Ajker Patrika

শিজানের মাদকের টাকাও দিতেন তুনিশা, দাবি মায়ের

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৭: ৩৬
শিজানের মাদকের টাকাও দিতেন তুনিশা, দাবি মায়ের

গত বছরের ২৪ ডিসেম্বর মুম্বাইয়ের পালঘর জেলার ভাসাইতে একটি সিরিয়ালের শুটিং সেটের ওয়াশরুম থেকে অভিনেত্রী তুনিশা শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তুনিশার মায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক এবং সহ-অভিনেতা শিজান মোহাম্মদ খানকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ নিয়ে দুই পরিবারেই পাল্টাপাল্টি অভিযোগ তোলা হচ্ছে। এ নিয়ে উভয় পরিবার সংবাদ সম্মেলনও করেছে। এবার শিজানের পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করল তুনিশার পরিবার। তাদের অভিযোগ, শিজান তুনিশাকে মাদক গ্রহণে বাধ্য করতেন। 

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

কয়েক দিন ধরেই তুনিশা ও শিজানের পরিবার একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছে। এবারের সংবাদ সম্মেলনে শিজানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল তুনিশার পরিবার। সংবাদ সম্মেলনে তুনিশার মা বলেন, ‘তুনিশা তার বন্ধুদের জানিয়েছিল, শিজান নিয়মিত মাদক গ্রহণ করে। শিজান তুনিশাকে মাদক গ্রহণ করতে বাধ্য করেছিল।’ তুনিশার মা আরও দাবি করেন, ‘শিজানের কারণে তুনিশা ধূমপানও শুরু করে।’ 

শিজানের পরিবার তুনিশাকে ব্যবহার করত বলেও অভিযোগ করেন তুনিশার মা। তিনি বলেন, ‘গত তিন-চার মাস শিজানের পরিবারের সঙ্গে তুনিশার ঘনিষ্ঠতা বাড়ে।’ তুনিশার মা বনিতা শর্মা আরও দাবি করেন, ‘শিজানের জন্য মাদকের পেছনে অথবা শিজানের পরিবারের জন্য তুনিশা তার তিন লাখ রুপি খরচ করে থাকতে পারে।’

সর্বশেষ খবর অনুসারে, গতকাল শনিবার ভাসাই আদালতে শিজান খানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। শিজানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্র জানান, তুনিশার মায়ের শহরের বাইরে থাকার কারণেই এই দেরি হয়েছে। 

তুনিশা সনি টিভি শো ‘মহারানা প্রতাপ’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। ‘আলী বাবা দাস্তান-ই-কাবুল’ ধারাবাহিকে শেহজাদি মরিয়মের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর থেকে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এনসিটিবি: পাঠ্যবইয়ে আবার পরিবর্তন আসছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত