বিনোদন ডেস্ক
বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে আমির খানের নাম। বাণিজ্যিক ঘরানার সঙ্গে সামাজিক প্রভাবের মিশ্রণে গল্প বলার ধরনকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন তিনি। বক্স অফিসে বলিউডের প্রথম ১০০ কোটি, ২০০ কোটি ও ৩০০ কোটির মাইলফলক তাঁর গড়া। আমিরকে বলা হয় মিস্টার পারফেকশনিস্ট। ১৪ মার্চ ৬০ বছর পূর্ণ হবে অভিনেতার। আমির খানের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসবের। ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ শিরোনামের উৎসবটি আয়োজন করেছে ভারতের মাল্টিপ্লেক্স চেইন পিভিআর আইনক্স।
আমির খান: সিনেমা কা জাদুকর উৎসবে প্রদর্শিত হবে আমির খান অভিনীত পাঁচটি সিনেমা। সিনেমাগুলো হলো ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘লগান’, ‘তারে জামিন পার’, ‘থ্রি ইডিয়টস’ ও ‘দঙ্গল’।
পিভিআর আইনক্সের নির্বাহী পরিচালক সঞ্জীব কুমার বিজলি বলেন, ‘ভারতীয় সিনেমার সত্যিকারের একজন মশালবাহক আমির খান। সিনেমায় তাঁর অবদান অনেক। তিনি কখনো ভিন্ন ধারার চিত্রনাট্য বেছে নিতে পিছু হটেননি। ইন্ডাস্ট্রিতে নতুন নতুন মাইলস্টোন সেট করেছেন আমির খান। তাঁকে নিয়ে সিনেমা কি জাদুকর উৎসব আয়োজন করতে পেরে আমরা গর্বিত।’
সঞ্জীব কুমার জানান, ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভারতজুড়ে পিভিআর আইনক্সের থিয়েটারে দেখা যাবে সিনেমাগুলো। এর আগে রাজ কাপুর, অমিতাভ বচ্চনদের মতো অভিনেতাদের সিনেমা নিয়েও আইনক্স আয়োজন করেছিল উৎসবের।
আমিরকে সবশেষে দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। ২০২২ সালে মুক্তির পর সিনেমাটি ব্যর্থ হওয়ায় ভেঙে পড়েছিলেন আমির। অভিনয়ই ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে পরিবার ও কাছের মানুষদের অনুরোধে ফিরেছেন আবার। তবে জানিয়ে দিয়েছেন, ক্যারিয়ারের শেষ ভাগে আছেন তিনি। তাই আগামী ১০ বছর সবচেয়ে বেশি কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়ে নিজে কাজ করার পাশাপাশি নতুন প্রতিভা তুলে আনার কথাও জানান আমির। হয়ে উঠতে চান নতুনদের জন্য প্ল্যাটফর্ম। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে আমির খানের ‘সিতারে জামিন পার’। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জামিন পার’ পরিচালনা করেছিলেন আমির খান। তবে এর সিকুয়েলটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর এস প্রসন্ন।
বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে আমির খানের নাম। বাণিজ্যিক ঘরানার সঙ্গে সামাজিক প্রভাবের মিশ্রণে গল্প বলার ধরনকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন তিনি। বক্স অফিসে বলিউডের প্রথম ১০০ কোটি, ২০০ কোটি ও ৩০০ কোটির মাইলফলক তাঁর গড়া। আমিরকে বলা হয় মিস্টার পারফেকশনিস্ট। ১৪ মার্চ ৬০ বছর পূর্ণ হবে অভিনেতার। আমির খানের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসবের। ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ শিরোনামের উৎসবটি আয়োজন করেছে ভারতের মাল্টিপ্লেক্স চেইন পিভিআর আইনক্স।
আমির খান: সিনেমা কা জাদুকর উৎসবে প্রদর্শিত হবে আমির খান অভিনীত পাঁচটি সিনেমা। সিনেমাগুলো হলো ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘লগান’, ‘তারে জামিন পার’, ‘থ্রি ইডিয়টস’ ও ‘দঙ্গল’।
পিভিআর আইনক্সের নির্বাহী পরিচালক সঞ্জীব কুমার বিজলি বলেন, ‘ভারতীয় সিনেমার সত্যিকারের একজন মশালবাহক আমির খান। সিনেমায় তাঁর অবদান অনেক। তিনি কখনো ভিন্ন ধারার চিত্রনাট্য বেছে নিতে পিছু হটেননি। ইন্ডাস্ট্রিতে নতুন নতুন মাইলস্টোন সেট করেছেন আমির খান। তাঁকে নিয়ে সিনেমা কি জাদুকর উৎসব আয়োজন করতে পেরে আমরা গর্বিত।’
সঞ্জীব কুমার জানান, ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভারতজুড়ে পিভিআর আইনক্সের থিয়েটারে দেখা যাবে সিনেমাগুলো। এর আগে রাজ কাপুর, অমিতাভ বচ্চনদের মতো অভিনেতাদের সিনেমা নিয়েও আইনক্স আয়োজন করেছিল উৎসবের।
আমিরকে সবশেষে দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। ২০২২ সালে মুক্তির পর সিনেমাটি ব্যর্থ হওয়ায় ভেঙে পড়েছিলেন আমির। অভিনয়ই ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে পরিবার ও কাছের মানুষদের অনুরোধে ফিরেছেন আবার। তবে জানিয়ে দিয়েছেন, ক্যারিয়ারের শেষ ভাগে আছেন তিনি। তাই আগামী ১০ বছর সবচেয়ে বেশি কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়ে নিজে কাজ করার পাশাপাশি নতুন প্রতিভা তুলে আনার কথাও জানান আমির। হয়ে উঠতে চান নতুনদের জন্য প্ল্যাটফর্ম। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে আমির খানের ‘সিতারে জামিন পার’। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জামিন পার’ পরিচালনা করেছিলেন আমির খান। তবে এর সিকুয়েলটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর এস প্রসন্ন।
সিনেমায় তিন খানের একসঙ্গে দেখা পেতে হলে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তবে আমির, সালমান ও শাহরুখকে একসঙ্গে দেখার সুযোগ এসে গেছে। এ মাসেই সৌদি আরবের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা।
৩ ঘণ্টা আগেবাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
১৫ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
১৫ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
১৫ ঘণ্টা আগে