বিনোদন ডেস্ক
‘তারে জমিন পার’ মুক্তির ১৭ বছর পেরিয়ে গেছে। আমির খান পরিচালিত এ সিনেমায় দেখানো হয়েছিল ইশান নামের এক শিশুর গল্প। সে অমনোযোগী, বারবার পরীক্ষায় ফেল করে, মা-বাবার কথা শোনায় আগ্রহ নেই, সমবয়সীদের সঙ্গে মিশতে পারে না। ফলে মা-বাবার শাসন, স্কুলে শিক্ষকদের উপহাস জোটে। এই শিশুর ভাগ্য আমূল বদলে যায় আর্ট শিক্ষক নিকুম্বের কল্যাণে। সে-ই অনুমান করতে পারে ইশানের আসল সমস্যাটা কী! ছাত্র-শিক্ষকের এই গল্প দেখে আবেগপ্রবণ হয়ে পড়েনি, এমন দর্শক কম পাওয়া যাবে।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল তারে জমিন পার। দীর্ঘ সময় পর এর সিকুয়েল নিয়ে আসছেন আমির, নাম রেখেছেন ‘সিতারে জমিন পার’। আমিরের সঙ্গে ইশান নামের শিশুটির ভূমিকায় অভিনয় করেছিল দারশিল। সিকুয়েলে আমিরের সঙ্গে আবার দেখা যাবে তাঁকে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জেনেলিয়া ডি সুজাকে।
সম্প্রতি গুজরাটে ভারতের প্রজাতন্ত্র দিবসের একটি অনুষ্ঠানে অংশ নেন আমির। সেখানে বহুল প্রতীক্ষিত সিতারে জমিন পার সম্পর্কে বেশ কিছু আপডেট শেয়ার করেন তিনি। জানান, গত বছরের ফেব্রুয়ারিতে শুটিং শুরু হয়। এ বছরের ডিসেম্বরে বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আমিরের। ‘লাল সিং চাড্ডা’র বিপর্যয়ের পর প্রেক্ষাগৃহে আমির খানের কামব্যাক সিনেমা হতে পারে সিতারে জমিন পার।
গুজরাটেই সিতারে জমিন পারের বেশির ভাগ অংশের দৃশ্যধারণ হয়েছে। ক্লাইম্যাক্সের শুটিং হয়েছে গুজরাটের ভাদোদারায়। এ লোকেশনের সঙ্গে বিশেষ স্মৃতি রয়েছে আমিরের। তিনি বলেন, ‘আমার বাবার অনেক সিনেমার শুটিং হয়েছে গুজরাটে। ছোটবেলায় বাবার সঙ্গে শুটিংয়ে যেতাম সেখানে। সিতারে জমিন পারের শুটিং করতে গিয়ে তাই নস্টালজিক হয়ে পড়েছিলাম।’
তারে জমিন পার পরিচালনা করেছিলেন আমির খান। তবে সিকুয়েল পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর এস প্রসন্ন। সিতারে জমিন পার নিয়ে আমির বলেন, ‘এটি তারে জমিন পারের সিকুয়েল হলেও গল্প এক নয়। একই থিম নিয়ে গল্প লেখা হয়েছে, তবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। চরিত্রগুলো একই থাকছে। তবে পার্থক্য হলো, তারে জমিন পার সবাইকে কাঁদিয়েছিল, নতুন সিনেমাটি সবাইকে হাসাবে।’
‘তারে জমিন পার’ মুক্তির ১৭ বছর পেরিয়ে গেছে। আমির খান পরিচালিত এ সিনেমায় দেখানো হয়েছিল ইশান নামের এক শিশুর গল্প। সে অমনোযোগী, বারবার পরীক্ষায় ফেল করে, মা-বাবার কথা শোনায় আগ্রহ নেই, সমবয়সীদের সঙ্গে মিশতে পারে না। ফলে মা-বাবার শাসন, স্কুলে শিক্ষকদের উপহাস জোটে। এই শিশুর ভাগ্য আমূল বদলে যায় আর্ট শিক্ষক নিকুম্বের কল্যাণে। সে-ই অনুমান করতে পারে ইশানের আসল সমস্যাটা কী! ছাত্র-শিক্ষকের এই গল্প দেখে আবেগপ্রবণ হয়ে পড়েনি, এমন দর্শক কম পাওয়া যাবে।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল তারে জমিন পার। দীর্ঘ সময় পর এর সিকুয়েল নিয়ে আসছেন আমির, নাম রেখেছেন ‘সিতারে জমিন পার’। আমিরের সঙ্গে ইশান নামের শিশুটির ভূমিকায় অভিনয় করেছিল দারশিল। সিকুয়েলে আমিরের সঙ্গে আবার দেখা যাবে তাঁকে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জেনেলিয়া ডি সুজাকে।
সম্প্রতি গুজরাটে ভারতের প্রজাতন্ত্র দিবসের একটি অনুষ্ঠানে অংশ নেন আমির। সেখানে বহুল প্রতীক্ষিত সিতারে জমিন পার সম্পর্কে বেশ কিছু আপডেট শেয়ার করেন তিনি। জানান, গত বছরের ফেব্রুয়ারিতে শুটিং শুরু হয়। এ বছরের ডিসেম্বরে বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আমিরের। ‘লাল সিং চাড্ডা’র বিপর্যয়ের পর প্রেক্ষাগৃহে আমির খানের কামব্যাক সিনেমা হতে পারে সিতারে জমিন পার।
গুজরাটেই সিতারে জমিন পারের বেশির ভাগ অংশের দৃশ্যধারণ হয়েছে। ক্লাইম্যাক্সের শুটিং হয়েছে গুজরাটের ভাদোদারায়। এ লোকেশনের সঙ্গে বিশেষ স্মৃতি রয়েছে আমিরের। তিনি বলেন, ‘আমার বাবার অনেক সিনেমার শুটিং হয়েছে গুজরাটে। ছোটবেলায় বাবার সঙ্গে শুটিংয়ে যেতাম সেখানে। সিতারে জমিন পারের শুটিং করতে গিয়ে তাই নস্টালজিক হয়ে পড়েছিলাম।’
তারে জমিন পার পরিচালনা করেছিলেন আমির খান। তবে সিকুয়েল পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর এস প্রসন্ন। সিতারে জমিন পার নিয়ে আমির বলেন, ‘এটি তারে জমিন পারের সিকুয়েল হলেও গল্প এক নয়। একই থিম নিয়ে গল্প লেখা হয়েছে, তবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। চরিত্রগুলো একই থাকছে। তবে পার্থক্য হলো, তারে জমিন পার সবাইকে কাঁদিয়েছিল, নতুন সিনেমাটি সবাইকে হাসাবে।’
সিনেমায় তিন খানের একসঙ্গে দেখা পেতে হলে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তবে আমির, সালমান ও শাহরুখকে একসঙ্গে দেখার সুযোগ এসে গেছে। এ মাসেই সৌদি আরবের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা।
৪ ঘণ্টা আগেবাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
১৬ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
১৬ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
১৭ ঘণ্টা আগে