বিনোদন ডেস্ক
বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে আমির খানের নাম। বাণিজ্যিক ঘরানার সঙ্গে সামাজিক প্রভাবের মিশ্রণে গল্প বলার ধরনকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন তিনি। বক্স অফিসে বলিউডের প্রথম ১০০ কোটি, ২০০ কোটি ও ৩০০ কোটির মাইলফলক তাঁর গড়া। আমিরকে বলা হয় মিস্টার পারফেকশনিস্ট। ১৪ মার্চ ৬০ বছর পূর্ণ হবে অভিনেতার। আমির খানের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসবের। ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ শিরোনামের উৎসবটি আয়োজন করেছে ভারতের মাল্টিপ্লেক্স চেইন পিভিআর আইনক্স।
আমির খান: সিনেমা কা জাদুকর উৎসবে প্রদর্শিত হবে আমির খান অভিনীত পাঁচটি সিনেমা। সিনেমাগুলো হলো ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘লগান’, ‘তারে জামিন পার’, ‘থ্রি ইডিয়টস’ ও ‘দঙ্গল’।
পিভিআর আইনক্সের নির্বাহী পরিচালক সঞ্জীব কুমার বিজলি বলেন, ‘ভারতীয় সিনেমার সত্যিকারের একজন মশালবাহক আমির খান। সিনেমায় তাঁর অবদান অনেক। তিনি কখনো ভিন্ন ধারার চিত্রনাট্য বেছে নিতে পিছু হটেননি। ইন্ডাস্ট্রিতে নতুন নতুন মাইলস্টোন সেট করেছেন আমির খান। তাঁকে নিয়ে সিনেমা কি জাদুকর উৎসব আয়োজন করতে পেরে আমরা গর্বিত।’
সঞ্জীব কুমার জানান, ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভারতজুড়ে পিভিআর আইনক্সের থিয়েটারে দেখা যাবে সিনেমাগুলো। এর আগে রাজ কাপুর, অমিতাভ বচ্চনদের মতো অভিনেতাদের সিনেমা নিয়েও আইনক্স আয়োজন করেছিল উৎসবের।
আমিরকে সবশেষে দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। ২০২২ সালে মুক্তির পর সিনেমাটি ব্যর্থ হওয়ায় ভেঙে পড়েছিলেন আমির। অভিনয়ই ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে পরিবার ও কাছের মানুষদের অনুরোধে ফিরেছেন আবার। তবে জানিয়ে দিয়েছেন, ক্যারিয়ারের শেষ ভাগে আছেন তিনি। তাই আগামী ১০ বছর সবচেয়ে বেশি কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়ে নিজে কাজ করার পাশাপাশি নতুন প্রতিভা তুলে আনার কথাও জানান আমির। হয়ে উঠতে চান নতুনদের জন্য প্ল্যাটফর্ম। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে আমির খানের ‘সিতারে জামিন পার’। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জামিন পার’ পরিচালনা করেছিলেন আমির খান। তবে এর সিকুয়েলটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর এস প্রসন্ন।
বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে আমির খানের নাম। বাণিজ্যিক ঘরানার সঙ্গে সামাজিক প্রভাবের মিশ্রণে গল্প বলার ধরনকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন তিনি। বক্স অফিসে বলিউডের প্রথম ১০০ কোটি, ২০০ কোটি ও ৩০০ কোটির মাইলফলক তাঁর গড়া। আমিরকে বলা হয় মিস্টার পারফেকশনিস্ট। ১৪ মার্চ ৬০ বছর পূর্ণ হবে অভিনেতার। আমির খানের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসবের। ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ শিরোনামের উৎসবটি আয়োজন করেছে ভারতের মাল্টিপ্লেক্স চেইন পিভিআর আইনক্স।
আমির খান: সিনেমা কা জাদুকর উৎসবে প্রদর্শিত হবে আমির খান অভিনীত পাঁচটি সিনেমা। সিনেমাগুলো হলো ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘লগান’, ‘তারে জামিন পার’, ‘থ্রি ইডিয়টস’ ও ‘দঙ্গল’।
পিভিআর আইনক্সের নির্বাহী পরিচালক সঞ্জীব কুমার বিজলি বলেন, ‘ভারতীয় সিনেমার সত্যিকারের একজন মশালবাহক আমির খান। সিনেমায় তাঁর অবদান অনেক। তিনি কখনো ভিন্ন ধারার চিত্রনাট্য বেছে নিতে পিছু হটেননি। ইন্ডাস্ট্রিতে নতুন নতুন মাইলস্টোন সেট করেছেন আমির খান। তাঁকে নিয়ে সিনেমা কি জাদুকর উৎসব আয়োজন করতে পেরে আমরা গর্বিত।’
সঞ্জীব কুমার জানান, ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভারতজুড়ে পিভিআর আইনক্সের থিয়েটারে দেখা যাবে সিনেমাগুলো। এর আগে রাজ কাপুর, অমিতাভ বচ্চনদের মতো অভিনেতাদের সিনেমা নিয়েও আইনক্স আয়োজন করেছিল উৎসবের।
আমিরকে সবশেষে দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। ২০২২ সালে মুক্তির পর সিনেমাটি ব্যর্থ হওয়ায় ভেঙে পড়েছিলেন আমির। অভিনয়ই ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে পরিবার ও কাছের মানুষদের অনুরোধে ফিরেছেন আবার। তবে জানিয়ে দিয়েছেন, ক্যারিয়ারের শেষ ভাগে আছেন তিনি। তাই আগামী ১০ বছর সবচেয়ে বেশি কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়ে নিজে কাজ করার পাশাপাশি নতুন প্রতিভা তুলে আনার কথাও জানান আমির। হয়ে উঠতে চান নতুনদের জন্য প্ল্যাটফর্ম। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে আমির খানের ‘সিতারে জামিন পার’। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জামিন পার’ পরিচালনা করেছিলেন আমির খান। তবে এর সিকুয়েলটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর এস প্রসন্ন।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১৩ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৬ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৮ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২১ ঘণ্টা আগে