গত বছরের ২৪ ডিসেম্বর মুম্বাইয়ের পালঘর জেলার ভাসাইতে একটি সিরিয়ালের শুটিং সেটের ওয়াশরুম থেকে অভিনেত্রী তুনিশা শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তুনিশার মায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক এবং সহ-অভিনেতা শিজান মোহাম্মদ খানকে গ্রেপ্তার করে পুলিশ।
এ নিয়ে দুই পরিবারেই পাল্টাপাল্টি অভিযোগ তোলা হচ্ছে। এ নিয়ে উভয় পরিবার সংবাদ সম্মেলনও করেছে। এবার শিজানের পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করল তুনিশার পরিবার। তাদের অভিযোগ, শিজান তুনিশাকে মাদক গ্রহণে বাধ্য করতেন।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কয়েক দিন ধরেই তুনিশা ও শিজানের পরিবার একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছে। এবারের সংবাদ সম্মেলনে শিজানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল তুনিশার পরিবার। সংবাদ সম্মেলনে তুনিশার মা বলেন, ‘তুনিশা তার বন্ধুদের জানিয়েছিল, শিজান নিয়মিত মাদক গ্রহণ করে। শিজান তুনিশাকে মাদক গ্রহণ করতে বাধ্য করেছিল।’ তুনিশার মা আরও দাবি করেন, ‘শিজানের কারণে তুনিশা ধূমপানও শুরু করে।’
শিজানের পরিবার তুনিশাকে ব্যবহার করত বলেও অভিযোগ করেন তুনিশার মা। তিনি বলেন, ‘গত তিন-চার মাস শিজানের পরিবারের সঙ্গে তুনিশার ঘনিষ্ঠতা বাড়ে।’ তুনিশার মা বনিতা শর্মা আরও দাবি করেন, ‘শিজানের জন্য মাদকের পেছনে অথবা শিজানের পরিবারের জন্য তুনিশা তার তিন লাখ রুপি খরচ করে থাকতে পারে।’
সর্বশেষ খবর অনুসারে, গতকাল শনিবার ভাসাই আদালতে শিজান খানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। শিজানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্র জানান, তুনিশার মায়ের শহরের বাইরে থাকার কারণেই এই দেরি হয়েছে।
তুনিশা সনি টিভি শো ‘মহারানা প্রতাপ’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। ‘আলী বাবা দাস্তান-ই-কাবুল’ ধারাবাহিকে শেহজাদি মরিয়মের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর থেকে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেন।
গত বছরের ২৪ ডিসেম্বর মুম্বাইয়ের পালঘর জেলার ভাসাইতে একটি সিরিয়ালের শুটিং সেটের ওয়াশরুম থেকে অভিনেত্রী তুনিশা শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তুনিশার মায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক এবং সহ-অভিনেতা শিজান মোহাম্মদ খানকে গ্রেপ্তার করে পুলিশ।
এ নিয়ে দুই পরিবারেই পাল্টাপাল্টি অভিযোগ তোলা হচ্ছে। এ নিয়ে উভয় পরিবার সংবাদ সম্মেলনও করেছে। এবার শিজানের পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করল তুনিশার পরিবার। তাদের অভিযোগ, শিজান তুনিশাকে মাদক গ্রহণে বাধ্য করতেন।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কয়েক দিন ধরেই তুনিশা ও শিজানের পরিবার একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছে। এবারের সংবাদ সম্মেলনে শিজানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল তুনিশার পরিবার। সংবাদ সম্মেলনে তুনিশার মা বলেন, ‘তুনিশা তার বন্ধুদের জানিয়েছিল, শিজান নিয়মিত মাদক গ্রহণ করে। শিজান তুনিশাকে মাদক গ্রহণ করতে বাধ্য করেছিল।’ তুনিশার মা আরও দাবি করেন, ‘শিজানের কারণে তুনিশা ধূমপানও শুরু করে।’
শিজানের পরিবার তুনিশাকে ব্যবহার করত বলেও অভিযোগ করেন তুনিশার মা। তিনি বলেন, ‘গত তিন-চার মাস শিজানের পরিবারের সঙ্গে তুনিশার ঘনিষ্ঠতা বাড়ে।’ তুনিশার মা বনিতা শর্মা আরও দাবি করেন, ‘শিজানের জন্য মাদকের পেছনে অথবা শিজানের পরিবারের জন্য তুনিশা তার তিন লাখ রুপি খরচ করে থাকতে পারে।’
সর্বশেষ খবর অনুসারে, গতকাল শনিবার ভাসাই আদালতে শিজান খানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। শিজানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্র জানান, তুনিশার মায়ের শহরের বাইরে থাকার কারণেই এই দেরি হয়েছে।
তুনিশা সনি টিভি শো ‘মহারানা প্রতাপ’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। ‘আলী বাবা দাস্তান-ই-কাবুল’ ধারাবাহিকে শেহজাদি মরিয়মের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর থেকে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেন।
সু ফ্রম সোর নির্মাতা জেপি থুমিনাডকে ডেকে তাঁর সঙ্গে দেখা করেছেন অজয়। নির্মাতা তাঁকে নতুন সিনেমার গল্প শুনিয়েছেন। গল্প বেশ মনে ধরেছে অজয়ের। সব ঠিক থাকলে এই কন্নড় নির্মাতার নতুন হরর কমেডিতে দেখা যাবে অজয় দেবগনকে।
৩৩ মিনিট আগেআগন্তুক সিনেমার গল্প কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলদের সংসার। অনেকদিন ধরে নিখোঁজ কাজলের বাবা হঠাৎ একদিন ফিরে এলে শুরু হয় টানাপোড়েন।
১ ঘণ্টা আগেস্বাধীনতার পরপরই জন্মস্থান চট্টগ্রামে শুরু হয় নকীব খানের সংগীতের যাত্রা। বালার্ক ব্যান্ডের গায়ক, পিয়ানিস্ট ও শিল্পী হিসেবে তাঁর আত্মপ্রকাশ। ১৯৭৪ সালে যোগ দেন সোলসে। এ ব্যান্ডে প্রায় ১০ বছর ছিলেন নকীব খান। বাবা মারা যাওয়ার পর চট্টগ্রাম ছেড়ে চলে আসেন ঢাকায়।
৮ ঘণ্টা আগেএক নারী উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা স্বাধীন খসরু। সাধারণ নেটিজেনদের পাশাপাশি শোবিজের শিল্পীরাও স্বাধীন খসরুর সেই মন্তব্য মেনে নিতে পারছেন না। অনেকে অভিনয়শিল্পী সংঘ থেকে তাঁকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
৮ ঘণ্টা আগে