Ajker Patrika

সানি আসছেন নতুন বেশে

সানি আসছেন নতুন বেশে

বলিউড অ্যাকশন ছবির বরপুত্র সানি। অ্যাকশন ছবিতে তাঁর বডি ল্যাঙ্গুয়েজ আর সংলাপ বাকি সবার থেকে আলাদা জায়গা করে দিয়েছে। নব্বইয়ের দশকের সবচেয়ে প্রভাবশালী তারকাও সানি। ছয়টি ব্লকবাস্টার, যার মধ্যে দুটি অলটাইম ব্লকবাস্টার, পাঁচটি রেকর্ড ওপেনিং, ১১টি বাম্পার ওপেনিং রেকর্ড রয়েছে তাঁর ছবির। ৮৫টি ছবি করেছেন, যার প্রায় ৩০টি ব্যবসাসফল। দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ অভিনয় জীবনে অনেক চরিত্রেই অভিনয় করেছেন। মাঝে খ্যাতিমান কোনো পরিচালকের ছবিতেও দেখা মেলেনি, ফ্লপের তালিকাও লম্বা হচ্ছিল। তবে আবার নতুন নতুন খবর আসছে সানির। সর্বশেষ চমক দিলেন আর বালকির ছবিতে চুক্তিবদ্ধ হয়ে। ছবির নাম ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’। আর বালকি বলিউডের অন্যতম প্রশংসিত পরিচালক। অমিতাভ বচ্চনকে নিয়ে ‘পা’, ‘চিনিকম’-এর মতো ছবি বানিয়েছেন। এই ছবিতে সানি দেওলের পাশাপাশি পাওয়া যাবে পূজা ভাট ও মালয়ালম সুপারস্টার দুলকার সালমানকেও।

সানি দেওলখুব শিগগিরই সানি শুরু করবেন ‘আপনে ২’ ছবির কাজ। নতুন ছবিতে আবারও পর্দায় একসঙ্গে হাজির হবেন ধর্মেন্দ্র, সানি ও ববি। চলতি মাসেই ইংল্যান্ডে শুরু হওয়ার কথা ছিল ‘আপনে’ ছবির শুটিং। কিন্তু সেটা পিছিয়ে নতুন তারিখের অপেক্ষায় আছে। ‘আপনে ২’ ছবির কাজ শেষ হলে অলটাইম ব্লকবাস্টার ‘গাদার’-এর সিক্যুয়েলের কাজ শুরু করবেন পরিচালক অনীল শার্মা। ছবিতে আগের মূল অভিনয়শিল্পীরাই থাকবেন। সানি দেওল, আমিশা প্যাটেল ও তাঁদের সেই ছোট্ট ছেলের চরিত্রে অভিনয় করা উৎকর্ষ শর্মাকে (যিনি এখন বড় হয়েছেন) নিয়েই বানানো হবে। সানি দেওলের সঙ্গে বিবাদ মিটেছে রাজ কুমার সন্তোষির। এই পরিচালকের ‘ঘাতক ২’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সানি দেওল।   নব্বইয়ের দশকে এই জুটি বেশ কিছু সুপারহিট ছবি উপহার দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত