেই বিশাল বিশাল জানলা আর কাচের স্লাইডিং ডোর। এমনভাবে ঘরগুলো তৈরি যাতে ঘরে বসেই পাহাড় ও গাছপালা দেখা যায়।
প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, তাঁদের মেয়ে মালতীকে প্রকৃতি আর সবুজের মাঝে খোলামেলা পরিবেশে বড় করার ইচ্ছা আছে তাঁদের। তাই শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে ওই প্রাসাদ তৈরি করিয়েছেন তাঁরা।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৫ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৬ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৬ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৭ ঘণ্টা আগে