গত ৭ অক্টোবরের পর থেকেই অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চল গাজার বিভিন্ন স্থানে থেমে থেমে হামলা চালাচ্ছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। এসব হামলায় যত না বেশি হামাস সদস্য মারা যাচ্ছেন, তার চেয়ে বেশি প্রাণহানি হচ্ছে বেসামরিক নাগরিকের। যুদ্ধের গত ১৪ দিনে এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই সংঘাত থেকে কেউই আর যেন মুখ ফিরিয়ে থাকতে পারছেন না। পক্ষ নিচ্ছেন, প্রতিবাদ করছেন।
অত্যাচার, নিষ্ঠুরতা, ভয়াবহতার সেই ছবি দেখে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ইনস্টাগ্রামে শিশুকন্যার সঙ্গে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন স্বরা ভাস্কর। সেখানেই তিনি লিখেছেন, আজ যদি তাঁর কন্যা ভারতে না জন্মে গাজায় জন্মাত, তাহলে তিনি তাকে কীভাবে বাঁচাতেন? তিনি এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘যে কোনো মা, বিশেষ করে যাঁরা সদ্যই মা হয়েছেন তাঁরা জানেন নিজেদের ছোট্ট সন্তানের দিকে তাকিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন আনন্দের, পরিপূর্ণতার অনুভূতি নিয়ে। আমিও তাই, কিন্তু একই সঙ্গে জানি, আজ আমার মতো আরও অনেক মা শিউরে উঠছেন, এই ভয়াবহ ভাবনা থেকে নিজেদের সরিয়ে রাখতে পারছেন না।’
তিনি আরও লিখেছেন, ‘আমি আমার মেয়ের শান্ত ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভাবি, আজ যদি সে গাজায় জন্মাত, তাহলে আমি তাকে কীভাবে বড় করতাম। আমি চাই না ওকে কখনো এমন কিছুতে পড়তে হোক। ও অনেক ভাগ্যবান যে ভারতে জন্মেছে, গাজায় যে শিশুরা জন্মেছে, সেটা যেন তাঁদের কাছে অভিশাপ, ওদের রোজ মারা যেতে হচ্ছে একটা পরাধীনতার আকাশের নিচে।’
পরিশেষে তিনি লিখেছেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, উনি যেন সমস্ত যন্ত্রণা থেকে গাজার শিশুদের রক্ষা করেন। কারণ এই পৃথিবী ওদের বাঁচাবে না।’
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে স্বরা বিয়ে করেন সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে। এরপর গত ২৩ সেপ্টেম্বর স্বরা ও ফাহাদের সংসারে তাঁদের নতুন সদস্য, তাঁদের মেয়ে রাবিয়া জন্ম নেয়।
২০০৯ সালে ‘মাধোলাল কিপ ওয়াকিং’ সিনেমায় সহ-অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় স্বরার। অবশ্য সেটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। বাণিজ্যিকভাবে সফল প্রথম সিনেমা রোমান্টিক কমেডি ‘তনু ওয়েডস মনু’। মুক্তি পায় ২০১১ সালে। এতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি পান। সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পান তিনি।
গত ৭ অক্টোবরের পর থেকেই অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চল গাজার বিভিন্ন স্থানে থেমে থেমে হামলা চালাচ্ছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী। এসব হামলায় যত না বেশি হামাস সদস্য মারা যাচ্ছেন, তার চেয়ে বেশি প্রাণহানি হচ্ছে বেসামরিক নাগরিকের। যুদ্ধের গত ১৪ দিনে এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই সংঘাত থেকে কেউই আর যেন মুখ ফিরিয়ে থাকতে পারছেন না। পক্ষ নিচ্ছেন, প্রতিবাদ করছেন।
অত্যাচার, নিষ্ঠুরতা, ভয়াবহতার সেই ছবি দেখে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ইনস্টাগ্রামে শিশুকন্যার সঙ্গে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন স্বরা ভাস্কর। সেখানেই তিনি লিখেছেন, আজ যদি তাঁর কন্যা ভারতে না জন্মে গাজায় জন্মাত, তাহলে তিনি তাকে কীভাবে বাঁচাতেন? তিনি এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘যে কোনো মা, বিশেষ করে যাঁরা সদ্যই মা হয়েছেন তাঁরা জানেন নিজেদের ছোট্ট সন্তানের দিকে তাকিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন আনন্দের, পরিপূর্ণতার অনুভূতি নিয়ে। আমিও তাই, কিন্তু একই সঙ্গে জানি, আজ আমার মতো আরও অনেক মা শিউরে উঠছেন, এই ভয়াবহ ভাবনা থেকে নিজেদের সরিয়ে রাখতে পারছেন না।’
তিনি আরও লিখেছেন, ‘আমি আমার মেয়ের শান্ত ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভাবি, আজ যদি সে গাজায় জন্মাত, তাহলে আমি তাকে কীভাবে বড় করতাম। আমি চাই না ওকে কখনো এমন কিছুতে পড়তে হোক। ও অনেক ভাগ্যবান যে ভারতে জন্মেছে, গাজায় যে শিশুরা জন্মেছে, সেটা যেন তাঁদের কাছে অভিশাপ, ওদের রোজ মারা যেতে হচ্ছে একটা পরাধীনতার আকাশের নিচে।’
পরিশেষে তিনি লিখেছেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, উনি যেন সমস্ত যন্ত্রণা থেকে গাজার শিশুদের রক্ষা করেন। কারণ এই পৃথিবী ওদের বাঁচাবে না।’
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে স্বরা বিয়ে করেন সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে। এরপর গত ২৩ সেপ্টেম্বর স্বরা ও ফাহাদের সংসারে তাঁদের নতুন সদস্য, তাঁদের মেয়ে রাবিয়া জন্ম নেয়।
২০০৯ সালে ‘মাধোলাল কিপ ওয়াকিং’ সিনেমায় সহ-অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় স্বরার। অবশ্য সেটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। বাণিজ্যিকভাবে সফল প্রথম সিনেমা রোমান্টিক কমেডি ‘তনু ওয়েডস মনু’। মুক্তি পায় ২০১১ সালে। এতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক পরিচিতি পান। সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পান তিনি।
সোমবার দুপুরে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করে পরিণীতি ও রাঘব জানিয়েছেন, শিগগিরই তাঁদের সংসারে আসছে নতুন অতিথি। এই ঘোষণার পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হবু মা-বাবা।
৩৪ মিনিট আগেঈদ ছাড়া এখন সিনেমা মুক্তি দেওয়ার সাহস করেন না নির্মাতারা। তাই ঈদ ছাড়া বছরের বাকি সময়টা বন্ধ থাকে বেশির ভাগ হল। আর চালু থাকা হলগুলোর ভরসা পুরোনো সিনেমা। গত কোরবানির ঈদ উপলক্ষে ৭ জুন মুক্তি পেয়েছিল ছয়টি সিনেমা। পরের তিন মাসে আলোর মুখ দেখেছে মাত্র চারটি সিনেমা।
৮ ঘণ্টা আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ও টেলিফিল্ম। ফিরোজ আহমেদ বানিয়েছেন নাটক ‘আলেয়া’ এবং ‘প্রিয় এমন রাত’ নামের টেলিফিল্ম পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার।
৮ ঘণ্টা আগেখুরশীদ আলম ও লীনু বিল্লাহ—দুজনই পেশাদার শিল্পী। দুজনেরই রয়েছে দীর্ঘ সংগীত ক্যারিয়ার। গত মাসে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তাঁরা জানান, ভালো বন্ধু হলেও দীর্ঘ ক্যারিয়ারে একসঙ্গে গান গাওয়া হয়নি তাঁদের। দুজনেরই খুব ইচ্ছা ছিল একসঙ্গে গাওয়ার। এখনো সেই স্বপ্ন লালন করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে