Ajker Patrika

কারিনা কাপুরের এ দৃশ্যটি রোনালদোর ‘কোকাকোলা’–কাণ্ডের সঙ্গে মিলে যায়

বিনোদন ডেস্ক
আপডেট : ২১ জুন ২০২১, ১২: ৫৩
কারিনা কাপুরের এ দৃশ্যটি রোনালদোর ‘কোকাকোলা’–কাণ্ডের সঙ্গে মিলে যায়

দৃশ্য এক

সংবাদ সম্মেলন শুরু হবে। ক্রিস্টিয়ানো রোনালদো চেয়ারে বসলেন। শরীরটাকে পেছনে ঠেলে দিয়ে, চেয়ারে ভর করে, একবার দুলে সোজা হলেন। এখন রোনালদো এমন এক কাণ্ড করে বসবেন, যাতে বিরাট ব্যাপার ঘটে যাবে। টেবিলের কোনায় থাকবে তিনটি বোতল। দুটি কোকাকোলার। আরেকটি পানির। এদিক–ওদিক তাকিয়ে, খুব স্বাভাবিকভাবেই রোনালদো কোকাকোলার বোতল দুটি সরিয়ে, একেবারে ফ্রেমের বাইরে পাঠিয়ে দেবেন।

রোনালদো তা–ই করলেন।

দুনিয়া তোলপাড় হয়ে গেল।

আমেরিকার কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাকোলার খুব ক্ষতি হয়ে গেল কয়েক সেকেন্ডের এই ঘটনায়। শেয়ার ধস হলো। লোকসান হলো বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা। ভাবা যায়!

‘জাব উই মেট’ সিনেমার দৃশ্যে শহীদ-কারিনাদেখুন রোনালদোর দুনিয়া তোলপাড় করা সেই ঘটনা

দৃশ্য দুই

একটা মেয়ে এত্তগুলো লাগেজ নিয়ে ট্রেনে উঠল একেবারে শেষ মুহূর্তে। যখন ট্রেন এই-ই ছেড়ে দিলপ্রায়, আরেকটা ছেলের খুব মন খারাপ। ডিপ্রেশনের চূড়ান্ত সীমায়। আজ সে কিছু একটা করেই ফেলবে! এই ছেলেটার সঙ্গে ওই মেয়েটা, যেহেতু সে প্রচণ্ড রকমের বাচাল, এটা–ওটা বলতেই থাকে। বলতেই থাকে। ছেলেটার ভালোই লাগে না।

ছেলেটা ট্রেন থেকে নেমে গিয়েছিল মাঝরাতে। তাকে ফিরিয়ে আনতে গিয়ে মেয়েটা ট্রেন ফেল করে। এসব ঘটনার মধ্য দিয়ে তাদের সম্পর্ক বড় হচ্ছে একটু একটু করে। তারপর তারা খুব ঝক্কি-ঝামেলা করে পরের স্টেশনে গিয়ে ট্রেনটা পায়।

মেয়েটা তো এতক্ষণ চিন্তায় অস্থির ছিল। এবার হাঁফ ছেড়ে বাঁচল।

তারপরই সেই ঘটনাটা।

রোনালদো যা যা করলেন ওই দিন সাইলেন্ট মুডে, তারই যেন সোচ্চার ধারাভাষ্য শহিদ-কারিনার ‘জব উই মেট’–এর একটা সংলাপ।

কারিনা কাপুরের ইনস্টা স্টোরিওই সিনেমায় কারিনা কাপুর স্টেশনের দোকান থেকে পানির বোতল নিয়ে বলেন, ‘কোলা, সোডা সব আপনি জায়গা পার হ্যায়। পার পানি কা কাম পানি হি কারতা হ্যায়।’ হিন্দি বাক্যটি বোঝাচ্ছে– তৃষ্ণা মেটানোর কাজটা শুধু পানিই করতে পারে। কোকাকোলা কিংবা সোডার কাজ অন্য কিছু।

দুটি দৃশ্যের মধ্যে এই কাকতালীয় মিল খুঁজে বের করেছে ‘বেস্ট ফিল্মস লাইনস’ নামের একটি গ্রুপ। ওই দৃশ্যের স্ক্রিনশট দিয়ে বানানো হয়েছে মিমি। সেটা ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করেছেন কারিনা কাপুর খান।

রোনালদো আর কারিনা। দুটি ঘটনা। একটা বাস্তবে, অন্যটা সিনেমায়। দুই ঘটনার বক্তব্য একই। রোনালদো যেটা করে দেখিয়েছেন। কারিনা সেটা সিনেমায় বলেছেন।

‘জব উই মেট’ ২০০৭ সালের সিনেমা। বানিয়েছেন ইমতিয়াজ আলী। কারিনা কাপুর আর শহিদ কাপুর অভিনয় করেছেন এতে।

দেখুন ‘জব উই মেট’–এর আলোচিত সেই দৃশ্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত