ভারতের টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদ পোশাকের কারণে খুবই আলোচিত। বিচিত্র পোশাকের জন্য প্রায়ই তিনি হোন সংবাদের শিরোনাম। এবার তার বিতর্কিত পোশাক নিয়ে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।
সম্প্রতি কারিনা কাপুরের শো মির্চি প্লাস-এ অতিথি হয়ে এসেছিলেন রণবীর কাপুর। উদ্দেশ্য নিজের সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর প্রচারণা। সেখানেই কারিনা প্রশ্ন করেন রণবীরকে, উরফিকে তিনি চেনেন কিনা? এতে সম্মতি জানান অভিনেতা। এরপরই উরফির পোশাক নিয়ে জানতে চান কারিনা। কৌশলে উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন রণবীর। কিন্তু এরপরই রণবীরকে এক কথায় উত্তর দিতে বলেন কারিনা। কারিনা প্রশ্ন রাখেন উরফি পোশাক কি ভালো রুচির পরিচয় বহন করে, না কি তা নিম্ন রুচির পরিচয় বহন করে? এমন প্রশ্নে খুব বেশি সময় না নিয়েই রণবীরের উত্তর নিম্ন রুচির পরিচয় বহন করে উরফির পোশাক।
যদিও রণবীরের এই মন্তব্যে এখনো কোনও পাল্টা প্রতিক্রিয়া মেলেনি উরফির জাভেদের।
বক্স অফিসে বেশ ভালো অবস্থানে আছে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমাটি। মুক্তির মাত্র নয় দিনে শত কোটির ক্লাবে প্রবেশ করে ‘তু ঝুটি ম্যায় মক্কার’। সিনেমাটিতে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রেখেছেন প্রযোজক-পরিচালক বনি কাপুর। রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—স্ট্যান্ডআপ কমেডিয়ান অনুভব সিং বাসসিকে। লাভ রঞ্জন পরিচালিত সিনেমাটি কিছুদিন পরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ভারতের টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদ পোশাকের কারণে খুবই আলোচিত। বিচিত্র পোশাকের জন্য প্রায়ই তিনি হোন সংবাদের শিরোনাম। এবার তার বিতর্কিত পোশাক নিয়ে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।
সম্প্রতি কারিনা কাপুরের শো মির্চি প্লাস-এ অতিথি হয়ে এসেছিলেন রণবীর কাপুর। উদ্দেশ্য নিজের সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর প্রচারণা। সেখানেই কারিনা প্রশ্ন করেন রণবীরকে, উরফিকে তিনি চেনেন কিনা? এতে সম্মতি জানান অভিনেতা। এরপরই উরফির পোশাক নিয়ে জানতে চান কারিনা। কৌশলে উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন রণবীর। কিন্তু এরপরই রণবীরকে এক কথায় উত্তর দিতে বলেন কারিনা। কারিনা প্রশ্ন রাখেন উরফি পোশাক কি ভালো রুচির পরিচয় বহন করে, না কি তা নিম্ন রুচির পরিচয় বহন করে? এমন প্রশ্নে খুব বেশি সময় না নিয়েই রণবীরের উত্তর নিম্ন রুচির পরিচয় বহন করে উরফির পোশাক।
যদিও রণবীরের এই মন্তব্যে এখনো কোনও পাল্টা প্রতিক্রিয়া মেলেনি উরফির জাভেদের।
বক্স অফিসে বেশ ভালো অবস্থানে আছে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমাটি। মুক্তির মাত্র নয় দিনে শত কোটির ক্লাবে প্রবেশ করে ‘তু ঝুটি ম্যায় মক্কার’। সিনেমাটিতে রণবীর কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া। আর এই ছবির মাধ্যমেই অভিনয় জগতে পা রেখেছেন প্রযোজক-পরিচালক বনি কাপুর। রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—স্ট্যান্ডআপ কমেডিয়ান অনুভব সিং বাসসিকে। লাভ রঞ্জন পরিচালিত সিনেমাটি কিছুদিন পরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১১ মিনিট আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৮ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১৩ ঘণ্টা আগে