তারকার পছন্দ
বিনোদন ডেস্ক
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
ল্যান্ডম্যান
পেট্রোলিয়াম শিল্পের ভেতরের অন্ধকার দিকগুলো উঠে এসেছে ‘ল্যান্ডম্যান’ সিরিজে। ২০২৪ সালের নভেম্বরে প্যারামাউন্ট প্লাসে মুক্তি পায় সিরিজটির প্রথম সিজন। এ বছর ঘোষণা এসেছে দ্বিতীয় সিজনের। ল্যান্ডম্যানের প্রেক্ষাপট যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস। ওই অঞ্চলে ক্রমবর্ধমান তেলশিল্পের আড়ালে ধনকুবেরদের সীমাহীন লোভ, দুর্নীতি এবং শ্রমিক নির্যাতনের বিষয়টি দেখানো হয়েছে গল্পে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিলি বব থর্নটন, তেলশিল্পের জন্য জমি অধিগ্রহণের কাজটি করে সে। আরও আছেন ডেমি মুর, জন হ্যাম, আলি লার্টার, জ্যাকব লফল্যান্ড প্রমুখ। সিরিজটি নিয়ে চিত্রাঙ্গদা সিং বলেন, ‘আমি এখন সিরিজটি দেখছি। বিলি বব থর্নটন আমার প্রিয় হয়ে উঠেছেন।’
জুবিলি
আমাজন প্রাইমে প্রচারিত অন্যতম সেরা ভারতীয় ওয়েব সিরিজ ‘জুবিলি’। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত সিরিজটি মুক্তি পায় ২০২৩ সালের এপ্রিলে। জুবিলির গল্পের সময়কাল ১৯৪০ ও ১৯৫০-এর দশক। দেশভাগের পর থেকে কীভাবে একটি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ধীরে ধীরে গড়ে উঠছে, সে চিত্র পাওয়া যাবে জুবিলিতে। একজন নবাগত পরিচালক, কয়েকজন অভিনয়শিল্পী ও প্রযোজককে নিয়ে এগিয়েছে গল্প, উঠে এসেছে সিনেমাপাড়ার রাজনীতি, সম্পর্ক আর সংকট। অভিনয় করেছেন সিদ্ধান্ত গুপ্ত, অপারশক্তি খুরানা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রায় হায়দারি, ওয়ামিকা গাব্বী প্রমুখ। সিরিজটি নিয়ে চিত্রাঙ্গদা বলেন, ‘জুবিলি আমার অন্যতম পছন্দের সিরিজ। বিক্রমাদিত্য যেভাবে গল্পটি বুনেছে, তার তুলনা হয় না।’
ব্ল্যাক ওয়ারেন্ট
বিক্রমাদিত্য মোতওয়ানের আরেকটি জনপ্রিয় সিরিজ ‘ব্ল্যাক ওয়ারেন্ট’। এক জেলের অন্দরের গল্প। ভারতের তিহার জেলে দীর্ঘ ৩৫ বছর ধরে জেলার হিসেবে কাজ করেছেন সুনীল গুপ্তা। তাঁর বয়ানে উঠে এসেছে জেলের ভেতরের নানা গল্প। একজন সৎ কর্মকর্তা হিসেবে জেলে চাকরি নেওয়ার পর তাঁকে অনেক প্রতিকূলতার মুখে পড়তে হয়। সত্য ঘটনা অবলম্বনে ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ সিরিজটি গত জানুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। অভিনয়ে জাহান কাপুর, রাহুল ভাট, সিদ্ধান্ত গুপ্তা, টোটা রায় চৌধুরী প্রমুখ। ব্ল্যাক ওয়ারেন্ট নিয়ে চিত্রাঙ্গদা বলেন, ‘এ সিরিজে জাহান কাপুর অসাধারণ অভিনয় করেছেন। তিনি মঞ্চনাটকের অভিনেতা, স্ক্রিনেও অনবদ্য লেগেছে তাঁকে।’
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
ল্যান্ডম্যান
পেট্রোলিয়াম শিল্পের ভেতরের অন্ধকার দিকগুলো উঠে এসেছে ‘ল্যান্ডম্যান’ সিরিজে। ২০২৪ সালের নভেম্বরে প্যারামাউন্ট প্লাসে মুক্তি পায় সিরিজটির প্রথম সিজন। এ বছর ঘোষণা এসেছে দ্বিতীয় সিজনের। ল্যান্ডম্যানের প্রেক্ষাপট যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস। ওই অঞ্চলে ক্রমবর্ধমান তেলশিল্পের আড়ালে ধনকুবেরদের সীমাহীন লোভ, দুর্নীতি এবং শ্রমিক নির্যাতনের বিষয়টি দেখানো হয়েছে গল্পে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিলি বব থর্নটন, তেলশিল্পের জন্য জমি অধিগ্রহণের কাজটি করে সে। আরও আছেন ডেমি মুর, জন হ্যাম, আলি লার্টার, জ্যাকব লফল্যান্ড প্রমুখ। সিরিজটি নিয়ে চিত্রাঙ্গদা সিং বলেন, ‘আমি এখন সিরিজটি দেখছি। বিলি বব থর্নটন আমার প্রিয় হয়ে উঠেছেন।’
জুবিলি
আমাজন প্রাইমে প্রচারিত অন্যতম সেরা ভারতীয় ওয়েব সিরিজ ‘জুবিলি’। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত সিরিজটি মুক্তি পায় ২০২৩ সালের এপ্রিলে। জুবিলির গল্পের সময়কাল ১৯৪০ ও ১৯৫০-এর দশক। দেশভাগের পর থেকে কীভাবে একটি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ধীরে ধীরে গড়ে উঠছে, সে চিত্র পাওয়া যাবে জুবিলিতে। একজন নবাগত পরিচালক, কয়েকজন অভিনয়শিল্পী ও প্রযোজককে নিয়ে এগিয়েছে গল্প, উঠে এসেছে সিনেমাপাড়ার রাজনীতি, সম্পর্ক আর সংকট। অভিনয় করেছেন সিদ্ধান্ত গুপ্ত, অপারশক্তি খুরানা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রায় হায়দারি, ওয়ামিকা গাব্বী প্রমুখ। সিরিজটি নিয়ে চিত্রাঙ্গদা বলেন, ‘জুবিলি আমার অন্যতম পছন্দের সিরিজ। বিক্রমাদিত্য যেভাবে গল্পটি বুনেছে, তার তুলনা হয় না।’
ব্ল্যাক ওয়ারেন্ট
বিক্রমাদিত্য মোতওয়ানের আরেকটি জনপ্রিয় সিরিজ ‘ব্ল্যাক ওয়ারেন্ট’। এক জেলের অন্দরের গল্প। ভারতের তিহার জেলে দীর্ঘ ৩৫ বছর ধরে জেলার হিসেবে কাজ করেছেন সুনীল গুপ্তা। তাঁর বয়ানে উঠে এসেছে জেলের ভেতরের নানা গল্প। একজন সৎ কর্মকর্তা হিসেবে জেলে চাকরি নেওয়ার পর তাঁকে অনেক প্রতিকূলতার মুখে পড়তে হয়। সত্য ঘটনা অবলম্বনে ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ সিরিজটি গত জানুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। অভিনয়ে জাহান কাপুর, রাহুল ভাট, সিদ্ধান্ত গুপ্তা, টোটা রায় চৌধুরী প্রমুখ। ব্ল্যাক ওয়ারেন্ট নিয়ে চিত্রাঙ্গদা বলেন, ‘এ সিরিজে জাহান কাপুর অসাধারণ অভিনয় করেছেন। তিনি মঞ্চনাটকের অভিনেতা, স্ক্রিনেও অনবদ্য লেগেছে তাঁকে।’
দাবাঘর ওয়েব ফিল্মের গল্পের কেন্দ্রে রয়েছে এক প্রভাবশালী ব্যবসায়ীর মেয়ে রামিসা রহমান। তার হাতে আসে একটি পেনড্রাইভ, যাতে লুকিয়ে আছে দেশের একটি শক্তিশালী সিন্ডিকেটের হাজার হাজার কোটি টাকা পাচারের প্রমাণ।
৩ ঘণ্টা আগেসুমন কল্যাণের সংগীত আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইলেন সংগীতশিল্পী আফরোজা রূপা। ‘শ্রাবণের ধারার মতো’ শিরোনামের গানটির ভিডিও পরিচালনা করেছেন শুভব্রত সরকার। সুমন কল্যাণ বলেন, ‘এক আড্ডায় গানটা আফরোজা রূপার কণ্ঠে রেকর্ড করি। আড্ডার বিষয়টা ছিল মূলত বেহাগ রাগ নিয়ে।
৩ ঘণ্টা আগেসম্প্রতি তিন মাসের অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। দেশে ফিরেই তিনি শুরু করেছেন বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমার শুটিং। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ববি। একটি চরিত্র সহজ-সরল ও অন্যটি প্রতিবাদী তরুণীর।
৪ ঘণ্টা আগে১৯৯০ সালে প্রকাশিত টমাস পিঞ্চনের উপন্যাস ভিনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন। সিনেমার গল্পে নিজেদের দলের একটি মেয়েকে উদ্ধারের জন্য ১৬ বছর পরে আবার একত্র হয় সাবেক একটি বিপ্লবী দলের সদস্যরা।
৮ ঘণ্টা আগে