আজকের পত্রিকা ডেস্ক
নামাজ না পড়লেও রোজা ও জাকাত আদায় করেন বলিউডের মুসলিম চলচ্চিত্র নির্মাতা ও ড্যান্স কোরিওগ্রাফার ফারাহ খান। দিনে পাঁচবার নামাজ না পড়লেও নিজেকে ভালো মুসলিম ও ভালো মানুষ দাবি করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম রেডিফের লাইভ চ্যাটে ভক্ত–অনুরাগীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ফারাহ। এ সময় তিনি শাহরুখ খান, সালমান খানসহ বলিউডে অন্য অন্য মুসলিম তারকাদের ধর্মীয় বিশ্বাস ও চর্চা নিয়েও কথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রেডিফের অনুষ্ঠানে ফারাহ খানকে তাঁর এক ভক্ত প্রশ্ন করেন, তিনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন কিনা। পাশাপাশি ইসলামি বিধান অনুযায়ী দিনে পাঁচবার নামাজ পড়া এবং রোজা রাখার মতো বিষয়গুলো মেনে চলেন কিনা।
উত্তরে ফারাহ খান বলেন, ‘আমি নামাজ পড়ি না। কিন্তু রমজানে রোজা রাখি এবং আমার আয়ের ৫ শতাংশ আমি দান করি, যাকে ইসলামে জাকাত বলা হয়। আমি সৎ থাকা এবং মানুষের সঙ্গে সদ্ব্যবহার করার চেষ্টা করি। সর্বোচ্চ পরিশ্রম করি। আর আমি মনে করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েও এসবের কোনো কিছু না করার চেয়ে এটা ভালো।’
এ সময় ওই ভক্ত তাঁর কাছে শাহরুখ খান, সালমান খান, তাবাসসুম ফাতিমা হাশমি ওরফে টাবুসহ বলিউডের অন্য মুসলিম তারকাদের ধর্মীয় জীবন নিয়ে জানতে চান। উত্তরে ফারাহ বলেন, ‘শাহরুখ খুবই ভালো মানুষ। তিনিও প্রচুর দান করেন। এ ছাড়া ইন্ডাস্ট্রির ভেতর–বাইরের প্রচুর মানুষকে তিনি যে কোনো দরকারে সাধ্য মতো সাহায্য করেন। টাবু আমার খুব ভালো বন্ধু। তার ব্যাপারে বলতে পারি, সে নিয়মিত নামাজ পড়ে এবং সেও খুব ভালো মানুষ। আর সালমানের ব্যাপারে আমি খুব ভালো জানি না। তবে, এটুকু বলতে পারি, যখনই কারও কোনো প্রয়োজন হয়, তিনি সাহায্যের জন্য প্রস্তুত থাকেন। আমি মনে করি, মানুষ জীবনচর্চায় কতটা ধার্মিক, তার চেয়ে এই গুণগুলো থাকা বেশি জরুরি।’
নামাজ না পড়লেও রোজা ও জাকাত আদায় করেন বলিউডের মুসলিম চলচ্চিত্র নির্মাতা ও ড্যান্স কোরিওগ্রাফার ফারাহ খান। দিনে পাঁচবার নামাজ না পড়লেও নিজেকে ভালো মুসলিম ও ভালো মানুষ দাবি করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম রেডিফের লাইভ চ্যাটে ভক্ত–অনুরাগীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ফারাহ। এ সময় তিনি শাহরুখ খান, সালমান খানসহ বলিউডে অন্য অন্য মুসলিম তারকাদের ধর্মীয় বিশ্বাস ও চর্চা নিয়েও কথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রেডিফের অনুষ্ঠানে ফারাহ খানকে তাঁর এক ভক্ত প্রশ্ন করেন, তিনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন কিনা। পাশাপাশি ইসলামি বিধান অনুযায়ী দিনে পাঁচবার নামাজ পড়া এবং রোজা রাখার মতো বিষয়গুলো মেনে চলেন কিনা।
উত্তরে ফারাহ খান বলেন, ‘আমি নামাজ পড়ি না। কিন্তু রমজানে রোজা রাখি এবং আমার আয়ের ৫ শতাংশ আমি দান করি, যাকে ইসলামে জাকাত বলা হয়। আমি সৎ থাকা এবং মানুষের সঙ্গে সদ্ব্যবহার করার চেষ্টা করি। সর্বোচ্চ পরিশ্রম করি। আর আমি মনে করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েও এসবের কোনো কিছু না করার চেয়ে এটা ভালো।’
এ সময় ওই ভক্ত তাঁর কাছে শাহরুখ খান, সালমান খান, তাবাসসুম ফাতিমা হাশমি ওরফে টাবুসহ বলিউডের অন্য মুসলিম তারকাদের ধর্মীয় জীবন নিয়ে জানতে চান। উত্তরে ফারাহ বলেন, ‘শাহরুখ খুবই ভালো মানুষ। তিনিও প্রচুর দান করেন। এ ছাড়া ইন্ডাস্ট্রির ভেতর–বাইরের প্রচুর মানুষকে তিনি যে কোনো দরকারে সাধ্য মতো সাহায্য করেন। টাবু আমার খুব ভালো বন্ধু। তার ব্যাপারে বলতে পারি, সে নিয়মিত নামাজ পড়ে এবং সেও খুব ভালো মানুষ। আর সালমানের ব্যাপারে আমি খুব ভালো জানি না। তবে, এটুকু বলতে পারি, যখনই কারও কোনো প্রয়োজন হয়, তিনি সাহায্যের জন্য প্রস্তুত থাকেন। আমি মনে করি, মানুষ জীবনচর্চায় কতটা ধার্মিক, তার চেয়ে এই গুণগুলো থাকা বেশি জরুরি।’
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ চলচ্চিত্রের গান ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’ শুনে কার মন না নেচে উঠেছে! এমন অনেক গানের সুরে শ্রোতাদের মন মাতিয়ে চলেছেন গায়ক কুমার শানু। গানের জন্য যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি ব্যক্তিজীবন নিয়ে হয়েছেন সমালোচিত।
৬ ঘণ্টা আগেফিলিস্তিনবিরোধী অবস্থানের কারণে নিজের এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা। চলতি বছর জুলাইয়ে গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে ফিলিস্তিনপন্থী আইরিশ র্যাপ ব্যান্ড নিক্যাপকে কনসার্টের লাইন আপ থেকে বাদ দিতে আয়োজকদের কাছে পাঠানো একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন লেভি।
৮ ঘণ্টা আগেমডেলিংয়ে ক্যারিয়ার শুরু সুনেরাহ বিনতে কামালের। ২০১৯ সালে তানিম রহমান অংশুর ‘ন ডরাই’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু তাঁর। অভিষেকে বাজিমাত করেছেন, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। টিভিতে তাঁর প্রথম নাটক ‘শূন্য থেকে শুরু’। ২০২২ সালের নাটকটিতে তিনি অভিনয় করেছিলেন তাহসানের সঙ্গে...
১১ ঘণ্টা আগেকানিজ নীরার উপস্থাপনায় বিটিভিতে প্রচারিত হচ্ছে বাংলা গানের বিবর্তন নিয়ে অনুষ্ঠান ‘স্মৃতিময় গানগুলো’। অনুষ্ঠানের গবেষক ও আলোচক হিসেবে থাকছেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। গত রোববার বিটিভির স্টুডিওতে হয়ে গেল অনুষ্ঠানটির নতুন পর্বের শুটিং।
১১ ঘণ্টা আগে