বিনোদন ডেস্ক
দৃশ্য এক
সংবাদ সম্মেলন শুরু হবে। ক্রিস্টিয়ানো রোনালদো চেয়ারে বসলেন। শরীরটাকে পেছনে ঠেলে দিয়ে, চেয়ারে ভর করে, একবার দুলে সোজা হলেন। এখন রোনালদো এমন এক কাণ্ড করে বসবেন, যাতে বিরাট ব্যাপার ঘটে যাবে। টেবিলের কোনায় থাকবে তিনটি বোতল। দুটি কোকাকোলার। আরেকটি পানির। এদিক–ওদিক তাকিয়ে, খুব স্বাভাবিকভাবেই রোনালদো কোকাকোলার বোতল দুটি সরিয়ে, একেবারে ফ্রেমের বাইরে পাঠিয়ে দেবেন।
রোনালদো তা–ই করলেন।
দুনিয়া তোলপাড় হয়ে গেল।
আমেরিকার কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাকোলার খুব ক্ষতি হয়ে গেল কয়েক সেকেন্ডের এই ঘটনায়। শেয়ার ধস হলো। লোকসান হলো বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা। ভাবা যায়!
দেখুন রোনালদোর দুনিয়া তোলপাড় করা সেই ঘটনা
দৃশ্য দুই
একটা মেয়ে এত্তগুলো লাগেজ নিয়ে ট্রেনে উঠল একেবারে শেষ মুহূর্তে। যখন ট্রেন এই-ই ছেড়ে দিলপ্রায়, আরেকটা ছেলের খুব মন খারাপ। ডিপ্রেশনের চূড়ান্ত সীমায়। আজ সে কিছু একটা করেই ফেলবে! এই ছেলেটার সঙ্গে ওই মেয়েটা, যেহেতু সে প্রচণ্ড রকমের বাচাল, এটা–ওটা বলতেই থাকে। বলতেই থাকে। ছেলেটার ভালোই লাগে না।
ছেলেটা ট্রেন থেকে নেমে গিয়েছিল মাঝরাতে। তাকে ফিরিয়ে আনতে গিয়ে মেয়েটা ট্রেন ফেল করে। এসব ঘটনার মধ্য দিয়ে তাদের সম্পর্ক বড় হচ্ছে একটু একটু করে। তারপর তারা খুব ঝক্কি-ঝামেলা করে পরের স্টেশনে গিয়ে ট্রেনটা পায়।
মেয়েটা তো এতক্ষণ চিন্তায় অস্থির ছিল। এবার হাঁফ ছেড়ে বাঁচল।
তারপরই সেই ঘটনাটা।
রোনালদো যা যা করলেন ওই দিন সাইলেন্ট মুডে, তারই যেন সোচ্চার ধারাভাষ্য শহিদ-কারিনার ‘জব উই মেট’–এর একটা সংলাপ।
ওই সিনেমায় কারিনা কাপুর স্টেশনের দোকান থেকে পানির বোতল নিয়ে বলেন, ‘কোলা, সোডা সব আপনি জায়গা পার হ্যায়। পার পানি কা কাম পানি হি কারতা হ্যায়।’ হিন্দি বাক্যটি বোঝাচ্ছে– তৃষ্ণা মেটানোর কাজটা শুধু পানিই করতে পারে। কোকাকোলা কিংবা সোডার কাজ অন্য কিছু।
দুটি দৃশ্যের মধ্যে এই কাকতালীয় মিল খুঁজে বের করেছে ‘বেস্ট ফিল্মস লাইনস’ নামের একটি গ্রুপ। ওই দৃশ্যের স্ক্রিনশট দিয়ে বানানো হয়েছে মিমি। সেটা ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করেছেন কারিনা কাপুর খান।
রোনালদো আর কারিনা। দুটি ঘটনা। একটা বাস্তবে, অন্যটা সিনেমায়। দুই ঘটনার বক্তব্য একই। রোনালদো যেটা করে দেখিয়েছেন। কারিনা সেটা সিনেমায় বলেছেন।
‘জব উই মেট’ ২০০৭ সালের সিনেমা। বানিয়েছেন ইমতিয়াজ আলী। কারিনা কাপুর আর শহিদ কাপুর অভিনয় করেছেন এতে।
দেখুন ‘জব উই মেট’–এর আলোচিত সেই দৃশ্য
দৃশ্য এক
সংবাদ সম্মেলন শুরু হবে। ক্রিস্টিয়ানো রোনালদো চেয়ারে বসলেন। শরীরটাকে পেছনে ঠেলে দিয়ে, চেয়ারে ভর করে, একবার দুলে সোজা হলেন। এখন রোনালদো এমন এক কাণ্ড করে বসবেন, যাতে বিরাট ব্যাপার ঘটে যাবে। টেবিলের কোনায় থাকবে তিনটি বোতল। দুটি কোকাকোলার। আরেকটি পানির। এদিক–ওদিক তাকিয়ে, খুব স্বাভাবিকভাবেই রোনালদো কোকাকোলার বোতল দুটি সরিয়ে, একেবারে ফ্রেমের বাইরে পাঠিয়ে দেবেন।
রোনালদো তা–ই করলেন।
দুনিয়া তোলপাড় হয়ে গেল।
আমেরিকার কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাকোলার খুব ক্ষতি হয়ে গেল কয়েক সেকেন্ডের এই ঘটনায়। শেয়ার ধস হলো। লোকসান হলো বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা। ভাবা যায়!
দেখুন রোনালদোর দুনিয়া তোলপাড় করা সেই ঘটনা
দৃশ্য দুই
একটা মেয়ে এত্তগুলো লাগেজ নিয়ে ট্রেনে উঠল একেবারে শেষ মুহূর্তে। যখন ট্রেন এই-ই ছেড়ে দিলপ্রায়, আরেকটা ছেলের খুব মন খারাপ। ডিপ্রেশনের চূড়ান্ত সীমায়। আজ সে কিছু একটা করেই ফেলবে! এই ছেলেটার সঙ্গে ওই মেয়েটা, যেহেতু সে প্রচণ্ড রকমের বাচাল, এটা–ওটা বলতেই থাকে। বলতেই থাকে। ছেলেটার ভালোই লাগে না।
ছেলেটা ট্রেন থেকে নেমে গিয়েছিল মাঝরাতে। তাকে ফিরিয়ে আনতে গিয়ে মেয়েটা ট্রেন ফেল করে। এসব ঘটনার মধ্য দিয়ে তাদের সম্পর্ক বড় হচ্ছে একটু একটু করে। তারপর তারা খুব ঝক্কি-ঝামেলা করে পরের স্টেশনে গিয়ে ট্রেনটা পায়।
মেয়েটা তো এতক্ষণ চিন্তায় অস্থির ছিল। এবার হাঁফ ছেড়ে বাঁচল।
তারপরই সেই ঘটনাটা।
রোনালদো যা যা করলেন ওই দিন সাইলেন্ট মুডে, তারই যেন সোচ্চার ধারাভাষ্য শহিদ-কারিনার ‘জব উই মেট’–এর একটা সংলাপ।
ওই সিনেমায় কারিনা কাপুর স্টেশনের দোকান থেকে পানির বোতল নিয়ে বলেন, ‘কোলা, সোডা সব আপনি জায়গা পার হ্যায়। পার পানি কা কাম পানি হি কারতা হ্যায়।’ হিন্দি বাক্যটি বোঝাচ্ছে– তৃষ্ণা মেটানোর কাজটা শুধু পানিই করতে পারে। কোকাকোলা কিংবা সোডার কাজ অন্য কিছু।
দুটি দৃশ্যের মধ্যে এই কাকতালীয় মিল খুঁজে বের করেছে ‘বেস্ট ফিল্মস লাইনস’ নামের একটি গ্রুপ। ওই দৃশ্যের স্ক্রিনশট দিয়ে বানানো হয়েছে মিমি। সেটা ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করেছেন কারিনা কাপুর খান।
রোনালদো আর কারিনা। দুটি ঘটনা। একটা বাস্তবে, অন্যটা সিনেমায়। দুই ঘটনার বক্তব্য একই। রোনালদো যেটা করে দেখিয়েছেন। কারিনা সেটা সিনেমায় বলেছেন।
‘জব উই মেট’ ২০০৭ সালের সিনেমা। বানিয়েছেন ইমতিয়াজ আলী। কারিনা কাপুর আর শহিদ কাপুর অভিনয় করেছেন এতে।
দেখুন ‘জব উই মেট’–এর আলোচিত সেই দৃশ্য
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
২ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৭ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৭ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৭ ঘণ্টা আগে