বিনোদন ডেস্ক
‘তারে জমিন পার’ মুক্তির ১৭ বছর পেরিয়ে গেছে। আমির খান পরিচালিত এ সিনেমায় দেখানো হয়েছিল ইশান নামের এক শিশুর গল্প। সে অমনোযোগী, বারবার পরীক্ষায় ফেল করে, মা-বাবার কথা শোনায় আগ্রহ নেই, সমবয়সীদের সঙ্গে মিশতে পারে না। ফলে মা-বাবার শাসন, স্কুলে শিক্ষকদের উপহাস জোটে। এই শিশুর ভাগ্য আমূল বদলে যায় আর্ট শিক্ষক নিকুম্বের কল্যাণে। সে-ই অনুমান করতে পারে ইশানের আসল সমস্যাটা কী! ছাত্র-শিক্ষকের এই গল্প দেখে আবেগপ্রবণ হয়ে পড়েনি, এমন দর্শক কম পাওয়া যাবে।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল তারে জমিন পার। দীর্ঘ সময় পর এর সিকুয়েল নিয়ে আসছেন আমির, নাম রেখেছেন ‘সিতারে জমিন পার’। আমিরের সঙ্গে ইশান নামের শিশুটির ভূমিকায় অভিনয় করেছিল দারশিল। সিকুয়েলে আমিরের সঙ্গে আবার দেখা যাবে তাঁকে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জেনেলিয়া ডি সুজাকে।
সম্প্রতি গুজরাটে ভারতের প্রজাতন্ত্র দিবসের একটি অনুষ্ঠানে অংশ নেন আমির। সেখানে বহুল প্রতীক্ষিত সিতারে জমিন পার সম্পর্কে বেশ কিছু আপডেট শেয়ার করেন তিনি। জানান, গত বছরের ফেব্রুয়ারিতে শুটিং শুরু হয়। এ বছরের ডিসেম্বরে বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আমিরের। ‘লাল সিং চাড্ডা’র বিপর্যয়ের পর প্রেক্ষাগৃহে আমির খানের কামব্যাক সিনেমা হতে পারে সিতারে জমিন পার।
গুজরাটেই সিতারে জমিন পারের বেশির ভাগ অংশের দৃশ্যধারণ হয়েছে। ক্লাইম্যাক্সের শুটিং হয়েছে গুজরাটের ভাদোদারায়। এ লোকেশনের সঙ্গে বিশেষ স্মৃতি রয়েছে আমিরের। তিনি বলেন, ‘আমার বাবার অনেক সিনেমার শুটিং হয়েছে গুজরাটে। ছোটবেলায় বাবার সঙ্গে শুটিংয়ে যেতাম সেখানে। সিতারে জমিন পারের শুটিং করতে গিয়ে তাই নস্টালজিক হয়ে পড়েছিলাম।’
তারে জমিন পার পরিচালনা করেছিলেন আমির খান। তবে সিকুয়েল পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর এস প্রসন্ন। সিতারে জমিন পার নিয়ে আমির বলেন, ‘এটি তারে জমিন পারের সিকুয়েল হলেও গল্প এক নয়। একই থিম নিয়ে গল্প লেখা হয়েছে, তবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। চরিত্রগুলো একই থাকছে। তবে পার্থক্য হলো, তারে জমিন পার সবাইকে কাঁদিয়েছিল, নতুন সিনেমাটি সবাইকে হাসাবে।’
‘তারে জমিন পার’ মুক্তির ১৭ বছর পেরিয়ে গেছে। আমির খান পরিচালিত এ সিনেমায় দেখানো হয়েছিল ইশান নামের এক শিশুর গল্প। সে অমনোযোগী, বারবার পরীক্ষায় ফেল করে, মা-বাবার কথা শোনায় আগ্রহ নেই, সমবয়সীদের সঙ্গে মিশতে পারে না। ফলে মা-বাবার শাসন, স্কুলে শিক্ষকদের উপহাস জোটে। এই শিশুর ভাগ্য আমূল বদলে যায় আর্ট শিক্ষক নিকুম্বের কল্যাণে। সে-ই অনুমান করতে পারে ইশানের আসল সমস্যাটা কী! ছাত্র-শিক্ষকের এই গল্প দেখে আবেগপ্রবণ হয়ে পড়েনি, এমন দর্শক কম পাওয়া যাবে।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল তারে জমিন পার। দীর্ঘ সময় পর এর সিকুয়েল নিয়ে আসছেন আমির, নাম রেখেছেন ‘সিতারে জমিন পার’। আমিরের সঙ্গে ইশান নামের শিশুটির ভূমিকায় অভিনয় করেছিল দারশিল। সিকুয়েলে আমিরের সঙ্গে আবার দেখা যাবে তাঁকে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জেনেলিয়া ডি সুজাকে।
সম্প্রতি গুজরাটে ভারতের প্রজাতন্ত্র দিবসের একটি অনুষ্ঠানে অংশ নেন আমির। সেখানে বহুল প্রতীক্ষিত সিতারে জমিন পার সম্পর্কে বেশ কিছু আপডেট শেয়ার করেন তিনি। জানান, গত বছরের ফেব্রুয়ারিতে শুটিং শুরু হয়। এ বছরের ডিসেম্বরে বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আমিরের। ‘লাল সিং চাড্ডা’র বিপর্যয়ের পর প্রেক্ষাগৃহে আমির খানের কামব্যাক সিনেমা হতে পারে সিতারে জমিন পার।
গুজরাটেই সিতারে জমিন পারের বেশির ভাগ অংশের দৃশ্যধারণ হয়েছে। ক্লাইম্যাক্সের শুটিং হয়েছে গুজরাটের ভাদোদারায়। এ লোকেশনের সঙ্গে বিশেষ স্মৃতি রয়েছে আমিরের। তিনি বলেন, ‘আমার বাবার অনেক সিনেমার শুটিং হয়েছে গুজরাটে। ছোটবেলায় বাবার সঙ্গে শুটিংয়ে যেতাম সেখানে। সিতারে জমিন পারের শুটিং করতে গিয়ে তাই নস্টালজিক হয়ে পড়েছিলাম।’
তারে জমিন পার পরিচালনা করেছিলেন আমির খান। তবে সিকুয়েল পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর এস প্রসন্ন। সিতারে জমিন পার নিয়ে আমির বলেন, ‘এটি তারে জমিন পারের সিকুয়েল হলেও গল্প এক নয়। একই থিম নিয়ে গল্প লেখা হয়েছে, তবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। চরিত্রগুলো একই থাকছে। তবে পার্থক্য হলো, তারে জমিন পার সবাইকে কাঁদিয়েছিল, নতুন সিনেমাটি সবাইকে হাসাবে।’
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১৩ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৬ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৮ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২১ ঘণ্টা আগে