Ajker Patrika

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৪ মে ২০২৫, ০৯: ১৩
‘আশিকী’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়াল। ছবি: সংগৃহীত
‘আশিকী’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়াল। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।

ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে অনু আগারওয়াল বলেন, ‘অনেকে এটা জানে না, হয়তো অজ্ঞতা বা সচেতনতার অভাবেই। কিন্তু প্রস্রাব পান করা আসলে যোগব্যায়ামের একটি অনুশীলন। আমি নিজে এটা করেছি। এটা খুব গুরুত্বপূর্ণ এক চর্চা। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে—সম্পূর্ণ প্রস্রাব পান করা হয় না, প্রসাবের নির্দিষ্ট একটি অংশ যেটা অমৃত হিসেবে ধরা হয়। এটি অ্যান্টি-এজিং বা বয়সনিরোধক, ত্বকে বলিরেখা দূর করে এবং সামগ্রিক সুস্থতার জন্য খুবই উপকারী। আমি নিজে এর সুফল পেয়েছি।’

বিজ্ঞানের পক্ষ থেকে এ বিষয়ে যথেষ্ট প্রমাণ না থাকা প্রসঙ্গে অনুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিজ্ঞান কত পুরোনো? ২০০ বছরের। আর যোগব্যায়াম? ১০ হাজার বছর ধরে চলছে। তাহলে আপনি কার কথা শুনবেন? আমি সম্পূর্ণরূপে এর পক্ষে।’

অভিনেত্রী অনু আগারওয়াল। ছবি: সংগৃহীত
অভিনেত্রী অনু আগারওয়াল। ছবি: সংগৃহীত

এদিকে পরেশ রাওয়াল ‘দ্য লালনটপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, অভিনেতা অজয় দেবগণের বাবা বীরু দেবগণ তাঁকে নিজের প্রস্রাব সকালে খালি পেটে পান করার পরামর্শ দিয়েছিলেন।

পরেশ বলেন, ‘বীরুজি আমাকে দেখতে এসেছিলেন, যখন আমি নানাবতি হাসপাতালে ছিলাম। উনি এসে জিজ্ঞেস করলেন, কী হয়েছে? আমি বললাম, আমার পায়ে ব্যথা। তিনি বললেন, ‘‘নিজের প্রস্রাব সকালে প্রথমে পান করো। সব যোদ্ধাই এটা করে। এতে শরীরে কোনো সমস্যা হবে না। শুধু সকালে প্রস্রাব খাও। মদ খাবে না, আমি তো ছেড়েই দিয়েছিলাম, খাসির মাংস, তামাক—কিছুই না। শুধু সাধারণ খাবার খাবে আর সকালে প্রস্রাব।’”

তবে পরেশ রাওয়ালের এই বক্তব্য নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ সিরিয়াক অ্যাবি ফিলিপস। ‘দ্য লিভার ডক’ নামে পরিচিত এই চিকিৎসক বলেন, ‘কোনো বলিউড অভিনেতা বলেছেন বলে নিজের (অথবা অন্যের) প্রস্রাব পান করবেন না। এ বিষয়ে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে প্রস্রাব পান করলে স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিসিএসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন, নেই মুক্তিযুদ্ধ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ও নিখোঁজ বহু

স্বামীকে হত্যার পর ইয়াবা সেবন করে লাশ টুকরো করেন স্ত্রী ও প্রেমিক

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ

সমুদ্রের নিচে উদ্বেগজনক কিছু নজরে এল বিজ্ঞানীদের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত