Ajker Patrika

পূজা হেগড়েকে হত্যার হুমকি: যা জানালেন অভিনেত্রীর প্রতিনিধি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৪: ৫০
পূজা হেগড়েকে হত্যার হুমকি: যা জানালেন অভিনেত্রীর প্রতিনিধি

গতকাল বুধবার বলিউড অভিনেত্রী পূজা হেগড়েকে হত্যার হুমকির খবর ছড়িয়ে পড়ে সবখানে। ভারতের জনপ্রিয় পাপারাজ্জি প্রোফাইল ‘ভাইরাল ভায়ানি’র অফিশিয়াল ইনস্টাগ্রামে তুলে ধরা হয় খবরটি। সেখানে জানানো হয়, দুবাইয়ে এক ক্লাবে উত্তপ্ত তর্কবিতর্কের পর অভিনেত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সঙ্গে বলা হয়, হুমকির মুখে ভারতে ফিরে এসেছেন তিনি।

সংবাদটি ছড়িয়ে পড়াতেই পূজা হেগড়ের ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন। সংবাদটি শেয়ার করে একজন লিখেছেন, ‘এটি মোটেও ভালো কাজ নয়।’ কেউ আবার লিখেছেন, ‘ওহ গড! দয়া করে নিরাপদে ভারতে পৌঁছান।’ অনেকেই জিজ্ঞাসা করেন অভিনেত্রী ভালো আছেন কি না।

তবে অভিনেত্রীর টিম এখনো পর্যন্ত কিছু স্পষ্ট করেনি যে এমন কোনো ঘটনা ঘটেছে কি না। অভিনেত্রীর একজন প্রতিনিধি ফ্রি প্রেস জার্নালকে বলেন, ‘আমরা জানি না কারা এই ভুয়া খবর রটাতে শুরু করেছে। এটা সম্পূর্ণ অসত্য।’ এবং ঘটনা চারদিকে যখনই ছড়িয়ে পড়ে, পাপারাজ্জি প্রোফাইল থেকেও পোস্টটি মুছে ফেলা হয়েছে।’

সালমানের সঙ্গে পূজা। ছবি: সংগৃহীতউল্লেখ্য, পূজা হেগড়েকে সবশেষ দেখা গেছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায়। তবে বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি সিনেমাটি। পূজাকে ‘দেবা’ শিরোনামে অ্যাকশন থ্রিলারে শহিদ কাপুরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। এটি পরিচালনা করছেন রোশন অ্যান্ড্রুজ এবং প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রায় কাপুর ও জি স্টুডিওস। আগামী বছরের ১১ অক্টোবর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দেবার পাশাপাশি পূজা হেগড়ের ঝুলিতে আছে ‘হাউসফুল ৫’। এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমায় অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, জন আব্রাহামের, অভিষেক বচ্চন, ববি দেওল, কৃতী শ্যানন, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি এবং চাঙ্কি পান্ডেসহ একঝাঁক কলাকুশলী রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত