বলিউড অ্যাকশন ছবির বরপুত্র সানি। অ্যাকশন ছবিতে তাঁর বডি ল্যাঙ্গুয়েজ আর সংলাপ বাকি সবার থেকে আলাদা জায়গা করে দিয়েছে। নব্বইয়ের দশকের সবচেয়ে প্রভাবশালী তারকাও সানি। ছয়টি ব্লকবাস্টার, যার মধ্যে দুটি অলটাইম ব্লকবাস্টার, পাঁচটি রেকর্ড ওপেনিং, ১১টি বাম্পার ওপেনিং রেকর্ড রয়েছে তাঁর ছবির। ৮৫টি ছবি করেছেন, যার প্রায় ৩০টি ব্যবসাসফল। দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ অভিনয় জীবনে অনেক চরিত্রেই অভিনয় করেছেন। মাঝে খ্যাতিমান কোনো পরিচালকের ছবিতেও দেখা মেলেনি, ফ্লপের তালিকাও লম্বা হচ্ছিল। তবে আবার নতুন নতুন খবর আসছে সানির। সর্বশেষ চমক দিলেন আর বালকির ছবিতে চুক্তিবদ্ধ হয়ে। ছবির নাম ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’। আর বালকি বলিউডের অন্যতম প্রশংসিত পরিচালক। অমিতাভ বচ্চনকে নিয়ে ‘পা’, ‘চিনিকম’-এর মতো ছবি বানিয়েছেন। এই ছবিতে সানি দেওলের পাশাপাশি পাওয়া যাবে পূজা ভাট ও মালয়ালম সুপারস্টার দুলকার সালমানকেও।
খুব শিগগিরই সানি শুরু করবেন ‘আপনে ২’ ছবির কাজ। নতুন ছবিতে আবারও পর্দায় একসঙ্গে হাজির হবেন ধর্মেন্দ্র, সানি ও ববি। চলতি মাসেই ইংল্যান্ডে শুরু হওয়ার কথা ছিল ‘আপনে’ ছবির শুটিং। কিন্তু সেটা পিছিয়ে নতুন তারিখের অপেক্ষায় আছে। ‘আপনে ২’ ছবির কাজ শেষ হলে অলটাইম ব্লকবাস্টার ‘গাদার’-এর সিক্যুয়েলের কাজ শুরু করবেন পরিচালক অনীল শার্মা। ছবিতে আগের মূল অভিনয়শিল্পীরাই থাকবেন। সানি দেওল, আমিশা প্যাটেল ও তাঁদের সেই ছোট্ট ছেলের চরিত্রে অভিনয় করা উৎকর্ষ শর্মাকে (যিনি এখন বড় হয়েছেন) নিয়েই বানানো হবে। সানি দেওলের সঙ্গে বিবাদ মিটেছে রাজ কুমার সন্তোষির। এই পরিচালকের ‘ঘাতক ২’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সানি দেওল। নব্বইয়ের দশকে এই জুটি বেশ কিছু সুপারহিট ছবি উপহার দিয়েছে।
বলিউড অ্যাকশন ছবির বরপুত্র সানি। অ্যাকশন ছবিতে তাঁর বডি ল্যাঙ্গুয়েজ আর সংলাপ বাকি সবার থেকে আলাদা জায়গা করে দিয়েছে। নব্বইয়ের দশকের সবচেয়ে প্রভাবশালী তারকাও সানি। ছয়টি ব্লকবাস্টার, যার মধ্যে দুটি অলটাইম ব্লকবাস্টার, পাঁচটি রেকর্ড ওপেনিং, ১১টি বাম্পার ওপেনিং রেকর্ড রয়েছে তাঁর ছবির। ৮৫টি ছবি করেছেন, যার প্রায় ৩০টি ব্যবসাসফল। দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ অভিনয় জীবনে অনেক চরিত্রেই অভিনয় করেছেন। মাঝে খ্যাতিমান কোনো পরিচালকের ছবিতেও দেখা মেলেনি, ফ্লপের তালিকাও লম্বা হচ্ছিল। তবে আবার নতুন নতুন খবর আসছে সানির। সর্বশেষ চমক দিলেন আর বালকির ছবিতে চুক্তিবদ্ধ হয়ে। ছবির নাম ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’। আর বালকি বলিউডের অন্যতম প্রশংসিত পরিচালক। অমিতাভ বচ্চনকে নিয়ে ‘পা’, ‘চিনিকম’-এর মতো ছবি বানিয়েছেন। এই ছবিতে সানি দেওলের পাশাপাশি পাওয়া যাবে পূজা ভাট ও মালয়ালম সুপারস্টার দুলকার সালমানকেও।
খুব শিগগিরই সানি শুরু করবেন ‘আপনে ২’ ছবির কাজ। নতুন ছবিতে আবারও পর্দায় একসঙ্গে হাজির হবেন ধর্মেন্দ্র, সানি ও ববি। চলতি মাসেই ইংল্যান্ডে শুরু হওয়ার কথা ছিল ‘আপনে’ ছবির শুটিং। কিন্তু সেটা পিছিয়ে নতুন তারিখের অপেক্ষায় আছে। ‘আপনে ২’ ছবির কাজ শেষ হলে অলটাইম ব্লকবাস্টার ‘গাদার’-এর সিক্যুয়েলের কাজ শুরু করবেন পরিচালক অনীল শার্মা। ছবিতে আগের মূল অভিনয়শিল্পীরাই থাকবেন। সানি দেওল, আমিশা প্যাটেল ও তাঁদের সেই ছোট্ট ছেলের চরিত্রে অভিনয় করা উৎকর্ষ শর্মাকে (যিনি এখন বড় হয়েছেন) নিয়েই বানানো হবে। সানি দেওলের সঙ্গে বিবাদ মিটেছে রাজ কুমার সন্তোষির। এই পরিচালকের ‘ঘাতক ২’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সানি দেওল। নব্বইয়ের দশকে এই জুটি বেশ কিছু সুপারহিট ছবি উপহার দিয়েছে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে